কোনো মতেই সে ইনজেকশন নিতে রাজি নয়।আরো জোরে জেরে চিৎকার বলতে থাকলে,আমায় বাচান, আমায় বাচান,এই ডাক্তার আমায় মেরে ফেললো😅😅
ছোটদের এই স্বভাব নিজেরা দুষ্টামি করবে ব্যথা পাবে। যখন ডাক্তারের কাছে গেলে। ডাক্তার ইনজেকশন দিতে চাইবে, তখনই আর রাজি হয় না।
বরংচ আরো চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়।তাদেরকে নাকি ডাক্তার মেরে ফেলবে তাদেরকে বাঁচাও বাঁচাও।
দাত তুলে ফেলার পর ডাক্তার বেশ বিরক্তবোধ প্রকাশ করে বললেন "এমন আজব আর শয়তান বাচ্ছা আমি আজ পর্যন্ত দেখিনি,একটুও কথা শোনেনা।"এরপর ডেন্টিস কিছু মেডিসিন প্রেসক্রাইভ করে দিলেন। সেগুলো একটা ফার্মেসি থেকে কিনে বাসায় চলে এলাম।
বর্তমান সময়ে সব জায়গাতেই বাচ্চাদের দুষ্টামির পরিমাণ অনেকটা বেশি। হয়তোবা ডাক্তার এর আগে এত পরিমান দুষ্টু একটা বাচ্চার সাথে পরিচিত হয়নি। সেজন্য উনি একটু হতাশ হলেন। যাক অবশেষে উনি মেডিসিন দিয়ে দিলেন। আপনারা মেডিসিন কিনে বাসায় চলে আসলেন।
আসলে আপনার পোস্ট পড়ে বেশ মজা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদি, আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ে পোস্ট সংক্রান্ত বিষয় এত সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য।
#miwcc