You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem | The Diary game | 22, may |

in Incredible India29 days ago

মোটামুটি বলা যায় আজকের দিনটি আপনার বেশ ভালোই কেটেছে। কেননা কিউরেটরের ভোট পেয়ে আপনি অনেক বেশি খুশি হয়েছেন। যার কারণে আপনার ভাইয়ের ছেলে এবং আপনার ছেলেকে ট্রিট দিতে হয়েছে। আসলে এই ধরনের মাছ একমাত্র গ্রামে পাওয়া যায়। কিছুদিন আগে আমাদের পুকুরে ও পাওয়া গিয়েছে, এই মাছগুলো খেতে অনেক বেশি স্বাদ। আশা করি আপনিও সেই স্বাদ উপভোগ করতে পারবেন। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 29 days ago 

ঠিকই বলেছেন যে, পুকুরেও এমন মাছ হয়।আমাদের পুকুরেও একবার ২/৩টা চিতল ও ২টা বোয়াল মাছি হয়েছিল। কোন মতেই ধরতে পারতেছিলো না জাল ছিড়ে বের হয়ে যেত আবার ওইদিকে পুকুর এর বাকি মাছদেরকেও খেয়ে শেষ করে ফেলতেছিলো।
বেশ কয়েকবার চেষ্টার পরা ধরা পরেছিলো।
পুকুরের টাটকা মাছও খেতে খুব ভালো হয় তবে নদীর মাছ এর স্বাদ আরো বেশি । এই খাল পদ্মার সাথে যুক্ত থাাকর কারনে পদ্মা থেকেই এসেছে বলে সবার ধারণা।
ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ভালো থাকবেন সবসময়ই এই শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64828.66
ETH 3511.22
USDT 1.00
SBD 2.37