You are viewing a single comment's thread from:
RE: "ইচ্ছাপূরণের গল্প- ভালোলাগার ফসিলস"
রক ব্যান্ডের গান আমি নিজেও পছন্দ করি না। তবে আজকে আপনার পোষ্টের মাধ্যমে আপনার ভালো লাগার বিষয়গুলো জানতে পারি বেশ ভালো লাগলো। আসলে একটা মানুষের সাথে চলতে চলতে তার ভালোলাগা গুলো কখন যে নিজের আয়ত্ত করে ফেলি। সেটা বুঝতেও পারিনা।
আসলে একজন মানুষকে যখন কেউ ভালোবাসে তার গান ভালোবাসে। তখন তাকে দেখার জন্য অবশ্যই আসে। সেটা যত দূরেই হোক না কেন? আপনারা যখন ওখানে গিয়েছেন তখন দেখতে পেয়েছেন! রুপমকে দেখার জন্য হাজারো মানুষের ঢল সেখানে নেমেছে।
রুপমের গান মাঝে মাঝে সোনা হয়, যখন আবার হাসবেন্ড শুনে তখন। কিন্তু বর্তমান সময়ে তেমন নয় খুব কম আর শোনার মত সময়ও পাই না। কিন্তু আপনি খুব কাছ থেকে তাদের ব্যান্ডের গান উপভোগ করেছেন। এবং নিজের ইচ্ছাটা পূরণ করেছেন। প্রত্যেকটা ইচ্ছে পূরণ হোক এটাই কামনা করি সৃষ্টিকর্তার কাছে ভালো থাকবেন।
রূপমের সব গানই আমার ভীষন ভালো লাগে এমন নয়, তবে কিছু কিছু গান ভীষন রকম প্রিয়। মনে হয় গানের কথার সাথে আমার জীবনের মিল রয়েছে। আর এই কারনেই বোধহয় ওর লাইফ পারফরম্যান্স দেখার ইচ্ছাটা এতো প্রবল হয়েছিল। সত্যিই তৃপ্তি পেয়েছি। এই ভালোলাগার অনুভূতিটা আজীবন মনে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।