চাচাতো বোনের দাঁত তোলা😅

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম


আমি @nasir04 🇧🇩 #bangladesh এর একজন ব্লগার

হেলো স্টিমিয়ানস্,,,


কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর দোয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি।

শারিরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে কোনো পোস্ট নিয়ে আসা হয় না।তবে আজকে অসুস্থতা থাকা সত্বেও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে।আশা করি পোস্টটি আপনারা উপভোগ করবেন।

তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ,,,

সময়টা গতকাল দুপুর,আজ চাচাতো বোন হঠাৎ চিৎকার চেচামেচি করে কান্না শুরু করে দিলো।কাছে গিয়ে কান্নার কথা জিজ্ঞেস করলে, উত্তরে সে বলে "তার দাত ব্যাথা করছে।" দীর্ঘদিন ধরেই তার এই দাতের সমস্যা।ছোট বেলা থেকে বাড়ির খাবারের প্রতি অনীহা, আর দোকানের খাবারের সাথে সখ্যতাই হলো মুলত এই দাতের ব্যথার কারণ।

baby-teeth-1473858__480.jpg

copyright free image source

বেশ কিছুদিন আগেও ওর দাতের ব্যাথার কারণে ডেন্টিসের কাছ নিয়ে যাওয়া হয়েছিলো ডাক্তারের তার দাত দেখে অনেকটা ঘাবরে যাওয়ার মতে কথা বলেন, "দাতের বাম পাশের মাড়ি একেবারে নষ্ট হয়ে গেছে,দাতটি তুলে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই।"

IMG_20230406_195240.jpg

ডেন্টালের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি
W3W location code

তাই গতকাল তাকে নিয়ে যাওয়া হয়েছিলে ডেন্টিসের কাছে দাত তোলার জন্য।শুরুতে সে কিছুটা ভয় পেয়ে বাড়ি থেকে যেতে নারাজ ছিলো,এজন্য সবাই মিলে তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসা হয় ডাক্তারের চেম্বারে। তবে ডাক্তারের চেম্বারে এসে সে কিছুটা টেন্সড ফিল করছিলো হয়তোবা, তাই দুই হাত দিয়ে মুখ ঢেকে নাকিসুরে কান্না করছিলো।

IMG_20230406_195229.jpg

W3W location code

এরপর ডাক্তার ওর মুখে একটা কেমিক্যাল দিয়ে নষ্ট হয়ে যাওয়া দাতটির ওপর কিছু কটন দেয় এই পর্যন্ত পরিস্থিতি অনুকূলেই ছিলো,পরিবেশটাও বেশ ঠান্ডা ছিলে।কিন্তু কটন বের করে ডেন্টিস মুখ অবস করার জন্য হাতে ইনজেকশন নিতেই শুরু হয়ে গেলো ওর গগনবিদারী কান্না।

IMG_20230406_195243.jpg

W3W location code

কোনোকিছু বলেই বোঝানো যাচ্ছে না।এদিকে আবার বাচ্ছার কান্নার চিৎকার শুনে আশপাশ থেকে বেশ কয়েকজন লোকজন এসে উকিও দিতে শুরু করলো ডেন্টিসের চেম্বারের দিকে।কোনো মতেই সে ইনজেকশন নিতে রাজি নয়।আরো জোরে জেরে চিৎকার বলতে থাকলে,আমায় বাচান, আমায় বাচান,এই ডাক্তার আমায় মেরে ফেললো😅😅

IMG_20230406_195246.jpg

W3W location code

এরপর আমি বাম হাত দিয়ে ওর দুইহাত একসাথে করে ধরলাম আর ডান হাত দিয়ে মাথা চেপে ধরলাম। কিন্তু তারপরেও ডক্তার ইনজেকশন দিতে পারলো না ওর নড়াচড়ার জন্য।এরপর ডেন্টিস একটা লিকুইড এনে স্প্রে করে দিলো ওর মুখের ভেতর। আর প্লাস ঢুকিয়ে দিয়ে তুলে ফেললো নষ্ট হয়ে যাওয়া দাতটি।

IMG_20230406_200143.jpg

তুলে ফেলা দাতটি
W3W location code

দাত তুলে ফেলার পর ডাক্তার বেশ বিরক্তবোধ প্রকাশ করে বললেন "এমন আজব আর শয়তান বাচ্ছা আমি আজ পর্যন্ত দেখিনি,একটুও কথা শোনেনা।"এরপর ডেন্টিস কিছু মেডিসিন প্রেসক্রাইভ করে দিলেন। সেগুলো একটা ফার্মেসি থেকে কিনে বাসায় চলে এলাম।

ধন্যবাদ সবাইকে আমার পেষ্টটি এতটা সময় ব্যায় করে পড়ার জন্য।আজ আর নয়,ইনশাআল্লাহ দেখা হবে পরের পোষ্টে। সেই পর্যন্ত মহান আল্লাহর কাছে সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের পোষ্ট।

ধন্যবাদান্তে,
@nasir04

image.png

ধন্যবাদ সবাইকে 🥰🥰

image.png

image.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আপনার পোস্টটি একটু মজারও বটে। ছোট বাচ্চারা এসব কাজে ভয়ই পায় সবসময়। বিশেষ করে চুল কাটা,ইনজেকশন নেয়া, ঔষধ খাওয়া ইত্যাদি কাজগুলোতে আরও বেশি ভয় পায়।

#miwcc

 last year (edited)

হ্যা ভাইয়া,একেবারে টিক কথা বলেছেন।

আর, অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে আপনার মুল্যবান মতামত জানানোর জন্য।

#miwcc

Loading...
 last year 

কোনো মতেই সে ইনজেকশন নিতে রাজি নয়।আরো জোরে জেরে চিৎকার বলতে থাকলে,আমায় বাচান, আমায় বাচান,এই ডাক্তার আমায় মেরে ফেললো😅😅

ছোটদের এই স্বভাব নিজেরা দুষ্টামি করবে ব্যথা পাবে। যখন ডাক্তারের কাছে গেলে। ডাক্তার ইনজেকশন দিতে চাইবে, তখনই আর রাজি হয় না।

বরংচ আরো চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়।তাদেরকে নাকি ডাক্তার মেরে ফেলবে তাদেরকে বাঁচাও বাঁচাও।

দাত তুলে ফেলার পর ডাক্তার বেশ বিরক্তবোধ প্রকাশ করে বললেন "এমন আজব আর শয়তান বাচ্ছা আমি আজ পর্যন্ত দেখিনি,একটুও কথা শোনেনা।"এরপর ডেন্টিস কিছু মেডিসিন প্রেসক্রাইভ করে দিলেন। সেগুলো একটা ফার্মেসি থেকে কিনে বাসায় চলে এলাম।

বর্তমান সময়ে সব জায়গাতেই বাচ্চাদের দুষ্টামির পরিমাণ অনেকটা বেশি। হয়তোবা ডাক্তার এর আগে এত পরিমান দুষ্টু একটা বাচ্চার সাথে পরিচিত হয়নি। সেজন্য উনি একটু হতাশ হলেন। যাক অবশেষে উনি মেডিসিন দিয়ে দিলেন। আপনারা মেডিসিন কিনে বাসায় চলে আসলেন।

আসলে আপনার পোস্ট পড়ে বেশ মজা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় দিদি, আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ে পোস্ট সংক্রান্ত বিষয় এত সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

#miwcc

 last year 

ছোট বাচ্ছারা দোকানের খাবার সবচেয়ে বেশি পছন্দ করে থাকে ৷ যার ফলে দাতে পোকা ধরতে শুরু করে ৷

সবচেয়ে মজার ব্যাপার হলো আপনার বোন অনেক কান্না করছে তারপরও দাতের সমস্যা টা সমাধান করলেন ৷ এতে করে তার অনেক উপকার হয়েছে ৷

#miwcc

ধন্যবাদ ভাইয়া মুল্যবান মতামত উপস্থাপন করার জন্য 🥰🥰

#miwcc

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66705.81
ETH 3626.46
USDT 1.00
SBD 2.93