You are viewing a single comment's thread from:

RE: গরমের মধ্যে দিদি বাড়িতে কাটানো একটি দিনের গল্প

in Incredible Indialast year

এর মধ্যে সত্যি আর বাইরে বেরোনোর কোন প্ল্যান নেই, কারণ আজকে বেরোনোর পরে আমি বুঝতে পেরেছি, বাইরে বেরোনোটা আসলে কতটা কষ্টকর। যদি এর মধ্যে বৃষ্টি হয় তবেই হয়তো আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে, না হলে হয়তো আরো কিছুদিন এইরকম গরম থাকবে।

একদমই ঠিক বলেছেন,,, এই গরমে বের হওয়াটা আসলে খুবই কষ্টকর! আর বিশেষ করে যাদের বাড়ি একটু উপর তলায়! অর্থাৎ ফ্ল্যাট উপর তলায় নেয়া আছে,,,,, তারা কিন্তু বুঝতে পারে গরমের পরিমাণটা কতটুকু।

তবে আমি ধারণা করছি,,,, আজকে আপনি হাড়ে হাড়ে টের পেয়েছেন! এতদিনের গরমের প্রভাব কেমন ছিল।

তাতান বাবু দেখছি সমুদ্র দেখে একেবারে মায়ের কোলে উঠে বসেছে! আসলে প্রথমবার যে কোন কিছু দেখলে একটু ভয় লাগবে,,,, এটাই স্বাভাবিক আরও তারা হচ্ছে ছোট বাচ্চা।

বিকেলবেলা বেশ ভালোই খেলাধুলা করছিল তারা দুজন মিলে! ছাদের মধ্যে হাওয়া থাকায়,,,,, আপনিও অনেকটা বিকেলবেলা সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছেন।

ঠিকই বলেছেন,,,,,, প্রিয় মানুষের সাথে কাটানো সময়টা অনেক সুন্দর হয়! আর বিশেষ করে গরমটা না থাকলে হয়তোবা,,,,, আপনার আজকের দিনটা আরো বেশি ভালো হতো।

অসংখ্য ধন্যবাদ আপনাকে গরমের সময় ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাটা! আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,,,,,, ভালো থাকবেন।

#miwcc

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62750.78
ETH 2444.79
USDT 1.00
SBD 2.66