You are viewing a single comment's thread from:

RE: যন্ত্রের সাথে যখন আবেগ জড়িয়ে থাকে, তখন তার বিকলতাও কষ্টের কারণ হয়।

in Incredible Indialast year

কাছের মানুষের থেকে পাওয়া যেকোনো কিছুই অমূল্য, কারণ সেখানে সম্পর্কের বন্ধন এবং ভালোবাসার ছোঁয়া থাকে।

একদমই ঠিক বলেছেন,, কাছের মানুষের কাছ থেকে পাওয়া উপহারটা! আমাদের কাছে সবচাইতে মূল্যবান! কারণ কাছের মানুষগুলো,,, আমাদেরকে ভালোবেসেই উপহারটা দেয়! সেটা হোক এক টাকার,, কিংবা ১ লক্ষ টাকার।

কখনো কখনো মনে হয়, এত পরিশ্রমের পরেও হেরে যাচ্ছি, একা পথ চলা ভীষণ কঠিন কাজ, আরো বিশেষ করে তখন যখন বিপদে পাশে কাউকে পাওয়া যায় না।

মাঝে মাঝে,, এই শব্দগুলো আমারও মনে হয়! মনে হয় এত পরিশ্রম করার পরেও কেন? আমরা হেরে যাচ্ছি! বিপদের সময় চারপাশে তাকিয়ে যখন দেখতে পাই! আমাদের প্রিয় মানুষগুলো আমাদের কাছে নেই! তখন মনে হয়,, আমাদের এত পরিশ্রম অনেকটাই বৃথা।

স্বজনহারা হলে যেরকম অনুভূতি হয়,আজকে আমার মনের অবস্থা একদম সেইরকম।

আসলে আপনার এই কথা পড়ার পরে! আমার একটা কথা মনে পড়ে গেল! গত বছর আমিও এমনি একটা সমস্যার মধ্যে পড়েছিলাম! হাতের ফোনটা হঠাৎ করেই অফ হয়ে গেল! কিন্তু হাতের কাছে অনেক কাজ! কি করবো বুঝতে পারছিলাম না! নিজেকে একদমই এই পৃথিবীতে,,, অসহায় মনে হচ্ছিল।

আজকে আপনার পোস্ট পড়ে,, আমার ওই দিনের কথা মনে হল! ঐদিন আমার মন মানসিকতা এতটাই খারাপ ছিল! যে মনে হচ্ছিল,, আরেকটা ফোন থাকলে হয়তো বা ভালো হতো! আজকে আপনার কাছেও ঠিক তেমনটাই মনে হচ্ছে! বিকল্প আরেকটা যন্ত্র থাকলে! আপনি সেটা দিয়ে কাজ করতে পারতেন।

যাইহোক সৃষ্টিকর্তার কাছে দোয়া করি! সৃষ্টিকর্তা আপনার প্রিয় জিনিসটিকে,, খুব সুন্দরভাবে আবার পূর্বের অবস্থায়! আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসুক! ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 64156.67
ETH 3169.32
USDT 1.00
SBD 2.53