Better Life With Steem || The Diary game || 25 May 2024 ||

in Incredible Indialast month
Picsart_24-05-26_08-12-24-643.jpg

আলহামদুলিল্লাহ নতুন একটা সকালের জন্য, আবারো আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করলাম। সকালে রোদের প্রখরতা দেখেই বোঝা যাচ্ছে অতিরিক্ত গরম পড়বে। নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম। সকালবেলা এত পরিমাণে গরম লাগছিল কি আর বলব। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমি ঘরে চলে আসলাম।

IMG_20240525_081104_690.jpg
IMG_20240525_081104_533.jpg

ঘরে আসার আগে, গাছে দেখলাম সন্ধ্যা মালতী ফুল ফুটে আছে। তাই ফুলের দুইটা ফটোগ্রাফি তুলে নিলাম। এরপর ঘরে এসে রান্নাঘরে গিয়ে যে কোন রকম নাস্তা তৈরি করব, ওইরকম কোন পরিস্থিতি ছিল না। এত পরিমাণে গরম লাগছিল। তাই শুধুমাত্র মুড়ি মাখা তৈরি করেছিলাম।

IMG_20240525_081057_518.jpg

মা আগের দিনের ভাত ছিল সেগুলো খেয়েছে। আমরা মুড়ি মাখা খেয়েছি, খেতে বেশ ভালোই লেগেছে। এরপর কিছুটা সময় আবার হাঁটাহাঁটি করলাম। কিছুক্ষণ পরেই ফল বিক্রি করার জন্য একটা গাড়ি বাড়িতে আসলো। আমি ওখান থেকে পঞ্চাশটা লিচু নিয়েছিলাম ২০০ টাকা দিয়ে। এরপর ঘরে নিয়ে এসে সবাই মিলে লিচু খেয়ে নিলাম। খেতে বেশ মিষ্টি ছিল সাইজে ও অনেকটা বড়ই ছিল।

IMG_20240525_081058_012.jpg

এরপর রান্নাবান্না করতে হবে তাই দেরি না করে রান্নাবান্নার জন্য সমস্ত জিনিস রেডি করে নিলাম। রান্না বান্না করতে গিয়ে নাজেহাল অবস্থা। এই গরমের মধ্যে আসলে রান্না ঘরে বসে রান্না করা, আর ঘামের মধ্যে গোসল করা একই কথা। কি আর করব কিছুই করার নেই। সমস্ত রান্নাবান্না শেষ করে এসে ফ্যানের নিচে কিছুক্ষণ শুয়ে থাকলাম।

IMG_20240525_081057_522.jpg

কিছুক্ষণ পরেই জোহরের আযান দিলে, তাড়াতাড়ি উঠে গিয়ে ছেলেকে গোসল করলাম এবং নিজেও গোসল করে নামাজ পড়ে নিলাম। এরপর দুপুরের খাবার খেয়ে নিলাম। গরমে কিছুই ভালো লাগছিল না, কারেন্ট নেই এরপর বাহিরে গিয়ে আবারো হাঁটাহাঁটি করলাম। ঘরের ভেতরে যেমন গরম বাহিরেও ঠিক তেমন গরম, শান্তির বিন্দুমাত্র ছিন্ন পাওয়া যায় না।

ছেলে অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে কান্নাকাটি শুরু করে দিল, এরপর ওর নানু ওকে বাতাস করতে শুরু করল। ছোট কাকা দই বানিয়েছে আমাকে ডাক দিয়েছে খাওয়ার জন্য। এরপর আমি ওখানে গেলাম এবং আমার ছেলেও আমার সাথে গেল, ও সহ আমরা সবাই মিলে দই খেলাম। গরমের মধ্যে আসলে দই বেশ ভালোই লেগেছে। তবে আমার কাশি থাকার কারণে একটু সমস্যা হয়েছে।তার পরেও বেশ মজা করে খেয়েছি।

IMG_20240525_081118.jpg
IMG_20240525_081057_654.jpg

আসরের আযান দেয়ার পর নামাজ পড়ে কিছুক্ষণ নামাজের বিছানায় বসে থাকার পর, উপলব্ধি করলাম রোধের তাপমাত্রা কিছুটা কমে গেছে। আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা কিছুটা মেঘলা, মনে মনে চিন্তা করলাম যদি একটু বৃষ্টি হয় তাহলে মন্দ হয় না। কিন্তু একটু বাতাস আর আকাশ মেঘলা থেকে কিছুক্ষণ পরেই আবার গরমের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বৃষ্টির ছিটে ফোটা ও দেখতে পেলাম না।

IMG_20240525_081057_436.jpg
IMG_20240525_081057_356.jpg

কিছুই করার নেই, মাগরিবের পরে বাজারে গিয়েছিলাম। আমার ঔষধ শেষ হয়ে গেছে সেটা নিয়ে আসার জন্য। আসার সময় গ্রিল নিয়ে এসেছিলাম সাথে নান রুটি। এরপর সবাই মিলে রাতের খাবার হিসেবে গ্রিল এবং নান রুটি খেয়েছিলাম। অনেক মজা হয়েছে।

IMG_20240525_081057_819.jpg
IMG_20240525_081057_829.jpg

এরপর নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। এভাবেই আমার জীবন থেকে আরো একটা দিন পার করলাম। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last month 

প্রথমেই বলবো সন্ধ্যা মালতি ফুলের ফটোগ্রাফিটা খুব সুন্দর লাগছে। বাড়ির সামনে এমন ফুল গাছ বাড়ির সোভা বৃদ্ধিতে সাহায্য করে। আসলেই গরমের যে বাজে অবস্থা কি আর বলবো। গরমের কারনে আপনি সকালের নাস্তা হিসাবে মুড়ি মাখা বানিয়েছিলেন।

লিচু গুলো যেন আমার দিকে তাকিয়ে আছে। লিচু আমার সত্যিই খুব প্রিয়। আমাদের এখানেও গতকাল আকাশ লাল মেঘে ঢেকে গিয়েছিলো। শুনেছি লাল মেঘ হলে প্রচন্ড বৃষ্টি হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 last month 

একদমই ঠিক বলেছেন বাড়ির সামনে বা ঘরের সামনে ফুল গাছ থাকলে, বাড়ির সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পায়। লিচু গুলো একদমই আপনার দিকে তাকিয়ে আছে। তুলে খেয়ে ফেলুন। তবে অনেক মিষ্টি ছিল এটা বলতে বাধ্য হবো। আসলে এত পরিমাণে গরম তাই গরমের মধ্যে আর নাস্তা না বানিয়ে মুড়ি মাখা হিসেবে, সকালের নাস্তা চালিয়ে দিয়েছিলাম। কি আর বলব আকাশে লাল মেঘ ঢেকে যাওয়ার পরেও বৃষ্টির দেখা পাইনি। তবে আজকে হালকা পরিমাণে বৃষ্টি হয়েছে তাও আবার অতিরিক্ত গরম। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last month 

আমি বাড়ির আশেপাশে ফুল গাছ লাগাই। আর তাছাড়া আমাদের পুজার কাজেও ফুলের ব্যবহার করতে হয়। বাড়িতে লিচু গাছ থাকলেও তাতে ফলন নেই। আমাদের এখানে সকলেরই একই অবস্থা। বৃষ্টি হলেও গরমের কোনো পরিবর্তন হচ্ছে না। ধন্যবাদ আপনাকে আমার মতামতের উওর দেওয়ার জন্য। ভালো থাকবেন।

 last month 

আপনাদের পুজোর কাজে ফুল ব্যবহার হয় এটা আমার জানা ছিল। কেননা আমাদের বাড়ির পাশে আপনাদের ধর্মাবলম্বী একজন বা একটা পরিবার রয়েছে। তারা মাঝে মাঝে আমাদের বাড়ি থেকে ফুল তুলে নিয়ে যায়। আসলে আমাদের বাড়িতেও লিচু গাছ আছে কিন্তু এবার একটা লিচু ও ধরেনি, খুবই দুঃখের বিষয়। আবহাওয়ার পরিবর্তন হয়েছে,😍 আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে। ধন্যবাদ আপনাকে মতামতের রিপ্লাই দেয়ার জন্য। ভালো থাকবেন।

Loading...
 last month 

মেঘলা আকাশের ফটোগ্রাফি খুব ভালো লাগলো আমার। আর আমারও বাটারনান খেতে খুব ভালো লাগে। দই তো আমি ভীষণই পছন্দ করি। আমার বাড়িতে রোজই দই পাতা হয়। এই দই দেখেও আমার লোভ সামলানো যাচ্ছেনা। খুব সুন্দর হয়েছে পোস্টটি।

 last month 

দিদি আকাশে মেঘ দেখে ভেবেছিলাম যে হয়তো বা বৃষ্টি হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য বৃষ্টি দেখতে পাইনি তবে বৃষ্টি হচ্ছে মোটামুটি অল্প অল্প, তাও আলহামদুলিল্লাহ।আপনাদের বাড়িতে চলে যাওয়া উচিত। তাহলে প্রতিদিন অন্ততপক্ষে দই খাওয়া যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last month 

সন্ধ্যামালতি ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছে।। এ বছর এখনো লেচু খাওয়া হয়নি আপু আপনার পোস্টে লিচু দেখে খেতে ইচ্ছে করছে।। এই গরমে ঠান্ডা দই খেলে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায় আর অনেক ভালো লাগে।। আপনাদের ওখানে তো বৃষ্টি আসার জন্য আকাশ মেঘলা হয় আমাদের এখানে এটা হচ্ছে না।।

 last month 

বাজারে গিয়ে দেখবেন তো লিচু পাওয়া যায় কিনা? তাহলে কিনে নিয়ে আসবেন এবং খেয়ে দেখবেন! আমার তো মনে হয় আপনাদের ওখানে আমাদের এখান থেকে আগে আসার কথা। বাট পরে আসার কথা সেটা বুঝতে পারিনি।যাইহোক যখন লিচু দেখতে পাবেন কিনে নিয়ে আসবেন। একদমই ঠিক বলেছেন ঠান্ডা দই এই গরমের মধ্যে আমাদের সবার জন্য খুবই উপকারী। বৃষ্টি আসবে বলে অনেক বেশি খুশি হয়েছিলাম। কিন্তু আকাশ মেঘলা থেকে আবারও রোদের দেখা পাওয়া গেছে। আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last month 

অনেকদিন হয় বাজারে যাওয়া হয় না মনে হয় বাজারে পাওয়া যাবে আর প্রথম অবস্থায় লিচুর দাম অত্যাধিক পরিমাণ থাকে আপু।। অবশ্যই বাজারে গেলে লিচুর খোঁজ করব।। আর হ্যাঁ গরমের মধ্যে ঠান্ডা জিনিস খেলেই শরীর একদম ঠান্ডা হয়ে যায়।।

 last month 

যে কোন জিনিস প্রথমে যখন বাজারে আসে। তখন সেই জিনিসের দাম থাকে একেবারেই উঁচুতে। যেটা আমরা কখনোই কল্পনাও করি না। আমাদের এখানেও বর্তমান সময়ে লিচুর দাম অনেক বেশি। হয়তোবা কিছুদিন গেলে একটু কমে যাবে। গরমের সময় ঠান্ডা কিছু খাওয়া আর শরীর ঠান্ডা হয়ে যাওয়ার মধ্যে যে তৃপ্তি রয়েছে। সেটা অন্য কোন সময় পাওয়া যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last month 

এটা আপনি একদম সঠিক বলেছেন যে কোন জিনিস সর্বপ্রথম বাজারে আসলে তার মূল্য অত্যাধিক পরিমাণ থাকে।। আর যখন তার পরিমাণ বাজারে বেড়ে যাবে সেটার মূল্য আস্তে আস্তে কমে যায়।। আশা করি আপনাদের ওখানে লিচুর দাম আস্তে আস্তে কমে যাবে।।

 last month 

আমাদের এখানে বর্তমানে ১০০ লিচু ৩৫০ টাকা দিয়ে পাওয়া যায়। কিন্তু প্রথম যখন কিনেছিলাম তখন ৪০০ টাকা ছিল। আমের পরিমাণটা মনে হয় বর্তমানে খুব কম। তাই আম এর দামটা অনেক বেশি। এক কেজি আম ১২০ টাকা থেকে ১৩০ টাকা। জানি না কবে কমবে তা হয়তোবা কিছুদিনের মধ্যেই কমে যাবে। এটাই আশা করছি। তবে বর্তমান বাজারের কথা বলা যায় না। হয়তোবা আরো বেশি বৃদ্ধি পেতে পারে। ধন্যবাদ ভালো থাকবেন।

 29 days ago 

আমাদের এখানে লিচুর দাম আর একটু বেশি, ১০০ লেচু ৪৫০-৫০০ করে।। আশা করি খুব শীঘ্রই মূল্যটা কমে যাবে।। আর হ্যাঁ আমের মূল্য আমাদের এখানে এরকমই।। এখনো বাজারে লিচু আম খুব বেশি পাওয়া যায় না তার ফলে মূল্যটা বেশি।।

 29 days ago 

কি আর বলব এগুলো তো শুধু মাত্র সৃজন এর ফল। কিন্তু যে ফলগুলো সারা বছর পাওয়া যায়। সেগুলোর দাম বর্তমান সময়ে আকাশ ছোঁয়া। বিশেষ করে আপেল, কমলা, মালটা এগুলোর দাম কখনোই কমেনা। আমি দেখেছি 200 টাকার উপরে প্রত্যেকটা ফল। গরিব দুঃখী অসহায় মানুষ কিভাবে খাবে, সেটা ভেবে মাঝে মাঝে খুব কষ্ট হয়। আর বর্তমান সময়ে আম লিচু কাঁঠাল এখনো বাজারে পর্যাপ্ত পরিমাণে দেখা যায় না। তাই হয়তোবা এর দাম এত পরিমানে। এই বছর এই ফলগুলোর দাম কমবে কিনা, তা নিয়ে আমার সন্দেহ আছে। কেননা এই বছর ফলের ফলন খুব কম হয়েছে ধন্যবাদ।

 last month 

সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে কিছুক্ষণ হাটাহাটি করেছেন। সত্যি সকাল বেলায় রোদ উঠেছে তাপমাত্রা থেকে যাও বলার মতো নয়। সকালবেলা অনেক সুন্দর ভাবে মুড়ি মাখা খেয়েছেন।
আপনাদের ওদিকে হয়তো বাসায় গিয়ে লিচু বিক্রি হয়। কিন্তু আমাদের এদিকে বাজারে বিক্রি হয়।
যাইহোক, দুপুরে রান্নাবান্না করার পর আপনার ছোট কাকা দই খাওয়ার জন্য ডেকেছেন। সত্যিই এই গরমে দই খেতে অনেক ভালো লাগে।

সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আসলে সকালবেলা রোদের তাপমাত্রা দেখেই বোঝা যায়। সারাদিন কি পরিমান গরম পড়বে? আমাদের এখানে শুধু ফল নয় প্রত্যেকটা জিনিস বাড়িতে নিয়ে আসে। সেটা আপনার কোন কাঁচা বাজার হোক বা মাছ বা মাংস। বাজারে খুব কম যাওয়া হয়, বাড়িতে নিয়ে আসার কারণে ওখান থেকে কিনে নেই আমরা। একদমই ঠিক বলেছেন এই গরমের মধ্যে দই অনেক ভালো লেগেছিল আমার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last month (edited)

সকালে ঘুম থেকে কিছুটা সময় পেয়েছেন কিন্তু গরমের জন্য খুব বেশিক্ষণ সেটা করতেও পারেননি। কদিন থেকে ভ্যাপসা গরম পড়েছে।
যদিও গতকাল থেকে বাতাস ছেড়েছে তারপরও কেমন জানি গরম।প্রচন্ড রকমের গরমের কারণ আজকের নাস্তা বানাননি শুধু মুড়ি মেখে ছিলেন আর সেটাই সবাইকে নিয়ে মজা করে খেয়েছেন।

দুপুরে প্রচন্ড গরমের মাঝে বলতে গেলে ঘামে গোসল করতে করতে রান্না করেছেন। আপনার কাকা দই পেতে ছিলেন আর সেটা আপনাকে খাওয়ার জন্য ডেকেছিলেন।দইটা মজা করেই খেয়েছেন, যদিও কাশির কারনে খুব একটা খেতে পারেন নাকি। আপনার তোলা আকাশের ছবিগুলো খুবই সুন্দর হয়েছে।
বিকেলের দিকে বাজারেওষুধ কিনতে গিয়ে গ্রীল আর নান কিনে এনে ছিলেন।
সেটা সবাই মিলে মজা করে খেয়েছেন। আপনার দিনলিপি পড়ে ভালো লাগলো।
ভালো থাকবেন সবসময়।

 last month 

গরমের কথা আর বলবেন না। আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টির কারণে শরীর একেবারেই শান্ত হয়ে গেলো। গত কয়েকদিনে প্রত্যেকটা মানুষের শরীরের অবস্থা যেমন খারাপ হয়েছে। ঠিক তেমনি জ্বর কাশি একেবারেই বৃদ্ধি পেয়েছে, একদমই ঠিক বলেছেন আমি যেদিন দই বসিয়ে ছিলাম। ওইদিন আমার কাকা নিজেও বসিয়েছে, কিন্তু ওনার কিছু ব্যস্ততার কারণে উনি খেতে পারেননি। তাই গত পরশুদিন আমরা সবাই মিলে বেশ মজা করে খেয়েছি। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60646.47
ETH 3379.85
USDT 1.00
SBD 2.51