You are viewing a single comment's thread from:

RE: চোখের সামনে কি আছে সেটা বড়ো কথা নয়, আপনি কিভাবে দেখছেন সেটাই বড়ো কথা।

in Incredible Indialast year

খারাপ সময় আমরা কেবল সেই সময়ের খারাপ মুহূর্ত গুলোকেই গুরুত্ব দিয়ে থাকি;
কিন্তু যদি তার থেকে পাওয়া শিক্ষায় নজর রেখে সমাধানের দিকে চোখ রাখা যায় তাহলে কিন্তু উপায় একটা বেরিয়েই আসে।

আপনি একদমই ঠিক বলেছেন, আমরা আমাদের খারাপ সময় গুলোকে এমনভাবে গ্রহণ করি। যেন আমাদের জীবনে আর কখনোই, ভালো সময় আসবে না।

আমরা বারবার ওই সময়ের খারাপ সেই দিকগুলো নিয়ে বিবেচনা করি। কিন্তু আমাদেরকে অবশ্যই সেই খারাপ সময় গুলো থেকে, শিক্ষা গ্রহণ করা উচিত। এবং সমাধানের পথ খুঁজে বের করা উচিত।

এতে ভুলের সম্ভনার সাথে ক্ষতির সম্ভবনা অনেকখানি কমে যায়, এটা আমার একান্তই নিজস্ব মতামত কাজেই অনেকেই সহমত পোষণ নাও করতে পারেন।

আমি আপনার এই ব্যক্তিগত মতামতের সাথে একদমই একমত পোষণ করছি। কারণ আমরা যখন কোন কিছু বিচার করব, তাৎক্ষণিকভাবে যখন আমরা বিচার করি। তখন কিন্তু সেই জিনিস টায় অনেক সময় ভুল বেশি হয়ে যায়। তাই আমাদেরকে সময় নিয়ে, যেকোনো জিনিসের বিচার করা উচিত।

কারোর ক্ষতি করতে কোনো দক্ষতার প্রয়োজন হয় না, কিন্তু কারোর উপকার বা সহায়তা করার সুযোগ এবং ক্ষমতা সৃষ্টিকর্তা খুব কম মানুষকে দিয়ে থাকেন।

১০০% সত্যি কথা বলেছেন আপনি, কারোর উপকার করার ক্ষমতা সবার থাকে না। সৃষ্টিকর্তা সবাইকে দেয় ও না। আবার কারো ক্ষতি করার জন্য,আমাদের যোগ্যতার কোন প্রয়োজন হয় না।

আসলেই আপনার প্রত্যেকটা কথার, প্রত্যেকটা শব্দের মধ্যে অন্যরকম এক অনুভূতি আছে। যেটা আমি আপনার পোস্ট করে বুঝতে পারলাম। আপনার পোস্ট থেকে শিক্ষনীয় অনেক কিছু আছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করেই, আমি আমার ভবিষ্যৎ জীবনে পা বাড়াতে চাই।

অসংখ্য ধন্যবাদ, আপনাকে এত সুন্দর একটা শিক্ষনীয় পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভাল থাকবেন।

#miwcc

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64278.20
ETH 3493.42
USDT 1.00
SBD 2.55