You are viewing a single comment's thread from:

RE: 🌍 🌍 65 Movie// Million years ago Earth review/ সম্পূর্ণ বাংলাতে... 🌍

in Incredible Indialast year

ঘন জঙ্গলের মাছ দিয়ে মিলস এবং কইয়া হাঁটতে থাকলো নিউজ তো আগে থেকেই জানে যে এই প্লানেটে অন্য জীবজন্তু রয়েছে কারণ সে যখন ওই জাহাজ থেকে নেমেছিল তখনই একটি বড় আকারের পায়ের ছাপ দেখতে পেয়েছিল মাটিতে।

ঘন জঙ্গলের মাঝে জীবজন্তু থাকবে এটাই স্বাভাবিক। আবার তারা যখন জাহাজ থেকে নেমেছিল। তখনই বড় একটা প্রাণীর পায়ের ছাপ দেখতে পেয়েছিল।

যদিও মুভি দেখাটা একটা সময় আমার নেশা ছিল।কিন্তু বর্তমান সময়ে অতিরিক্ত কাজের চাপ সংসারের মধ্যে থাকার ফলে। মুভি আর দেখা হয় না।

তার পরেও আজকে আমি আপনার মুভির রিভিউটা পড়ে বেশ ভালো লাগলো। মুভিটা দেখার জন্য কেন জানি আগ্রহ জেগে উঠলো মনে। তাই দেরি না করে মুভিটা ডাউনলোড করে নিলাম।

আপনি মুভি রিভিউ টা যেভাবে দিয়েছেন। সেভাবে অবশ্যই মুভিটা দেখা খুব প্রয়োজন। তাই সময় পেলে অবশ্যই মুভিটা দেখে নেব।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মুভি রিভিউ দেয়ার জন্য, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভাল থাকবেন।

#miwcc

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56355.98
ETH 2973.83
USDT 1.00
SBD 2.14