You are viewing a single comment's thread from:

RE: Better Life With Steem || The Diary game || 18th September

in Incredible Indialast year

সর্বপ্রথম সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। সৃষ্টিকর্তা আপনার দাদা বাবুকে আগের চাইতে অনেক বেশি সুস্থ করেছেন। সেই জন্য,, আরো প্রার্থনা করব তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অনেকদিন পর দিদির বাড়িতে গিয়ে খুব সুন্দর সময় পার করেছেন।

আজকে আপনার ঘুম ভেঙেছে,, মোবাইলের অ্যালার্মের কারণে নয়! বরং আপনার বোনের ছেলে মেয়ের চিৎকার চেঁচামেচির কারণে! আসলে এই মুহূর্তগুলো না অনেক বেশি সুন্দর হয়ে থাকে! অসংখ্য ধন্যবাদ আপনাকে,, দিদির বাড়িতে কাটানো মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভাল থাকবেন।

Sort:  
 last year 

ধন্যবাদ আপনাকে কারণ দাদার জন্য আপনি প্রার্থনা করেছেন। অনেকদিন বাদে দিদি বাড়িতে সত্যিই একটি সুন্দর দিন অতিবাহিত করেছিলাম। আর দিদি বাড়িতে আসলেই ফোনের অ্যালার্মের দরকার হয় না,তার জন্য তিতলি ও তাতানই যথেষ্ট। যতই চেষ্টা করি একটু ঘুমানোর, কিছু সময় বাদে বাদে তারা গিয়ে ঘুম থেকে ডাক দেয়। আর এতটাই আদরের গলায় ডাকে যে, রাগও করা যায় না।
ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.041
BTC 97835.70
ETH 3622.57
USDT 1.00
SBD 3.25