You are viewing a single comment's thread from:

RE: হারিয়ে যাওয়া-"মেয়েবেলা"

in Incredible Indialast year

এই দিনে বাঙালির ঘরের প্রত্যেক মেয়ে তার স্বামীর সঙ্গে বাপের বাড়িতে আসে এবং সেখানে ছেলেটি তার শ্বশুরবাড়িতে অনেক আদর যত্ন পায়। এই বিশেষ দিনটিকে শুধুমাত্র জামাইদের জন্যই সেলিব্রেট করা হয়। সারা বছর মেয়েরা বাপের বাড়িতে না গেলেও, একটা দিনে মেয়েরা বাপের বাড়িতে যেতে না পারলে মনটা খারাপ হয়।

সত্যি কথা বলতে এই বিষয়টা আমার জানা ছিল না! আপনার পোস্ট পড়ে জানতে পারলাম! জামাই ষষ্ঠীতে মেয়েরা বাপের বাড়িতে না যেতে পারলে,, কষ্ট পায়।

আপনি দেখলাম আপনার পোস্টে লিখেছেন!মেয়েদের নিজেদের বলতে কোন বাড়ি থাকে না। এই কথাটা একদম সত্য! কিন্তু আমি তার সাথে আরেকটা কথা বলব! অনেকেই কথাটা বলে থাকে, যে মেয়েদের নিজের বলতে কোন বাড়ি নেই! কিন্তু মেয়েদেরকে ছাড়া কোন বাড়ি পরিপূর্ণ হয় না।

আপনি যে মেয়ে বেলাটা আমাদের সাথে তুলে ধরেছেন! সেটা হয়তোবা আমার চেষ্টা করলেও আর কখনোই ফিরে পাবো না! কিন্তু আপনারা দেখলাম বেশ আনন্দ উল্লাস করেছেন,, সবাই মিলে।

এক কথায় আপনার পোস্ট পড়ে,, আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল! সেই দিনে আমরা সবাই মিলে অনেক আনন্দ করতাম! অসংখ্য ধন্যবাদ আপনাকে,, এত সুন্দর একটা টপিক আমাদের সাথে তুলে ধরার জন্য! ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54819.76
ETH 2295.81
USDT 1.00
SBD 2.31