You are viewing a single comment's thread from:
RE: শেখার সদিচ্ছা মুষ্টিমেয় মানুষের পাথেয়। (The willingness to learn is in the path of a handful of people!)
আসলে আমাদের যদি শেখার কোন আগ্রহ না থাকে। তাহলে অনেকেই হাজার বার বলেও কোন কিছুই শেখাতে পারবে না। আর সেইসাথে আমাদেরকে অবশ্যই পরিশ্রমী হতে হবে।
বরাবরই আপনি বলে এসেছেন আপনি যতটুকু শিখেছেন একমাত্র অন্যের পোস্ট পড়ে। এটা আমি একেবারেই বিশ্বাস করি। কেননা আপনার মত করে রাত জেগে কেউ থাকেনা, রাতের পর রাত আপনি চিন্তা করেন কিভাবে আরো একটু শেখা যায়।
অল্প বিদ্যা ভয়ংকর এমন একটা কথা আছে। এই কথাটা একেবারেই সত্য। অল্প একটু শিখে আমরা কখনোই অনেক দূর এগিয়ে যেতে পারবো না। অবশ্যই পরিপূর্ণভাবে আমাদেরকে শিখতে হবে। আর একটা কমিউনিটি গাইডলাইন সেই সাথে একটা পরিবারের আশ্রয় থাকা, কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারি। ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।