Better Life With Steem || The Diary game || 12 April 2025 ||

in Incredible India5 months ago
IMG_20250412_160233_200.jpg

ভালো থাকার জন্য আমরা সবসময় নিজেদের ভাগ্যের ওপর দোষারোপ করি তাই না। আর নয়তোবা বলি বাবা-মা আমাদেরকে কিছুই দিয়ে যায়নি, কিন্তু এই কথা কখনো কি চিন্তা করেছেন। আপনি সময়ের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছেন কি? আপনার জীবনের যে সময়টুকু আপনি অবহেলায় নষ্ট করছেন। সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পেরেছেন। অনেকের কাছে এই প্রশ্নের উত্তর হয়তোবা অন্যভাবে হবে। তবে আমি বলব সঠিকভাবে কখনোই কাজে লাগাতে পারিনি। সময়টাকে অবহেলায় নষ্ট করেছি বহুবার। হয়তোবা দেখা গেছে ইউটিউবে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন ধরনের ভিডিও দেখেছি। ফেসবুকে রিলস দেখতে দেখতে কখন যে সকাল থেকে বিকেল হয়ে গেল বুঝতেও পারিনি।

টিকটক এর মধ্যে একবার ঢুকলে ঘন্টার পর ঘন্টা কখন যে ভিডিও দেখতে দেখতে পার করে ফেলেছি, সেটা নিজেও জানিনা। সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর চিন্তা কখনই করিনি, তবে বর্তমান সময়ে এসে বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছি। কেন সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলাম না। কেন সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারলাম না, এর একটাই উত্তর। কারণ আমি সময়ের কাজ কখনো সম্পন্ন করতে পারিনি। আমার কাজগুলো আমি ফেলে রেখেছিলাম। আগামীকালের জন্য আগামীকাল যখন হল তখন মনে মনে চিন্তা করলাম। আজকে না হয় থাক আগামীকাল অবশ্যই কাজটা সম্পূর্ণ করব। এভাবেই কিন্তু জীবন থেকে অনেকটা সময় পেরিয়ে গেছে, কিন্তু সঠিক ব্যবহার তার কখনোই করতে পারিনি।

IMG_20250412_160233_150.jpg

দীর্ঘশ্বাস ছেড়ে কোন কিছু বলার মত অবকাশ কখনোই রাখেনি। কারণ আমি আমার কাজগুলোকে গুরুত্ব সহকারে কখনো গ্রহণ করিনি। যদি গ্রহণ করতাম তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারতাম। আলহামদুলিল্লাহ নতুন সকালের দেখা পেয়ে অনেক বেশি আনন্দিত। আজকে সকাল বেলাটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। কারণ ছাদে গিয়ে দেখতে পেলাম আমার কবুতর গুলো বাচ্চা দিয়েছে। যেটা দেখে অনেক বেশি ভালো লাগছে। গরমের পরিমাণটা এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাদেরকে পানি দেয়ার পর তারা পানির মধ্যেই গোসল করা শুরু করে দিয়েছে। তারপর আমি আবার পানি পরিবর্তন করে নতুন পানি দিয়ে আসলাম, ওদেরকে খাবার দিয়ে নিচে চলে আসলাম।

IMG_20250412_160232_986.jpg

এরপর ছোট ছেলেকে খাবার খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আমি নিজেও রান্নাবান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছিলাম। কেননা আজকে আবার ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার বলেছে আবারো আরেকটা পরীক্ষা আছে। সেটা সম্পূর্ণ করবে তারপরে জানতে পারবে আসলে অন্য কোন সমস্যা আছে কিনা। রান্নাবান্না মোটামুটি শেষ করেছিলাম ১১ঃ৩০ টার দিকে। তারপর বড় ছেলেকে নিয়ে সোজা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। আগে থেকে যেহেতু সিরিয়াল দেয়া ছিল, তাই আজকে আর তেমন একটা সময় লাগে নি। অন্ততপক্ষে সঠিক সময়ে ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়েছিলাম। তারপর আমার কিছু জিনিসের প্রয়োজন ছিল। তাই বিভিন্ন দোকানে ঘুরে সে জিনিসগুলো দেখার চেষ্টা করছিলাম।

IMG_20250412_160233_272.jpg
IMG_20250412_160233_418.jpg

কিন্তু একটা জিনিস যদি পছন্দের না হয় তাহলে সেই জিনিস কিনে শান্তি পাওয়া যায়না তাই আমি আর কোন জিনিস কিনলাম না সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িতে এসে ছেলেদেরকে খাবার খাইয়ে দিলাম তারপর আমি নিজেও অল্প পরিমাণে খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম প্রচন্ড মাথা ব্যথা করছিল কিন্তু গরমের মধ্যে ঘুমানোটা অসম্ভব ছিল। তাই কিছু পোস্টে কমেন্ট করলাম তারপরে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানিনা ঘুম ভাঙলো আসরের নামাজের আযানের শব্দে তাড়াতাড়ি উঠে ঘরে যাবতীয় কাজ সম্পন্ন করে নামাজ পড়ে নিয়েছিলাম।

IMG_20250412_160233_051.jpg
IMG_20250412_160232_783.jpg

এরপরে বিকেলে কিছু কথা সময় ছাদে কাটিয়েছিলাম কেননা ছাদে একটু কাজ ছিল সেটা সম্পূর্ণ করেছিলাম ছাদে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছিল অনেক ঘামের মধ্যে আবার গোসল করে নিয়েছি তারপর কবুতর গুলোকে আবারো খাবার দিয়ে তাদের ঘরে রেখে দিয়েছিলাম। এরপর নিচে নেমে এসে মুরগির বাচ্চা গুলোকে খাবার দিয়ে তাদের ঘরে রেখে তালা দিয়ে দিলাম তারপর আমি অজু করে এসে মাগরিবের নামাজ পড়ে ছেলেদেরকে নিয়ে পড়তে বসলাম ওদের পড়া শেষ হলে ওদেরকে রাতের খাবার খাইয়ে দিলাম আমি আরো কিছু পোস্টে কমেন্ট করে ঘুমিয়ে পড়েছিলাম এভাবে আমার জীবন থেকে আরো একটা দিন অতিবাহিত করলাম সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...

রাইট আপু আপনি ঠিক কথাই বলেছেন অন্যের পর কখনো দোষারোপ করতে নেই কারণ আমরা সঠিক সময় সঠিকভাবে নিজেদের সময়টা কাজে লাগাতে পারিনাই আর মা-বাবা কখনো সন্তানদের খারাপ চায়না ভুলটা আসলে আমাদেরই কারণ সময় গুলো আমরাই ঠিকমত সঠিক পথে যাচাই করে নিতে পারি নাই। আপনি কবুতর গুলোর সব সময় যত্ন করেছেন ঠিকঠাক মত খাবার দিয়েছেন অনেক পরিশ্রম করেছেন তাদের পেছনে সেই পরিশ্রমগুলো কবি তোর বাচ্চাগুলো দেখে আর মনে হলো না কিন্তু অনেক আনন্দ সহকারে মন ভরে বাচ্চাগুলোকে দেখছেন আসলে ভালো কিছু দেখলে অনেক শান্তি লাগে আসলে আপু ছেলেমেয়েদের লেখাপড়া খাওয়া দাওয়ার দেখাশোনার দায়িত্বটা মায়েদের উপরে পরে আপনি ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন কি হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে আপু ঠিক বলেছেন পছন্দ না হলে সে জিনিস কিনে কখনো সঠিক হওয়া যায় না আপনার সারাদিনের কার্যকর্ম গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন

 5 months ago 

আমার কাছে মনে হয় কারো উপর দোষারোপ করার আগে নিজের কোন দোষ আছে কিনা সেটা ভালোভাবে চিন্তা করে দেখা আর সময়ের কাজ আমরা যদি সঠিকভাবে সম্পন্ন করতে না পারি তাহলে দিনশেষে আমাদেরকে আফসোস করতে হবে আমি যতটুকু জানি যে কোন জিনিসের যত্ন নিলে সেখানে রত্ন পাওয়া যায় তাই আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু শুভকামনা রইল ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 108794.31
ETH 4281.82
USDT 1.00
SBD 0.82