You are viewing a single comment's thread from:

RE: গরম আবহাওয়ায় সুস্থ থাকার বিভিন্ন উপায়

in Incredible Indialast year

প্রচন্ড গরম পরছে আপনি দেখলাম,, আজকে আপনার পোস্টে বেশ কয়েকটা পয়েন্ট তুলে ধরেছেন। গরম থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। আসলে বর্তমানে রমজান মাস চলছে। আমরা চাইলেও,, আপনার পোস্টের উল্লেখিত পয়েন্ট গুলো অনুসরণ করতে পারব না। তারপরও যতটুকু পারি অনুসরণ করার চেষ্টা অবশ্যই করবো।

অতিরিক্ত গরমে বাচ্চাদেরকে নিয়ে বাড়ির বাইরে বেরোলে অবশ্যই সাথে জলের বোতল রাখবেন। এমনকি নিজেরাও যদি বাড়ির বাইরে যান তাহলে জল সঙ্গে রাখবেন এবং চেষ্টা করবেন বাচ্চাদেরকে যতটা কম সম্ভব বাড়ির বাইরে বের করার জন্য।

আপনার লেখাটি থেকে আমি এই অংশটুকু তুলে নিলাম! এখানে আমি আপনার সাথে ছোট্ট একটা ঘটনা শেয়ার করতে চাই,,, গত দুই দিন আগে,, আমাদের বৃহত্তম বাজার! চাটখিল এ যেটা আমাদের উপজেলা।

সেখানে একজন মহিলা তার তিন মাসের বাচ্চাকে নিয়ে ঈদের শপিং করতে এসেছিল! যেহেতু ঈদের শপিং চলছে,, পর্যাপ্ত পরিমাণে মানুষের কোলাহল বাজারের মধ্যে! তার উপরে প্রচন্ড গরম বাচ্চাকে নিয়ে,,, একের পর একটা মার্কেট ঘুরে বেড়াচ্ছে! এবং ইচ্ছে মতো শপিং করছে।

তার শপিং করা প্রায় শেষ হয়ে গেছে! তখন মহিলাটি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে,, তখন তার কোলে থাকা বাচ্চার দিকে, যখন তাকালো! তখন সে দেখতে পেল তার বাচ্চা মারা গেছে! কখন মারা গেছে সে নিজেও বলতে পারবে না! তাহলে দেখুন প্রচন্ড গরমে একটা বাচ্চা যখন আর সহ্য করতে পারছিল না! তখন সে তার মায়ের কোলেই,, শেষ নিঃশ্বাস করল।

এখান থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত! কারণ আমরা গরমের মধ্যে নিজেদের ঈদের শপিং করতে ঠিকই বের হয়,,, আমাদের বাচ্চাগুলোকে অন্তত এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার থেকে বিরত থাকাই ভালো! আর যদি একান্তই নিয়ে যাওয়ার প্রয়োজন হয়! তাহলে অবশ্যই তাদের দিকে সবসময় নজর রাখতে হবে।

অসংখ্য ধন্যবাদ,, আপনাকে প্রচন্ড গরমে আমাদের শারীরিক সুস্থতা দিক লক্ষ্য করে! আপনি অনেকগুলো পয়েন্ট আমাদের সাথে তুলে ধরেছেন! সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62516.71
ETH 2436.18
USDT 1.00
SBD 2.65