My weekly report (Moderator & Discord in Charge)|| 07 April 2024||

in Incredible India5 months ago

বরাবরের মতো আবারও আমি আমার একটা সপ্তাহের কার্যক্রম, আপনাদের সাথে উপস্থাপন করার জন্য চলে এসেছি। চেষ্টা করে যাচ্ছি নিজের সর্বোচ্চ দিয়ে কমিউনিটির মধ্যে কাজ করার জন্য। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ভুল হচ্ছে, যেগুলো মেনে নেয়া আসলেই সম্ভব নয়। তার পরেও আবার সেগুলোকে শুধরে নেয়ার চেষ্টা করছি।

আলহামদুলিল্লাহ এ সপ্তাহে অনেকের এনগেজমেন্ট দেখেছি অনেক ভালো। বিশেষ করে আমি নিজেও আমার এনগেজমেন্ট বৃদ্ধি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ অবশ্যই ভবিষ্যতেও চালিয়ে যাব। সবাইকে অনুরোধ করবো এভাবেই নিজেরা একটু একটু করে এগিয়ে যান। ভবিষ্যৎ আপনাদের জন্য অনেক সুন্দর হবে।

হ্যাংআউট

Picsart_24-04-08_11-30-47-464.jpg

সারা সপ্তাহ কাজ করার পর একটা দিন আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দ করি। আসলে সবাই মিলে আনন্দ করি বললে ভুল হবে। যারা নিজেদের চেষ্টায় সামনে এগিয়ে এসে কিছু করার চেষ্টা করে, তারাই বেশ ভালো কাজ করে হ্যাংআউট এর মধ্যে।

আমাদের ম্যাম অনেকের প্রতি অনেক বেশি খুশি, কেননা তারা নিজের ইচ্ছে অনুযায়ী কাজ করে। এ সপ্তাহেও আমাদের হ্যাংআউট অনুষ্ঠিত হয়েছিল। যেখানে আমাদের সাথে নতুন একজন আপু যুক্ত হয়েছে। উনার কন্ঠে আমরা খুব সুন্দর একটা রবীন্দ্র সংগীত হ্যাংআউট এর প্রথমেই শুনতে পেয়েছি। ওনার গলা এত সুন্দর যেটা বলে হয়তোবা বোঝানো অসম্ভব।

এরপরে এক এক করে ম্যাম সবাইকেই বলেছিল,নিজেদের পছন্দ অনুযায়ী যে কোন কিছু উপস্থাপন করার জন্য। আমি নিজেও একটা গান পরিবেশন করেছিলাম, গান বললে ভুল হবে সেটা হচ্ছে গজল। যেটা মাকে নিয়ে ছিল। তবে দুর্ভাগ্যবশত আমার নেটওয়ার্কের কারণে সবাই সঠিকভাবে শুনতে পায়নি। তারপরেও চেষ্টা করেছি।

"আমাদের কমিউনিটির উন্নতির স্বার্থে, একজন মডারেটর এবং ডিসকর্ড ইন চার্জ হিসেবে আমি কি কি কাজ করেছিলাম।"
Picsart_24-04-08_11-29-27-162.jpg

আমাদের প্রত্যেকের উচিত পোস্ট লেখার সময় অবশ্যই বানানের প্রতি অনেক বেশি গুরুত্ব দেয়া। আমি যে সঠিক লিখি সব সময় তা কিন্তু নয়। কিন্তু তারপরেও পোস্ট লেখার পর ভালোভাবে পড়ে দেখা খুবই প্রয়োজন। এতে করে পোস্টে এর মধ্যে থাকা ছোট ছোট বানান ভুল, আমাদের নিজেদের চোখে খুব সহজেই ধরা পড়ে।

অনেকের কাছে অনেকবার আমরা বার্তা পৌঁছানোর চেষ্টা করেছি। যাতে ওনার ওনাদের ক্লাব মেইনটেইন করে কাজ করে। কিন্তু অনেকেই ক্লাব থেকে বের হয়ে যায়, অনেকবার বলার পরেও তারা তাদের পাওয়ার আপ করে না। যার কারণে আসলে খুব খারাপ লাগে। সেই সাথে অনেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে, সময় ঠিকভাবে দেখে না। যার কারণে প্রতিযোগিতার সময় শেষ হওয়ার পরে পোস্ট করে। এ বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি লক্ষ্য রাখতে হবে।

আমার বিগত সাপ্তাহের পোস্ট যাচাইকরণের তালিকা:
DatePost Count
👉01-04-202411
👉02-04-202405
👉03-04-202406
👉04-04-202408
👉05-04-202405
👉06-04-202409
👉07-04-202406

একজন ইউজার হিসেবে কমিউনিটির মধ্যে আমার বিগত সপ্তাহের পোস্ট:-

NoDatTitleThumbnail
101-04-2024weekly report
202-04-2024Lifestyle
303-04-2024The Diary Game
404-04-2025The Diary Game
505-04-2024The Diary Game
606-04-2024The Diary Game
707-04-2024Lifestyle

"Conclusions"

পরিশেষে সবার কাছে একটা অনুরোধ করবো, নিজেদের এংগেজমেন্ট বৃদ্ধি করার মাধ্যমে যেমন নিজেরা অনেক বেশি হাইলাইট হওয়া সম্ভব। ঠিক তেমনি কমিউনিটি ও অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। ইতিপূর্বে আপনারা সবাই দেখে নিয়েছেন। আমাদের কমিউনিটির মধ্যে এংগেজমেন্ট চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। আশা করি সবাই সঠিকভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং নিজেদের বেস্ট দিয়ে কমিউনিটির মধ্যে কাজ করার চেষ্টা করবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 5 months ago 

আপু প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি সপ্তাহের সাপ্তাহিক প্রতিবেদন খুব ভালোভাবে উপস্থাপনা করেছেন এই জন্য।

আমাদের প্রত্যেকের উচিত পোস্ট লেখার সময় অবশ্যই বানানের প্রতি অনেক বেশি গুরুত্ব দেয়া।

আপনি একদম ঠিক বলেছেন লেখার মধ্যে যদি বানান ভুল থাকে পড়তে গেলে যেমন বিরক্ত লাগে তেমনি ভাবে সেই লেখাটি পড়তে আর ভালো লাগেনা।

 5 months ago 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, বিগত সপ্তাহে সাপ্তাহিক রিপোর্টটি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য । আপনি নিজের পরিবারের কাজের পাশাপাশি এই কমিউনিটির সাথে যতটা সক্রিয়তার কাজ করে যাচ্ছেন তা আপনার পোস্ট দেখলেই বোঝা যায়।

সাপ্তাহিক রিপোর্টটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

প্রতি সপ্তাহের মত এই সপ্তাহ আপনি আপনার সাপ্তাহিক রিপোর্টটি খুব সুন্দর করে তুলে ধরেছেন যা পড়ে অনেক কিছু জানতে পারলাম যেমন গত সপ্তাহে হ্যাংআউটে অনেক মজা হয়েছে সেই সকল তথ্য তুলে ধরেছেন এবং পাশাপাশি যেহেতু এংগেজমেন্ট চ্যালেঞ্জ শুরু হয়েছে তাই আমাদের সকলকে কাজের পাশাপাশি নিজেদের এংগেজমেন্ট বৃদ্ধি করতে হবে এই ব্যাপারে তথ্য তুলে ধরা হয়েছে যা পড়ে একজন ইউজার অনেক উপকৃত হবে তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56596.99
ETH 2394.78
USDT 1.00
SBD 2.32