You are viewing a single comment's thread from:

RE: "ইভটিজিং ও এর প্রতিকার"

in Incredible India2 years ago

আপনার পোস্টে যখন ওপেন করলাম। তখন দেখতে পেলাম আপনি ইভটিজিং বিষয়ে আজকের টপিকটা লিখেছেন। আসলে আমার এই ইভটিজিং কথাটা শুনলেই, শরীরটা যেন শিহরিত হয়ে ওঠে।

এর কারণটা হচ্ছে আমাদের পাশের গ্রামের। মাত্র ছয় বছরের একটা মেয়ে। যাকে কিনা বখাটে একটা যুবক মাঠের মাঝখানে নিয়ে। একবার নয় দুইবার নয় সর্বমোট ৬ বার নির্যাতন করে। সে শিশুটার গলা কেটে দিয়েছিল।

শিশুটাকে নির্যাতন করে, বা তার গলা কেটে দিয়েই ওই বখাটে ছেলে শান্ত ছিল না। শিশুটার লাশ ঘুম করার জন্য। তাকে সেফটি ট্যাংকের ভিতর ফেলে দিয়েছিল।

ওই ঘটনার পর থেকে ইভটিজিং সম্পর্কে কোন খবর যদি আমার সামনে আসে। আমার শরীর শিহরিত হয়ে ওঠে ভয়ে।

ইভটিজিং থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি বেশ কিছু পয়েন্ট আমাদের সাথে তুলে ধরেছেন। আসলে পয়েন্টগুলো নিয়ে যদি সঠিকভাবে কাজ করা যায়। তাহলে কিন্তু ইভটিজিং বন্ধ করার খুব সহজ হয়ে যাবে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা টপিক,এবং এই অপরাধ কিভাবে দমন করা যায় সে বিষয়ে আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

#miwcc

Sort:  
 2 years ago 

JI APU. APNAKE DHONNOBAD

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110983.97
ETH 4276.89
SBD 0.83