You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem || The Diary game || 25 May 2024 ||

in Incredible Indialast month

বাজারে গিয়ে দেখবেন তো লিচু পাওয়া যায় কিনা? তাহলে কিনে নিয়ে আসবেন এবং খেয়ে দেখবেন! আমার তো মনে হয় আপনাদের ওখানে আমাদের এখান থেকে আগে আসার কথা। বাট পরে আসার কথা সেটা বুঝতে পারিনি।যাইহোক যখন লিচু দেখতে পাবেন কিনে নিয়ে আসবেন। একদমই ঠিক বলেছেন ঠান্ডা দই এই গরমের মধ্যে আমাদের সবার জন্য খুবই উপকারী। বৃষ্টি আসবে বলে অনেক বেশি খুশি হয়েছিলাম। কিন্তু আকাশ মেঘলা থেকে আবারও রোদের দেখা পাওয়া গেছে। আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 last month 

অনেকদিন হয় বাজারে যাওয়া হয় না মনে হয় বাজারে পাওয়া যাবে আর প্রথম অবস্থায় লিচুর দাম অত্যাধিক পরিমাণ থাকে আপু।। অবশ্যই বাজারে গেলে লিচুর খোঁজ করব।। আর হ্যাঁ গরমের মধ্যে ঠান্ডা জিনিস খেলেই শরীর একদম ঠান্ডা হয়ে যায়।।

 last month 

যে কোন জিনিস প্রথমে যখন বাজারে আসে। তখন সেই জিনিসের দাম থাকে একেবারেই উঁচুতে। যেটা আমরা কখনোই কল্পনাও করি না। আমাদের এখানেও বর্তমান সময়ে লিচুর দাম অনেক বেশি। হয়তোবা কিছুদিন গেলে একটু কমে যাবে। গরমের সময় ঠান্ডা কিছু খাওয়া আর শরীর ঠান্ডা হয়ে যাওয়ার মধ্যে যে তৃপ্তি রয়েছে। সেটা অন্য কোন সময় পাওয়া যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last month 

এটা আপনি একদম সঠিক বলেছেন যে কোন জিনিস সর্বপ্রথম বাজারে আসলে তার মূল্য অত্যাধিক পরিমাণ থাকে।। আর যখন তার পরিমাণ বাজারে বেড়ে যাবে সেটার মূল্য আস্তে আস্তে কমে যায়।। আশা করি আপনাদের ওখানে লিচুর দাম আস্তে আস্তে কমে যাবে।।

 last month 

আমাদের এখানে বর্তমানে ১০০ লিচু ৩৫০ টাকা দিয়ে পাওয়া যায়। কিন্তু প্রথম যখন কিনেছিলাম তখন ৪০০ টাকা ছিল। আমের পরিমাণটা মনে হয় বর্তমানে খুব কম। তাই আম এর দামটা অনেক বেশি। এক কেজি আম ১২০ টাকা থেকে ১৩০ টাকা। জানি না কবে কমবে তা হয়তোবা কিছুদিনের মধ্যেই কমে যাবে। এটাই আশা করছি। তবে বর্তমান বাজারের কথা বলা যায় না। হয়তোবা আরো বেশি বৃদ্ধি পেতে পারে। ধন্যবাদ ভালো থাকবেন।

 29 days ago 

আমাদের এখানে লিচুর দাম আর একটু বেশি, ১০০ লেচু ৪৫০-৫০০ করে।। আশা করি খুব শীঘ্রই মূল্যটা কমে যাবে।। আর হ্যাঁ আমের মূল্য আমাদের এখানে এরকমই।। এখনো বাজারে লিচু আম খুব বেশি পাওয়া যায় না তার ফলে মূল্যটা বেশি।।

 29 days ago 

কি আর বলব এগুলো তো শুধু মাত্র সৃজন এর ফল। কিন্তু যে ফলগুলো সারা বছর পাওয়া যায়। সেগুলোর দাম বর্তমান সময়ে আকাশ ছোঁয়া। বিশেষ করে আপেল, কমলা, মালটা এগুলোর দাম কখনোই কমেনা। আমি দেখেছি 200 টাকার উপরে প্রত্যেকটা ফল। গরিব দুঃখী অসহায় মানুষ কিভাবে খাবে, সেটা ভেবে মাঝে মাঝে খুব কষ্ট হয়। আর বর্তমান সময়ে আম লিচু কাঁঠাল এখনো বাজারে পর্যাপ্ত পরিমাণে দেখা যায় না। তাই হয়তোবা এর দাম এত পরিমানে। এই বছর এই ফলগুলোর দাম কমবে কিনা, তা নিয়ে আমার সন্দেহ আছে। কেননা এই বছর ফলের ফলন খুব কম হয়েছে ধন্যবাদ।

 27 days ago 

আপনি একদম বাস্তব কথা বলেছেন আপেল কমলা মালটা এগুলোর দাম সব সময় একই রকম থাকে বরঞ্চ দিনে দিনে বেড়েই চলেছে।। আসলে মানুষ এগুলো বেশি খেয়ে থাকে আর বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষদের এই ফলে বেশি খাওয়ানো হয়।।

 26 days ago 

আমার কাছে তো মনে হয় বাংলাদেশের ফলের দাম অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়। কিন্তু তারপরেও কিছুই করার নেই আমাদের দেশের মধ্যে সিন্ডিকেট বেশি। যার কারণে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আর এই ফলগুলো ছোট বড় সবাই পছন্দ করে। ডাক্তার সবসময় বলে অসুস্থ মানুষকেই ফলগুলো খাওয়ানোর জন্য। কিন্তু যেভাবে দিন দিন দাম বৃদ্ধি পাচ্ছে। অসহায় বৃদ্ধ মানুষ বা রাস্তার পাশে যারা আছে। তারা অসুস্থ হলে তারা কিভাবে খাবে, এটা নিয়ে মাঝে মাঝে চিন্তা হয়।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60646.47
ETH 3379.85
USDT 1.00
SBD 2.51