You are viewing a single comment's thread from:

RE: বিয়ে,ঘটক ও ঘটকালি নিয়ে কিছু কথা।

in Incredible India4 months ago

আমাদের গ্রাম অঞ্চলে বিয়ের ঘটক সম্পর্কে যদি বলতে যাই। তাহলে এই ধরনের চতুর বুদ্ধির হয়তো বা কেউই হবে না। কেননা উনি যেভাবে বিষয়টাকে সামনে নিয়েছেন। এভাবে এত সহজে বিষয়টা সামনে নেওয়া হয়তো বা কারোর পক্ষেই সম্ভব না। যাইহোক তারপরেও উনি উনার বুদ্ধির পরিচয় দিতে পেরেছেন, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা।

বিয়ে হওয়ার পর একটা মেয়ে বা একটা ছেলের মধ্যে সম্পর্ক কতটুকু ভালো হবে। সেটা একমাত্র নির্ভর করে তাদের একজন আরেকজনের প্রতি আগ্রহ ভালোবাসা তার উপরে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় বিয়ের পরে সংসারের মধ্যে অশান্তি একেবারেই লেগেই থাকে। ঘটক বলে এক রকম হয়ে যায় অন্যরকম। এই নিয়ে ঘটকের মধ্যে নানা ধরনের সমস্যা শুরু হয়ে যায়।

আমার মনে হয় প্রত্যেকটা ঘটক যদি বিয়েতে সত্যি কথা বলতো। তাহলে হয়তো বা অন্ততপক্ষে তাদের এই বন্ধন কখনোই ভেঙ্গে যেত না। যদিও নিজেদের সমস্যার কারণে ভেঙে যেত। কিন্তু অন্ততপক্ষে দুই পরিবার কিছুটা হলেও শান্তি পেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ উপরোক্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। একজন চতুর ঘটকের বুদ্ধি সম্পর্কে জানতে পারলাম। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60192.33
ETH 2321.67
USDT 1.00
SBD 2.50