প্রকৃতির মাঝে কত সৌন্দর্য লুকিয়ে আছে। সেটা হয়তোবা আমরা একটু খুঁজতে গেলে অনেক বেশি পেয়ে যায়। আমার যখন মাঝে মাঝে মন খারাপ হয়, তখন আমি প্রকৃতির সাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা করি। আপনিও দেখছি ঠিক তেমন একটু সুযোগ পেলেই, নিজের চেনা পরিচিত রাস্তা গুলো দিয়ে একা একা হাঁটতে থাকেন।
আমিও কালকে আমাদের গ্রামে বের হয়েছিলাম।হাঁটার জন্য আসলে চেনা পরিচিত রাস্তাগুলোর অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। আগে যে পথ দিয়ে হেঁটে স্কুলে যেতাম সেই পথের পরিবর্তন হয়েছে। বিষয়টা অবশ্যই দেখে ভালো লাগছে, কারণ গ্রামের পরিবর্তন হলে গ্রামে থাকা মানুষ, একটু সুন্দরভাবে বসবাস করতে পারবে এটাই স্বাভাবিক।
গ্রাম অঞ্চলে যে শিল্প প্রতিষ্ঠানগুলো অবস্থিত সেগুলো এখন প্রায় বিলুপ্ত দেখাই যায় না। আসলে এই বিষয়টা খুব খারাপ লাগে। আপনি কিছু ফটোগ্রাফি এবং তার বিষয়ে বিস্তারিত, আমাদের সাথে আলোচনা করার জন্য ধন্যবাদ।
হে আপু আমাদের প্রায় সব শিল্প প্রতিষ্ঠান বন্ধের পথে। দোয়া করবেন আপু।কখন যে আমাদের টা বন্ধের নির্দেশ আসে বলা মুশকিল।জ্বী আপু অনেক ভালো লাগে চিনা রাস্তা দিয়ে হেঁটে যেতে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।