Better Life With Steem || The Diary game || 29 April 2024||

in Incredible India3 months ago
Picsart_24-05-03_08-10-32-272.jpg

প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে ঘরে যাবতীয় কাজ সম্পন্ন করে। প্রথমত ধান ভেজানোর কাজ সম্পন্ন করলাম। ধান সিদ্ধ করতে হবে সেজন্য আগে ভিজিয়ে রাখতে হবে প্রায় এক দিন। আমি এবং আমার ছেলে সহ ধান ভেজানোর কাজ শেষ করে, মুড়ি মাখা দিয়ে সকালের নাস্তা শেষ করলাম।

নাস্তা করা হয়ে গেলে ছেলেকে তাড়াতাড়ি মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। ও মাদ্রাসায় চলে যাওয়ার পর আমি রান্নাবান্নার কাজ সম্পন্ন করে নিয়েছিলাম। রান্নাবান্না করা হয়ে গেলে, সবকিছু গুছিয়ে ঘরে নিয়ে রেখে দিয়ে, তারপর ছাদে চলে গেলাম ধান শুকানোর জন্য।

IMG_20240429_080908_771.jpg
IMG_20240429_080908_891.jpg

ছাদের মধ্যে বসে থাকাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। অতিরিক্ত গরমে মনে হচ্ছে মাথা ফেটে যাবে, কিন্তু কিছুই করার নেই। যেহেতু ধানের কাজ সম্পন্ন করতেই হবে। তাই ছাদে বসেই চুপচাপ কিছুক্ষণ পর পর ধান ওলটপালট করে দিলাম।

IMG_20240429_080908_588.jpg

এভাবে জোহরের আযান দিয়ে দিল, নিচে এসে ছোট ছেলেকে গোসল করিয়ে ভাত খাইয়ে দিলাম এবং ওকে বলেছিলাম ও ঘুমানোর জন্য। কিন্তু না ঘুমিয়ে নিজে বসে বসে খেলতে লাগলো। একটু পরে বড় ছেলে আসলো তাকে ভাত দিলাম নিজের হাতে ভাত খেয়ে নিল। তারপর আমার কাছে ছাদে চলে গেল। আমার অতিরিক্ত কাশের কারণে কোন কিছুই খেতে ভালো লাগছিল না।

IMG_20240429_080909_088.jpg

তাই কিছু না খেয়ে আবার ছাদে চলে গেলাম ধান শুকানোর জন্য। আজকে সমস্ত ধন শুকিয়ে নিচে নামাতে হবে। কেননা সবগুলো ধান এক এক করে সিদ্ধ করে নিতে হবে। এইসব চিন্তা করতে করতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। দেখলাম পেঁপে গেছে নতুন করে পাতা বের হয়েছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে।

IMG_20240429_080908_911.jpg
IMG_20240429_080908_584.jpg

বিকাল তিনটার সময় সমস্ত ধান এক জায়গায় করে নিয়ে, আস্তে আস্তে নিচে নামানো শুরু করলাম। নিচে নামাতে আমার প্রায় পাঁচটা বেজে গেল। আসলে একা মানুষ কাজ করতে গেলে সময়টা অনেক বেশি লাগে। তবে আমার ছেলে আমাকে সাহায্য করেছে, তাই একটু তাড়াতাড়ি হয়েছে। তা না হলে হয়তো বা আরো বেশি সময় লাগতো।

IMG_20240429_080908_888.jpg

এরপর গোসল করে নামাজ পড়ে কিছু পোস্ট ভেরিফিকেশন করেছিলাম। শরীর এত বেশি ক্লান্ত ছিল যেটা বলে বোঝাতে পারবো না। প্রচন্ড মাথা ব্যথা তার ওপর কাশ। ঔষধ খাওয়ার পরেও কেন যেন ভালো লাগছিল না।

ছেলে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি ওর পাশে কিছুক্ষণ বসে থাকলাম এরপর এশার নামাজ পড়ে ওদেরকে রাতের খাবার খাইয়ে দিয়ে। আমি হালকা পরিমাণে মুড়ি খেয়ে ওষুধ খেয়ে নিলাম।

ঔষধ খাওয়ার পর আবারো ভেরিফিকেশন শুরু করলাম। ভেরিফিকেশন শেষ করে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানিনা। এত ব্যস্ততার মাঝে নিজের পোস্ট লেখার সময় পেলাম না। তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এভাবেই কাজগুলো যদি সঠিকভাবে সম্পন্ন করতে পারি। তাহলে হয়তোবা বেশ ভালই হবে। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 months ago 

ঠিক বলেছেন আপু একা একা ভারী কাজগুলা করতে কিছু সময় লাগবে ‌। আমি যখন বাসায় থাকি তখন আম্মুর সাথে কাজ করতে আমার খুবই ভালো লাগে আপনি পোস্টে পড়েন আমার বাড়ির কথা মনে পড়ে গেল। আর আপনি তো রোদের মধ্যে কাজ করতেছেন তাই বেশি করে স্যালাইন খাবেন । শরীরটা অনেক ভালো লাগবে সকল ব্যস্ততার মধ্যেও পোস্ট করেছেন সেজন্য ধন্যবাদ সবুজ পাতাগুলো গাছে যখন জন্ম নেয় বা গজায় তখন ওই গাছটা অনেকটা সুন্দর হয়ে ওঠে। ধন্যবাদ আপু আপনার মূল্যবান দিন আমাদের সাথে আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন

Loading...

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 3 months ago 

আপনাদের ওইদিকে দেখি পুরোপুরি ধান সিদ্ধ করার কাজ চলতেছে। আমাদের এই দিকে এখনো ধান কাটা শুরু হয়নি।
তবে বর্তমানে যে রোদ হচ্ছে আপনারা আগে ধান শুকানোর কাজগুলো সেরে নিচ্ছেন। কারণ পরে বৃষ্টি হলে ধান শুকানো নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়।

আর এই রোদে ধান শুকানো আসলেই কষ্টকর কাজ।

সারাদিনের কার্যক্রম গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

@rubina203
It was very nice to read dear up's post and really enjoyed the way you explained each and every thing with us in a very good way. So you told about it and about some dry fruits, I am very happy to do it. Your overall presentation is very good. You shared such information with us anyway this platform on which we definitely get something or the other on daily basis so keep sharing your knowledge with us and our knowledge also increases. Thank you so much will take care of yourself and by participating in such extra activities at home, our mind level is also good, which means that we do not suffer from any stress. Thank you so much.🌹
@mona01

 3 months ago 

সর্বপ্রথম আপনাকে বলব অসংখ্য ধন্যবাদ কারণ সারাদিন ব্যস্ততার মধ্যেও সুন্দর করে সাজিয়ে আপনার একটি দিনের কার্যক্রম আমাদের সাথে তুলে ধরার জন্য।

সঠিক ভাবে বলতে পারলাম না আমাদের দিকে ও ধান সিদ্ধ করার কাজ চলছে কি না কিন্তু যখন বাড়ি ছিলাম তখন আম্মুর সাথে অনেক সকালে ঘুম থেকে উঠে ধান সিদ্ধ করার কাজে কিছুটা সহযোগিতা করতাম।

আপনার পোস্ট পড়ে বোঝা যাচ্ছে আজ অনেক ব্যস্ততা এবং পরিশ্রমের মধ্য দিয়ে দিয়েছেন আপনি সুন্দর একটি দিনলিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে।

 3 months ago 

ধান নিয়ে ছাদের উপর নিয়ে শুকানো টা অনেক কষ্টের কাজ। তার উপর যে গরম ছিলে এ কটা। ছেলে সাহায্য করায় তবুও কাজটা কিছুটা হলেও সহজ হয়েছে।
আসলে ছেলে মেয়েরা মাকে কস্ট করতে দেখলে এগিয়ে আসে সাহায্য করতে । আর যখন ওরা এগিয়ে আসে তখন কাজটা অনেকটাই সহজ হয়ে যায়।
কাজ করার পাশাপাশি নিজের প্রতি যত্ন নিবেন।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67958.74
ETH 3273.25
USDT 1.00
SBD 2.65