You are viewing a single comment's thread from:

RE: মনের কালবৈশাখী (Storm in mind)

in Incredible India3 months ago

বাইরে থেকে সুন্দর পোশাক আর এক গাল হাসির আড়ালে লুকিয়ে থাকা কাল বৈশাখীর ঘন আঁধার লুকিয়ে রাখা মানুষগুলোর ক্ষমতা আর পাঁচটা মানুষের চাইতে অনেক বেশি।

এই পৃথিবীতে অনেক মানুষ আছে, যারা কিনা সুন্দর পোশাকের আড়ালে তাদের মনের কালিমা লুকিয়ে রাখে। এই লুকিয়ে রাখার ক্ষমতা সবার মধ্যে থাকে না। তবে যার মধ্যে থাকে সে সবার সামনে সেটা লুকিয়ে রেখে, নিজেকে সবার সামনে ভালো রাখার চেষ্টা করে। তাদের ক্ষমতা দেখে মাঝে মাঝে অবাক হতে হয় এবং একবার জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কিভাবে পারেন এতটা নিতে।

আমার মত মানুষ এই সমাজে অচল, যারা আজও মানবিকতার কথা বলে, আর বিনা তাঁবেদারী করে চলে!

আপনার এই কথাটা সত্য, তবে আমি মেনে নিতে পারলাম না। আসলে আপনার মত একজন মানুষ, এই সমাজের যদি সঠিকভাবে বসবাস করতে পারে এবং নিজের কাজগুলো সঠিকভাবে করতে পারে, অন্য কারো তাঁবেদারী না করে। তাহলে কিন্তু সমাজ আরো অনেক বেশি সুন্দর হবে, কিন্তু আপনাদের মত মানুষদেরকে এই সমাজে তেমন একটা মূল্যায়ন করা হয় না। এটা একেবারেই বাস্তব। কারণ যে মানুষ অন্যের মাথায় তেল দিয়ে চলতে পারে, তার দাম অনেক বেশি বর্তমান সমাজে। ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

জানিনা কতটুকু আপনার পোষ্টের মূল্যায়ন করে, মন্তব্য করতে পেরেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70949.50
ETH 3803.71
USDT 1.00
SBD 3.45