You are viewing a single comment's thread from:

RE: Concurso mensual de la India increíble|Mis fotografías favoritas de todos los tiempos".

in Incredible Indialast year

আপনি প্রথমে যে ছবিগুলো শেয়ার করেছেন।ছবিগুলোর পেছনে যে কারণটা আপনি ব্যাখ্যা করেছেন, আসলে বিষয়টা খুবই দুঃখজনক। আর এটাই স্বাভাবিক এ পৃথিবীতে কেউ স্থায়ীভাবে থাকতে আসেনি। সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তারা আপনার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। কিন্তু আপনার মোবাইলে আপনি যে ক্যামেরা বন্দি করে তাদের কিছু ছবি তুলে রেখেছেন, সেগুলো এখনো আছে।

যাক যেদিন আপনার ছেলের জন্মদিন ছিল সেদিন। আপনারা অনুষ্ঠান পালন করেছেন। আর সেদিন আপনিই ফটোগ্রাফি গুলো তুলেছিলেন। সবাই মিলে অনেক মজা করেছেন। যদিও তারা এখন আপনার সাথে নেই, কিন্তু আপনি তাদেরকে খুব মিস করতেছেন।

আসলে অতীতের প্রত্যেকটা ফটোগ্রাফি আমাদের জীবনের স্বচ্ছ জীবন্ত ছবি। অতীতের ফটোগ্রাফি গুলো যখন আমরা দেখি। তখন আমাদের ওই সময়টার অনুভূতি ওই সময়টার যে কার্যক্রম, সেগুলো আমরা অনুভব করতে পারি।

আপনার পোষ্টের প্রত্যেকটা ফটোগ্রাফি। এবং আপনার পোস্ট এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি এবং এত সুন্দর কিছু লেখা, আমাদের মাঝে উপস্থাপন করার জন্য, ধন্যবাদ ভালো থাকবেন।

Sort:  

Gracias amigo,esas fotos están llenas de gratos recuerdos y sentimientos,agradecida de brindarme la oportunidad de expresarme a través de las fotos.saludos desde venezuela

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 65826.04
ETH 3521.87
USDT 1.00
SBD 2.49