Random Photography of a Beautiful Kachuripana ( Hyacinths ) Flower/একটি সুন্দর কচুরিপানা ফুলের রেনডম ফটোগ্রাফিsteemCreated with Sketch.

in Incredible Indialast year

Thursday 06 April 2023

20230405_130203.jpg

Happy Ramadan-Ul-Mubarak

আসসালামু আলাইকুম
আমি মিঃ নজরুল (@mrnazrul) আপনাদের বাংলাদেশী বন্ধু।

বন্ধুরা

সবাই কেমন আছেন ? আশা করি ,সবাই রোজা না রাখলেও, মাহে রমজানের অনুভূতি পদে পদে উপলব্ধি করছেন এবং মাহে রমজান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছেন।
আলহামদুলিল্লাহ
আমিও সবার মত পবিত্র মাহে রমজান মাসে মহান প্রভুর নৈকট্য লাভের সকল প্রকার চেষ্টায় নিজেকে নিয়োজিত রেখেছি।
সবাই ভাল থাকেন ।সুস্থ থাকেন ।আমার জন্য সবাই দোয়া করবেন। এই কামনা করছি আমিন।

20230405_130203.jpg

20230405_130157.jpg

বন্ধুরা

আজ আমি আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি, একটি জলজ উদ্ভিদ এর মনোরম ফুলের রেনডম ফটোগ্রাফি।

আমরা সবাই জানি ,কচুরিপানা এক ধরনের জলজ উদ্ভিদ। ইংরেজিতে যাকে বলা হয়, Water Hyacinths. বিজ্ঞানীগণ এর নাম রেখেছেন, Eichhornia Crassipes .

বর্ষজীবী জলে ভাসমান এই উদ্ভিদটি'র অনেক জাত ও প্রজাতি থাকলেও, উদ্ভিদবিদগণ সাতটি প্রধান প্রজাতিকে এর জাত হিসাবে উল্লেখ করেছেন।
আমরা আমাদের আশেপাশে ছোট বড় মাঝারি ক্ষুদে ও মাটিতে শিকড় লাগানো কচুরিপানাও দেখতে পাই।

20230405_130147.jpg

দ্রুত বর্ধনশীল এই কচুরি পানা গুলো খুব অল্প সময়ে বংশ বিস্তার করে, প্রায় দুই এক সপ্তাহের মধ্যেই উপযুক্ত পরিমাণ লম্বা হয়ে থাকে।

আমরা যাহারা গ্রামে বাস করি তারা মোটামুটি সবাই জলজ উদ্ভিদ কচুরিপানা এর সাথে মোটামুটি পরিচিত।

খাল, বিল, ডোবা, নদী, নালা, সব স্থানেই কচুরিপানা আপনা-আপনি জন্মে থাকে অর্থাৎ বুনো হিসেবে আমাদের উপকারের জন্য নিজেই আত্মপ্রকাশ করে।
তবে বাড়ির আশেপাশে মজা ডোবা ও নালায় এর জন্ম বেশি হতে দেখা যায়। এর সঠিক ব্যবহারে সবসময় জৈনন্দিন জীবনে উপকার পাওয়া সম্ভব।

গ্রামের প্রায় সকল এলাকায় কচুরিপানাকে গো-খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। সবুজ এবং পুষ্টির দিক দিয়ে গোস্বাস্থ্যের অনেক উপকারী হলেও তা পরিমিত আকারে খাওয়ানো উচিত বলে পশু স্বাস্থ্য বিশেষজ্ঞগণ মতামত দিয়ে থাকেন।

20230405_130138.jpg

আমাদের বাংলাদেশের গ্রামীণ পর্যায়ে অভিজ্ঞ কৃষক এবং গো খামারি ভাইয়েরা এর ব্যবহার সম্পর্কে খুবই ভালোভাবে জেনে, নিজ নিজ পশুদের পরিমিত মাত্রায় খাওয়াইয়ে থাকেন।

তাঁরা জানে, কচুরিপানা এর পাতা অধিক মাত্রায় এবং একক ভাবে গৃহপালিত পশুদের খাওয়ানো হলে তা পেটে পীড়া আনতে পারে। যার ফলে গবাদি পশুগুলো পাতলা পায়খানায় ভুগতে ভুগতে একসময় দুর্বল হয়ে যেতে পারে । যাহা অতিমাত্রায় খাওয়ানোর পর উপকারের চেয়ে অপকারের সংখ্যায় বেশি দেখা যায় বলেও, তাঁহারা মন্তব্য আকারে অভিঙ্গতা প্রকাশ করেন।

20230405_130307.jpg

বাংলাদেশের গ্রামগঞ্জে কচুরিপানা পঁচিয়ে জৈব সার তৈরি করা হয়। যার জন্য কৃষক ভাইয়েরা তাদের পুকুর এবং ডোবা পরিস্কার করে কচুরিপানাগুলো এক জায়গায় স্তূপ বা পালা দিয়ে রাখেন ।যেখানে কচুরি পানাগুলো পঁচে সহজে জৈব সারে রূপান্তরিত হয়।
পচা কচুরিপানা জৈব সার হিসেবে খুবই উপযোগী এবং প্রাকৃতিক সার হিসেবে ধরে নেওয়া হয়।

বন্ধুরা

আজ আমি এমনই গ্রামে জন্মানো একটি কচুরিপানা ফুলের ছবি নিয়ে আপনাদেরকে উপহার দিতে নিয়ে এসেছি।

গতকাল বিকালে আমি বাড়ির পাশের ডোবাটির কাছে দাঁড়াতেই দেখতে পাই, ডোবা মালিক কৃষক ভাই তার পুকুরে মাছ চাষ করার জন্য, পুকুরে জন্মানো কচুরিপানাগুলো পুকুরের চতুর্পাশের পাড়ে উঠিয়ে স্তূপ বা পালা করে রেখেছেন।

20230405_130256.jpg

যে দিকটায় দু চারদিন আগে কচুরিপানার স্তূপ করে রাখা হয়েছে সেই পাশেই বা সেই পাড়েই এই ফুলটি একেবারেই মাটির উপরে রাস্তার ধারে ফুটে নিজের শোভা বিলিয়ে দিতে খুব ব্যস্ত মনে হলো।

আমি সেই বিকেল, তপ্ত রোদের মাঝে গাছের ছায়ায় ফুলটির কয়েকটি ছবি ধারণ করি ।

এখন আমি তা আপনাদের সামনে উপহার দিতে ভাগাভাগি করছি। আশাকরি আপনাদের ভাল লাগবে।

20230405_130231.jpg

20230405_130225.jpg

বন্ধুরা

এই ছিল আমার আজকের একটি কচুরিপানা ফুলের রেনডম ফটোগ্রাফি।সাথেই থাকুন।

Enjoy With Love

Photographer@mrnazrul
Photo CapturedHandset
CategoryPhotography
CameraHandset
LocationBangladesh

Best Regards

Sort:  
 last year 

সাধারনত কচুরিপানা ভাসমান পানিতে বেচে থাকে ৷ এই কচুরি পানার শিকর গুলো অনেক লম্বা হয়ে থাকে ৷ এরা পানিতে অনেক দিন পর্যন্ত বেচে থাকতে পারে ৷ এই কচুরি পানার ফুল গুলিও অনেক সুন্দর ৷

তবে এই কচুরি পানা পুকুরে দিলে গোটা পুকুর টি ঢেকে নিবে এই কচুরি পানা ফলে মাছ অক্সিজেন পেতে খুবই সমস্যা হবে ৷ রোদ পানির নিচে যেতে পারবে না ফলে মাছ মারা যেতে পারে ৷
যাই হোক আপনার পোস্ট টি অনেক ভালো লাগলো ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ৷

#miwcc

Loading...
 last year 

দ্রুত বর্ধনশীল এই কচুরি পানা গুলো খুব অল্প সময়ে বংশ বিস্তার করে, প্রায় দুই এক সপ্তাহের মধ্যেই উপযুক্ত পরিমাণ লম্বা হয়ে থাকে।

আপনি একদমই ঠিক বলেছেন। এটা খুবই দ্রুত বর্ধনশীল একটা উদ্ভিদ। অল্প একটু পানির মধ্যেই এই উদ্ভিদ জন্ম নিতে পারে, এবং খুব দ্রুত তার বংশবিস্তার করতে পারে।

একদমই ঠিক বলেছেন কচুরিপানার পাতা বিশেষ করে গবাদি পশুকে খাওয়ানো হয়। কিন্তু এর অতিরিক্ত খাবার যখন তাদের পেটে যায়। অর্থাৎ কচুরিপানা যখন তারা অতিরিক্ত খেয়ে ফেলে। তখন কিন্তু তারা পেটের পিড়া রোগে ভুগতে থাকে। তাদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি তাদের মধ্যে বাসা বাঁধে।

কচুরিপানা জৈবসার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি দেখেছি মাঝে মাঝে আমার শ্বশুর এই কচুরিপানা বাড়িতে নিয়ে আসে। একটা গর্তের মধ্যে রেখে সেখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে। এটাকে জৈব সার তৈরি করে, এবং অন্যান্য গাছের মধ্যে এই সার ব্যবহার করে। আমি দেখেছি উনি বেশ উপকার পেয়েছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ কচুরিপানার ফটোগ্রাফি এবং এই ফুলের ফটোগ্রাফি, এবং তার সাথে এর কিছু উপকারিতা অপকারিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @stef1

Screenshot_20221130-164846_Canva.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56087.39
ETH 2965.10
USDT 1.00
SBD 2.15