You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem || The Diary game || 28 May 2024 ||

in Incredible India3 months ago

বাসায় মেহমান আসলে একটু বাড়তি কাজ করতে হয়। কিন্তু আপনার ভাই যেহেতু আসবে তাই নিজে কাজগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন। দুপুরের খাবারের জন্য বেশ ভালো আয়োজন করেছেন। আসলে আবহাওয়া গত পরশুদিন অন্যরকম থাকলেও গতকালকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। আসলে গ্রামের বাড়িতে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ফল এবং শাকসবজি পাওয়া যায়। তাই আপনার মা এবং আপনার শাশুড়ি আপনার জন্য বেশ কিছু জিনিস পাঠিয়ে দিয়েছেন।

বিকেলবেলা এ ধরনের ফুচকা খাওয়ার মজাটাই অন্যরকম। সেই সাথে এক কাপ চা তাহলে তার কোন কথাই নেই। ফুচকার মধ্যে যদি অতিরিক্ত ঝাল কিংবা বোম্বাই মরিচ দেয়া যায়। তাহলে তার মজাটাই অন্যরকম ভাবে ফিল করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 3 months ago 
  • ওরে বাবা বোম্বাই মরিচ কথা শুনলেই গা শিউরে ওঠে।
    আমি এমনিতেই ঝাল একটু কম খাই খাই না বললেই চলে।

  • এর উপরে যদি আবার বোম্বাই মরিচ থাকে তাহলে তো পাগল হয়ে যেতে হবে আমাকে।। তবে যারা বোম্বাই মরিচ খেতে পছন্দ করে তাদের জন্য ঠিক আছে খাবে ,,, আর মজার উপভোগ করবে।

  • একদম ঠিক একটা মাত্র ভাই বলে কথা। তাই চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী ওর পছন্দের খাবার গুলো রান্না করার।।
    হ্যাঁ এই সময়টাতে গ্রামের বাড়িতে অনেক শাকসবজি এবং ফল পাওয়া যায় যেগুলো শহর এলাকাতে পাওয়া গেলেও অনেক দাম নিয়ে থাকে।

  • যাইহোক আপনাকে ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য আশা করি এভাবে পাশে থাকবেন।।

 3 months ago 

কি বলছেন আপনি ফুচকার মধ্যে যদি ঝাল না হয়।তাহলে সেটা খেয়ে মজা পাওয়া যায় না। অনেকেই তো বলে থাকে ফুচকা খাওয়ার সময় যদি চোখে জল না আসে। তাহলে কিসের ফুচকা খাওয়া হলো। যাই হোক আপনি যেহেতু ঝাল অনেক কম খাওয়া পছন্দ করেন। সেজন্য আপনার ক্ষেত্রে ঠিক আছে। তবে আমার কাছে মনে হয় বোম্বাই মরিচ দিয়ে ফুচকা খাওয়ার মজাটাই অন্যরকম।

আপনি একদিন বসুন্ধরায় যাবেন চারতলার মধ্যে অনেক রকমের মুড়ি বিক্রি করা হয়ে থাকে। ঝালমুড়ি যার অনেক নাম রয়েছে যেমন সাদা ঝাল মুড়ি চোখের পানির ঝাল মুড়ি, লাল ঝালমুড়ি। ওখানে গিয়ে আপনি আপনার পছন্দমত ঝাল মুড়ি খেয়ে আসবেন। যেটা খেতে কিন্তু অনেক মজা আর ভাইয়ের জন্য বেশ ভালো আয়োজন করেছেন। ভাই বোন মিলে অনেক সুন্দর মুহূর্ত পার করেছেন। এভাবেই আপনাদের ভালোবাসা অটুট থাকুক। ভালো থাকবেন।

 3 months ago 

অবশ্যই যাবো আপনি যখন বলছেন নাকি একে থাকতে পারি একদিন সময় করে গিয়ে নানান ধরনের ঝাল মুড়ি টেস্ট করে দেখবো।। ধন্যবাদ খুব সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য ।

 3 months ago 

চোখের পানি ঝালমুড়ি টা খেয়ে দেখবেন আপনার চোখে পানি আসতে বাধ্য করবে। তবে ওনার ঝালমুড়ি এত পরিমাণে মজা বা ফেভারিট যেটা বলে বোঝাতে পারবো না। ওনার ঝালমুড়ির বিভিন্ন ধরনের ভিডিও ইউটিউবে ভাইরাল রয়েছে। আপনি চাইলে ওখান থেকে দেখেও ঠিকানাটা ভালোভাবে কালেক্ট করে নিতে পারেন। বর্তমান সময়ে উনি কোথায় আছে আমি জানিনা। তবে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে ঠিকানা আপনাকে দিয়েছি।

 3 months ago 

সকাল বেলা ভুনা খিচুড়ি আর মরগির মাংস খাওয়ার মজাই আলাদা। এর মাঝে আবার একমাত্র আসতেছে, তাই দুপুরের খাবার এর আয়োজনতো ভালো হতেই হবে।
তাই আপনি তারজন্য পোলাও, মাংস, মাছ আর ডিমভুনা করেছিলেন।
গ্রামে থেকে ভাই আসলে খালি হাতে আসে না। আসলে গ্রামে নিজেদেরও অনেক কিছুই হয় আবার জিনিসপত্র এর দামও তুল ন মুলক কম।
আমি নিজে গ্রামে গেলেও অনেক কিছু কিনে নিয়ে আসি সস্তাতে।
আপনার শশুর শাশুড়ী অনেক ভালো মানুষ। আর মাতো সবসময়ই ভালো হয়।আমিও দোয়া করি তারা যেন ভালো থাকে।আর ভাই এর সাথে আপনি সুন্দর সময় কাটান

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58306.22
ETH 2596.07
USDT 1.00
SBD 2.39