You are viewing a single comment's thread from:

RE: ভ্রমণ:- হযরত শাহজালাল (রহঃ) এর মাজার ভ্রমণ।

in Incredible Indialast year

আমরা দেখতে পেলাম এখানে অনেকগুলো অসহায় এবং অনেক পাগল রয়েছে তাদের হয়তোবা থাকার জায়গা নেই। তাই এখানে তাদের অবস্থান।

আসলে আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখা যায়। যারা কিনা এ ধরনের বড় বড় ঐতিহ্যবাহী মসজিদ, মন্দির বিভিন্ন স্থানে। নিজেদের বাসস্থান তৈরি করে নেয়। কেননা তাদের থাকার মত সঠিক কোন জায়গা থাকে না। তারা এই জায়গা গুলোকে নিজেদের মত করে থাকার মত ব্যবস্থা করে নেয়।

দেখতে পেলাম খেজুরের যে সমস্ত ডাল গুলো রয়েছে পাতাযুক্ত সেই ডাল দ্বারা আধা ঘন্টা পর পর টাইলস করা জায়গা গুলো পরিষ্কার করতেছে কেননা কবুতর মূত্র বিসর্জন করে। জায়গাগুলো অপরিষ্কার হয়ে থাকে তাই সবসময় এদেরকে নিযুক্ত করে দেওয়া হয়েছে পরিষ্কার রাখার জন্য। এই বিষয়টি আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে।

আসলে কবুতর খুবই সুন্দর একটা প্রাণী। আর এই কবুতর যেখানে বসবাস করে। সেই জায়গাটা অবশ্যই সুন্দর হওয়া প্রয়োজন। এর কারণটা হচ্ছে কবুতর হচ্ছে পাক পবিত্র জিনিস। এটার যেখানে বসবাস করবে, সে জায়গাটা অবশ্যই পরিষ্কার থাকতে হবে। আর তাই ওখানে থাকা ব্যক্তিবর্গরা এই জিনিসটা অনেক ভালো করছেন। যেটা আপনার কাছে ভালো লেগেছে। আপনার পোস্ট পড়ে আমার কাছেও ভালো লেগেছে।

দেখলাম আপনার পোস্টে আপনি উল্লেখ করেছেন হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার।আসলে আমার এখনো দেখার সৌভাগ্য হয়নি। তবে ইনশাআল্লাহ বেঁচে থাকলে একদিন গিয়ে দেখে আসবো।

আপনি আপনার পোস্টে কিছু কবরের ছবি শেয়ার করেছেন। আর আপনি কবরের পাশ দিয়ে হেটে গিয়েছেন, চিন্তা করেছেন আমাদেরকে এই কবরে যেতে হবে।

আমরা যখন এই পৃথিবীতে এসেছি। তাহলে তো আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে,ওই মাটির ছোট্ট ঘরে যেতেই হবে।

সততা নিষ্ঠা এই দুইটা জিনিস যদি আমাদের মাঝে থাকে। তাহলে কিন্তু রাব্বুল আলামীন আমাদেরকে বেশি পছন্দ করে। যে ব্যক্তির মধ্যে ঈমান আছে। সে ব্যক্তি আল্লাহতালার কাছে সবচাইতে প্রিয়।

আসলে সর্বশেষ একটা কথা বলব। যে জিনিসটা আমার দেখার খুব আগ্রহ ছিল। আজকে আমি আপনার পোস্টে ফটোগ্রাফির মাধ্যমে সে জিনিসটার কিছুটা অংশ হলেও দেখতে পেরেছি।

সেজন্য আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবং হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি মাজার ঘুরে দেখার অভিজ্ঞতাটা, আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

#miwcc

Sort:  
 last year 

হ্যাঁ তা তো অবশ্যই। কেননা পাগল এবং গরিব দুঃখীরা সেখানে নিজের মতো করেই বেঁচে থাকে কেননা যাওয়ার নেই কোন জায়গা থাকার নেই কোন জায়গা।

ইনশাআল্লাহ বেঁচে থাকবে অবশ্যই যাবেন। কবুতর দেখলে অবশ্যই ভালো লাগবে আশা করি। এছাড়াও বাস রয়েছে এটাও বেশ ভালো লাগবে।

মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যখন আপনি কবরস্থানগুলোতে পরিদর্শন করবেন অবশ্যই আপনার মন নরম হয়ে যাবে আখেরাতের কথা মনে পড়ে যাবে।
#miwcc

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 58510.90
ETH 2522.39
USDT 1.00
SBD 2.36