RE: " নিজের কর্মের দায়ভার নিজেকেই বইতে হয়।"
অসম্ভব সুন্দর এবং অনেক মূল্যবান একটা টপিক আজকে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন! আসলে আমরা বর্তমান সময়ে অনেক মানুষকেই দেখতে পাই! যারা নিজের স্বার্থের জন্য,,, অনেক কিছুই করতে পারে।
তবে সত্যের সাথে নিজেকে এগিয়ে নেয়াটাই সবচাইতে বড় একটা বিষয়! যেটা হয়তোবা প্রত্যেকটা মানুষ করতে পারে না! তারা মনে করে বর্তমান সময়ের সামান্য মিথ্যে দিয়ে যদি! তারা অনেক স্বার্থ অর্জন করতে পারে,,,, এটাই তাদের কাছে মূল্যবান।
আপনি আপনার পোস্টে বলেছেন,,,, কিছু মানুষের ধর্ম আছে! তারা নিজেদেরকে অনেক ভালো মানুষ মনে করে! আর অন্য সব মানুষদেরকে তারা কাঠ গড়ায় দাঁড় করায়।
একদমই ঠিক বলেছেন,,, এই মানুষগুলো নিজেদেরকে অনেক বড় মনে করে! কিন্তু যারা সত্যের পথে চলে! দিন শেষে তারাই,,, তৃপ্তি নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেয়।
খুবই ভালো লাগলো,,, আপনার পোস্ট পড়ে! নিজের জীবনের বাস্তবতাটা কেন যেন মনে হল!আমার সামনে ভাসতে শুরু করল! অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত মূল্যবান একটা টপিক আমাদের সাথে শেয়ার করার জন্য! ভালো থাকবেন।