আসলেই আপনি ঠিকই বলেছেন হঠাৎ করেই আমাদের কোন কবিতার লাইন মনে পড়ে যায়। হঠাৎ করেই মনে পড়ে কোন লেখকের লেখা এক টুকরো লাইন। হঠাৎ করেই মনে পড়ে কোন গানের একটা কলি। যেটা আমরা হয়তো বা নিজে নিজেই গাইতে থাকি।
ঠিকই বলেছেন আমাদের জীবনটা গভীর সমুদ্রের মতো। যেখানে আমরা আশ্রয় নিয়েছি ঠিকই কিন্তু এর তলা খুঁজে পাওয়া খুবই দুঃসাধ্যকর ব্যাপার ।তাইতো আমরা নিজেদের জীবনটাকে নিজেদের মতো করেই সাজাতে চেষ্টা করি সর্বদা।
আমাদের জীবনে হিসাবের খাতা সর্বদাই শূন্য থাকে। সেখানে বাকির পরিমাণটা থাকলেও সঞ্চিত কোন কিছুই আমরা খুঁজে পাই না। যেটা সর্বদা আমার ক্ষেত্রেই ঘটে থাকে।
ঠিকই বলেছেন হিসাবের খাতাটা শূন্য চারদিকে শুধু আর্তনাদ, কারো কাছে কারো ইচ্ছার বিরুদ্ধে কোন কিছু চাওয়ার ইচ্ছেটা আজও আমার হয়ে ওঠেনি। শুধু নিজে থেকে তাদের জন্য কিছু করার অনুপ্রেরণা, নিজের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা।
দিদি আপনি ঠিকই বলেছেন আমাদের মনের অবস্থা সব সময় একরকম থাকে না। কখনো খারাপ থাকে কখনো ভালো থাকে খারাপ সময়, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়। যখন আমরা আমাদের মনের কথাগুলো। কাউকে ঠিকমত বলতে পারি না। সে সময়টা নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে।
আপনার মনের কথাগুলো আপনি আপনার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে অনেক ভালো লাগলো, আপনার কবিতাটা। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝেও উপস্থাপন করার জন্য।