You are viewing a single comment's thread from:

RE: Random Photography of a Beautiful Kachuripana ( Hyacinths ) Flower/একটি সুন্দর কচুরিপানা ফুলের রেনডম ফটোগ্রাফি

in Incredible India2 years ago

দ্রুত বর্ধনশীল এই কচুরি পানা গুলো খুব অল্প সময়ে বংশ বিস্তার করে, প্রায় দুই এক সপ্তাহের মধ্যেই উপযুক্ত পরিমাণ লম্বা হয়ে থাকে।

আপনি একদমই ঠিক বলেছেন। এটা খুবই দ্রুত বর্ধনশীল একটা উদ্ভিদ। অল্প একটু পানির মধ্যেই এই উদ্ভিদ জন্ম নিতে পারে, এবং খুব দ্রুত তার বংশবিস্তার করতে পারে।

একদমই ঠিক বলেছেন কচুরিপানার পাতা বিশেষ করে গবাদি পশুকে খাওয়ানো হয়। কিন্তু এর অতিরিক্ত খাবার যখন তাদের পেটে যায়। অর্থাৎ কচুরিপানা যখন তারা অতিরিক্ত খেয়ে ফেলে। তখন কিন্তু তারা পেটের পিড়া রোগে ভুগতে থাকে। তাদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তাদের মধ্যে বাসা বাঁধে।

কচুরিপানা জৈবসার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি দেখেছি মাঝে মাঝে আমার শ্বশুর এই কচুরিপানা বাড়িতে নিয়ে আসে। একটা গর্তের মধ্যে রেখে সেখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে। এটাকে জৈব সার তৈরি করে, এবং অন্যান্য গাছের মধ্যে এই সার ব্যবহার করে। আমি দেখেছি উনি বেশ উপকার পেয়েছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ কচুরিপানার ফটোগ্রাফি এবং এই ফুলের ফটোগ্রাফি, এবং তার সাথে এর কিছু উপকারিতা অপকারিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63540.43
ETH 2481.91
USDT 1.00
SBD 2.66