You are viewing a single comment's thread from:

RE: দ্রব্যমূল্যের উধ্বগতি

in Incredible Indialast year

আজ থেকে ১০বছর আগে ১টাকায় ক্রয়কৃত পণ্য ব্যবহার করা যেত তৃপ্তি মিটিয়ে। অথচ বর্তমানে সেই পণ্য ব্যবহার করতে গুণতে হচ্ছে প্রায় দশগুণ বেশি টাকা। এই যে দ্রব্যমুল্যের উধ্বগতি তা কিন্তু অনেক কারণেই হতে পারে। যেমনঃ মুদ্রাস্ফীতি,সিন্ডিকেট, পণ্যের কৃত্রিম সংকট ইত্যাদি।

এক টাকার জিনিস বর্তমান সময়ে ১০০ টাকা আগে,, মানুষ দশ টাকার জিনিস কে নিয়ে তৃপ্তি ভরে চলে আসতো বাজার থেকে। কিন্তু বর্তমান সময়ে এক হাজার টাকা,, কিংবা ১০ হাজার টাকার বাজার করেও,,, মানুষের তৃপ্তি মেটে না।

দ্রব্যমূলের ঊর্ধ্বগতি এমনটাই আকাশচুম্বী,, যার কল্পনা হয়তোবা আমরা কখনোই করিনি,, এমনটা হবে আমরা কখনো ভাবতেও পারিনি। কিন্তু বর্তমান সময়ে মানুষ এতটাই ঘাবড়ে গেছে,,, কিভাবে বসবাস করবে,, এই চিন্তায় রোজ তাদের ঘুম হয় না।

যারা প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করে তাদের প্রতিদিনের খরচটা,, মিটিয়ে তারা উঠতে পারে না। তাদের সংসারে দেখা যায়,, অভাব অনটন। এভাবে চলতে থাকলে হয়তো বা,, এই মানুষগুলো ভবিষ্যতে বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে যাবে।

আপনি খুবই মূল্যবান একটা টপিক আমাদের সাথে তুলে ধরেছেন। বর্তমান সময়ে বাংলাদেশের পরিস্থিতি বা বাংলাদেশের মানুষের যে সমস্যা এই সমস্যা হচ্ছে। এমনটা চলতে থাকলে মানুষের বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে যাবে।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টপিক আমাদের সাথে তুলে ধরার জন্য,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

Sort:  
 last year 

সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

মানুষের এখন নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা চলছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 55350.85
ETH 2319.50
USDT 1.00
SBD 2.33