RE: চাঁদের পাশে অবস্থিত শুক্র গ্রহের ছবি।
তবুও যতটুকু সম্ভব প্রচেষ্টা করেছি ছবি তোলার জানিনা আপনাদের কেমন লাগবে, সেই সাথে রাতে নিজের এলাকা কেমন দেখতে লাগে সেটাও তুলে ধরবার চেষ্টা করেছি।
আপনার প্রচেষ্টা দেখেই আমি সন্তুষ্ট,,, কারণ আপনি খুব সুন্দর ভাবেই আমাদের দেখানোর চেষ্টা করেছেন। চাঁদের পাশের ওই গ্রহের অস্তিত্ব,,, বিশেষ করে আমি এটা দেখেছিলাম প্রথম রমজানে।
যেদিন রমজানের চাঁদ উঠেছিল। সেদিন আমি যখন রমজানের চাঁদ দেখার জন্য,, ছাদে গিয়েছিলাম।তখন এই চাঁদের সাথে গ্রহটাকে দেখেছিলাম। অনেকটা অবাক হয়েছিলাম।
একদমই ঠিক বলেছেন,,,খালি চোখে যতটা সুন্দর দেখা যায়। ক্যামেরায় বন্দি করলে,,, ততটা সুন্দর আসে না। বিশেষ করে ডিজিটাল ক্যামেরাগুলো ছাড়া এসব প্রাকৃতিক সৌন্দর্য,,, তেমন একটা ভালো ওঠে না বললেই চলে।
প্রকৃতি আমাদেরকে প্রত্যেকদিন নতুন এক রূপ ধারণ করে,,,, উপহার দিচ্ছে নতুন নতুন সৌন্দর্য।আমরা আমাদের প্রকৃতির কাছ থেকে,,, অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করি,,, আজকে আপনি আপনার পোস্টে তেমনই একটা মূল্যবান দৃশ্যের,,, কথা তুলে ধরেছেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু কথা মাঝে,,, সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা,,,, ভালো থাকবেন।