You are viewing a single comment's thread from:

RE: আমাদের বিজয়, আমাদের অহংকার

in Incredible India8 months ago

আসলে বর্তমানে দেশ নিয়ে চিন্তা করার মত মানুষ একেবারেই কম। বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদের ক্ষেত্রেও যদি আপনি চিন্তা করেন। তারপর দেশ নিয়ে চিন্তা করে এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। কেননা সবাই এখন এটা নিয়ে ব্যস্ত কিভাবে তার পকেট ভারি করা যাবে।

সবাই যদি একটু একটু করে দেশের কথা চিন্তা করত। আমাদের স্বাধীনতার কথা চিন্তা করত। এবং কতটা কষ্টের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে একটু চর্চা করতো। তাহলে হয়তোবা আমাদের দেশ এতটা তলিয়ে যেত না। বিশেষ করে বর্তমানে দেশের দ্রব্যমূল্য এত বেশি বৃদ্ধি পেয়েছে। যে সাধারণ মানুষ মাঝে মাঝে দেখা যায় না খেয়ে থাকে। রাস্তায় যারা বসবাস করে এই শীতের মধ্যে, তারা কতটা কষ্ট করে বসবাস করে।

আসলে অনেকেই ভুলে গিয়েছে স্বাধীনতা দিবস কবে বিজয় দিবস কবে। যখন প্রাইমারি স্কুল কিংবা হাইস্কুলে মাইক লাগিয়ে গান চালানো হয়। তখন হয়তোবা অনেকে মনে করে যে না আজকে স্বাধীনতা দিবস আজকে বিজয় দিবস। আর জাতীয় সঙ্গীতের কথা আপনি বলেছেন, সেটা অনেকের মুখ থেকে শুনতে গেলে দুই চার লাইনের বেশি হয়তোবা কেউই পারবেনা। কেননা সবাই বর্তমানে গেম ফেসবুক ইউটিউব এসব নিয়েই অনেক বেশি ব্যস্ত থাকে। আমার স্বাধীনতা আমার গর্ব। এটা আমরা সবাই যদি মেনে নিতে পারতাম, তাহলে আমাদের দেশ আরো বেশি সুন্দর হতো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59169.46
ETH 2597.10
USDT 1.00
SBD 2.42