You are viewing a single comment's thread from:

RE: ইচ্ছাপূরণের অপেক্ষা

in Incredible Indialast year

তাই কখনোই অযথা বায়না করার অভ্যাস তৈরি হয়নি। আসলে ছোটবেলা থেকেই মা আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন সাধ্য অনুযায়ী সাধ লালন করা উচিত।যদি সেটা না করা হয় তাহলে শুধুমাত্র কষ্ট পেতে হয়।

আপনার মা আমাদের সাথে এই পৃথিবীতে নেই! অথচ আপনার মায়ের এই মূল্যবান কথাটুকু! আজকে আপনি আমাদের সাথে শেয়ার করে,,, আমাদের জীবনের বাস্তবতা,,,, আমাদের সামনে তুলে নিয়ে এসেছেন।

সময়টা খারাপ কিন্তু! সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো টাই আমাদের প্রত্যেকের মূল লক্ষ্য হওয়া উচিত। চাইলেই মানুষ সবকিছু করতে পারে না। চাইলেই মানুষ জীবনে অনেক কিছু আশা করতে পারে,,,,, কিন্তু অনেক কিছু আশা করাটা শুধুই বোকামি।

আমিও দেখেছি ছোটবেলায় তোর বাবা আমার মা অনেক পরিশ্রম করেছে। পরিবারের জন্য। তাই আমিও কখনোই বিলাসিতার জন্য,,, বাবা মায়ের কাছে অতিরিক্ত কিছু আশা করিনি,,, কারণ আমি দেখেছি তারা কতটা কষ্ট করে।

ইচ্ছে পূরণের অপেক্ষাটা সবাই করছ কিন্তু কার জীবনে কতটা ইচ্ছে পূরণ হয়। সেটা একমাত্র সেই বুঝতে পারে। আমি অপেক্ষায় আছি। আমার জীবনের অনেকগুলো ইচ্ছে পূরণ করার জন্য।

তবে ইনশাল্লাহ সৃষ্টিকর্তার উপর ভরসা আছে। তার সাথে আছে নিজের কঠোর পরিশ্রম। একদিন নিজের সবগুলো ইচ্ছেকে পূরণ করব।

অসংখ্য ধন্যবাদ,,, মূল্যবান টপিক এবং অজানা কিছু তথ্য তার সাথে জীবনের বাস্তবতাটা আমাদের সাথে তুলে ধরার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক। সেই কামনাই করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61639.07
ETH 2982.91
USDT 1.00
SBD 2.46