RE: লড়াইটা অনেক সহজ হয় যখন সহ যোদ্ধারা সমান আগ্রহী থাকে যুদ্ধ জেতায়।
পরিবার, প্রতিবেশী, কাজের জায়গা এবং দেশ প্রতিক্ষেত্রেই কিন্তু দেখবেন একার দ্বারা কোনো কাজ সুসম্পন্ন করা যায় না, প্রতিটি ক্ষেত্রেই আমরা কোনো না কোনো ভাবে উভয়ের প্রতি নির্ভরশীল আর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি যেমন আমাদের অবিচল থাকতে সহায়তা করে উল্লেখিত মানুষগুলো ছাড়া আমরা কিন্তু অচল।
একদমই ঠিক বলেছেন,,, একজনের দ্বারা কখনো সবগুলা কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়! একটা মানুষ কাজ করার জন্য,,, তার পেছনের পরিবারের,,,প্রত্যেকটা মানুষের হাত থাকে।
একটা কোম্পানি চালাতে হলে,,,, যেমন কোম্পানির প্রত্যেকটা শ্রমিকের প্রয়োজন হয়! আমাদের ব্যক্তিগত জীবনে,,,,, আমরা যখন কোন বড় কাজে হাত দেই! সেই কাজ সম্পন্ন করার জন্য! আমাদের আশেপাশের বন্ধু-বান্ধব,,, পরিবারের, আত্মীয়-স্বজন, সবারই সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়।
নিজেকে উন্নত করতে হলে কেবল নিজের কথা নয় আশেপাশের এবং সঙ্গে থাকা মানুষদের প্রতি সহানুভূতিশীল হবার প্রয়োজন আছে।
আপনি একদমই ঠিক বলেছেন,,, শুধু নিজের কথা ভাবলে হবেনা! আশেপাশের মানুষের ভালো মন্দ! সবকিছুর কথাই আমাদেরকে চিন্তা করতে হবে! কিন্তু বর্তমান সময়ে,,,, এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুঃসাধ্যকর ব্যাপার।
আপনার লেখার শীর্ষ প্রকটে,,, আমি যেই শব্দগুলো পড়েছিলাম! সেগুলো থেকে আমি অনুধাবন করেছি! আমাদের সবাইকে আরো কঠোর পরিশ্রম হতে হবে! আমাদের কমিউনিটিকে টিকিয়ে রাখার জন্য,,,, যতটুকু পরিশ্রম করা প্রয়োজন! আমাদের তার চেয়ে অনেক বেশি করতে হবে! তাহলে হয়তোবা আমরা সবাই মিলে,,,, অনেক দূর এগিয়ে যেতে পারবো।
আমাদের জীবনটা ছোট্ট! এই ছোট্ট জীবনে আমাদের কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। তবে সেটা আমাদের একার পক্ষে কখনো সম্ভব না। আমরা সবাই মিলে যদি,,, হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাই। তাহলে আমাদেরকে বাধা দেয়ার মত কোন শক্তি থাকবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, এত মূল্যবান একটা বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি সৃষ্টিকর্তা যেন,,, আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়।