Better Life With Steem || The Diary game || 05_09_2024||

in Incredible India2 months ago
Picsart_24-09-06_16-20-11-809.jpg

প্রতিটা দিন নতুন কিছু শিখছে আর এই শেখার মাধ্যমেই আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি। আবারও নতুন একটা সকালের দেখা পেয়ে প্রথমত শুকরিয়া আদায় করেছিলাম সৃষ্টিকর্তার কাছে। প্রতিদিন একটু একটু করে পানি কমে যাচ্ছে আর আমাদের হতাশা কিছুটা দূর হচ্ছে। আসলে যবে থেকে বাড়িতে পানি এসেছে, অনেকটা ভয় কাজ করতো। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি বর্তমান সময়ে অনেকটা পানি কমে গেছে।

IMG_20240905_161851_904.jpg

সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা সময় পানির মধ্যে বাহিরে হাঁটাহাঁটি করলাম। আসলে অনেকদিন হাঁটাহাঁটি না করার কারণে কেমন যেন খারাপ লাগছিল। তাই দেরি না করে কিছুটা সময় হাঁটাহাঁটি করে ঘরে চলে আসলাম। ঘরে আসার পর ছেলেদেরকে সকাল বেলা কেক খেতে দিয়েছিলাম। ওরা যখন খাওয়া শেষ করলো, এরপর আমি রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে রান্না ঘরে নিয়ে গেলাম।

IMG_20240905_161851_539.jpg

হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল এত পরিমাণে খারাপ লেগেছিল কি আর বলব। আল্লাহ কে বারবার বলতে লাগলাম তুমি কি এবার আমাদেরকে ভালো থাকতে দিবে না। যাইহোক তারপরেও শুকরিয়া যেমন আছি আলহামদুলিল্লাহ। একটু পরেই দেখলাম বৃষ্টি থেমে গিয়েছে রান্নাবান্না শেষ করে ঘরে আসলাম। তারপর কল পাড়ে গিয়ে গোসল করে নিয়েছিলাম। গোসল করাটাও আজকাল একেবারে ঝামেলার বিষয় হয়ে গেছে।

IMG_20240905_161851_449.jpg
IMG_20240905_161851_474.jpg

কেননা কল পাড়ায় এখনো পর্যাপ্ত পানি রয়েছে। গোসল করা নিয়ে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে, গোসল করে এসে জোহরের নামাজ আদায় করে নিয়েছিলাম। তারপর ছেলেদেরকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে ঘুমানোর জন্য বলেছিলাম। কিন্তু ওরা দুই ভাই খেলতে বসেছেন, তাই আর কিছু না বলে আমি চুপচাপ খাবার খেয়ে কিছুক্ষণ শুয়ে পড়লাম।

IMG_20240905_161857_927.jpg

প্রচন্ড মাথা ব্যথা করছিল জানি না কেন? ঘুম আসছিল না এদিকে কারেন্ট নেই! যার কারণে আরো বেশি গরম লাগছিল! রোদের তাপমাত্রা টা অনেকটাই বেশি ছিল, ঘরে থাকাটা বা বাইরে থাকাটা একেবারে দায় হয়ে পড়েছে। একটু পরেই দেখলাম কারেন্ট এসেছে। ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আসছিল না, বিভিন্ন রকম চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল।

কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়লাম। এরপর বাহিরে দেখলাম সূর্যের আলো প্রখর তাই বাহিরে না গিয়ে ছাদে গেলাম। এরপর ওখান থেকে দুইটা ছবি তুলে আবার নিচে নেমে আসলাম। একটু পরেই দেখলাম আসরের আযান দিয়েছে। নামাজ পড়ে ছেলেদেরকে নিয়ে কিছুক্ষণ বসে রইলাম। তারপর ওরা আমার মোবাইলে কিছুক্ষণ কার্টুন দেখল।

IMG_20240905_161851_466.jpg
IMG_20240905_161851_968.jpg

এদিকে আমি আমার ভেরিফিকেশন করার জন্য ওদের কাছ থেকে বারবার মোবাইল নেয়ার চেষ্টা করলাম। পরে যখন বললাম আমার কাজ আছে। বড় ছেলে নিজেই এসে আমাকে মোবাইল দিয়ে তারা আবার খেলতে লাগলো। আমি আমার ভেরিফিকেশন করা শুরু করলাম। একটু পরেই মাগরিবের আযান দিল তারপর নামাজ পড়ে নিলাম।

IMG_20240905_161852_249.jpg

নামাজ পড়ার পর আরো কিছুক্ষণ ভেরিফিকেশন করে আমি এশার নামাজ পড়ে নিয়েছিলাম। তারপর সবাই মিলে রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। এরপর নিজের কিছু কাজ ছিল সেগুলো সম্পন্ন করে ঘুমিয়ে পড়েছিলাম। এভাবেই আমার জীবন থেকে আরো একটা দিন অতিবাহিত করলাম। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

@tipu curate

Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

Loading...
 2 months ago 

প্রতিদিন নতুন কিছু শেখার আগ্রহ থাকলে আমরা অনেক কিছু শিখতে পারবো, আমরা যতই জানি না কেন আমাদের শেখার কোন শেষ নাই, যতদিন মনে শিকার আগ্রহ থাকবে ততদিন আমরা অভিজ্ঞ হতে পারব। ধন্যবাদ আপনার সারাদিনে কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

অনেকটা বিরক্ত হয়ে গিয়ে আল্লাহ সুবহানাতায়ালার কাছে কমপ্লেন করলেন তার পরক্ষণেই আবার শুকরিয়া আদায় করছেন। আল্লাহ সুবহানাতায়ালা আমাদেরকে হয়তোবা কিছু কিছু সময় ধৈর্যের পরীক্ষা করে যে বান্দা আমার প্রতি কতটুকু ধৈর্যশীল।

হয়তোবা আপনি যে অবস্থা দিয়ে পার করছেন আমি হলেও এমনটাই বলতাম পানির উপরে আবার পানি এটা শুনলেও খারাপ লাগছে কেননা সকালে ঘুম থেকে উঠেই হাটাহাটি করছেন পানির উপরে।

যাইহোক এত প্রেশানি এত চিন্তার মধ্যে দিয়ে আপনি আমাদের সাথে আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবেই শেয়ার করছেন উনার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ যেন আপনাদের উপর সহায় হোন।

 2 months ago 

মানুষ যত বড় হয় তত শেখে প্রতিনিয়ত। পানি এখনো রাস্তা দিয়া আছে আর মানুষ হয়তো অনেক কষ্ট করেই জীবিকা নির্বাহ করছে।।

বেশ ভালোভাবে রান্না করেছে ডিম খেতে আমার ভালই লাগে এছাড়াও আকাশের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে।। ভালো লাগলো আপনার একটা দিনের কার্যক্রম পরে ভালো থাকবেন।।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 80986.05
ETH 3142.29
USDT 1.00
SBD 2.74