You are viewing a single comment's thread from:

RE: ভালো অভ্যাস এবং বদভ্যাসের মধ্যে তারতম্য।(Distinction between good habits and bad habits)

in Incredible India6 months ago

অতিরিক্ত টাকা থাকলে যে আমরা ভালো থাকবো এই কথা চিন্তা করে একেবারেই বোকামি। আমাদের সমাজেই আছে এমন অনেক মানুষ, যাদের অতিরিক্ত টাকা আছে কিন্তু শারীরিকভাবে তারা একেবারেই সুস্থ নেই, তাহলে তারা কিভাবে ভাল আছেন।

অল্প অর্থ নিয়েও সন্তুষ্ট থাকা যায়, যদি শারীরিকভাবে ভালো থাকা যায়। মানসিকভাবে একটা মানুষ ভালো থাকলে, সে তার পরিবার সমাজ এবং দেশের জন্য ভালো কিছু চিন্তা করে।

ভালো ব্যবহার দিলে অবশ্যই ভালো ব্যবহার পাওয়া যায়, এই কথাটা আমি ১০০ বার বিশ্বাস করি। একদমই ঠিক বলেছেন, ভালো অভ্যাস রপ্ত করা অনেক কঠিন। তবে অবশ্যই আমাদেরকে ভালো অভ্যাস রপ্ত করতে হবে। এতে করে আমরা অন্ততপক্ষে বাকি জীবনটা ভালো থাকতে পারবো। ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65