মায়া

in Incredible India2 months ago
pexels-photo-326650.jpeg

Image source

মায়া বড় খারাপ জিনিস! ভালবাসার গল্পের মধ্যে মায়া জিনিসটা আরও বেশি খারাপ হয়। মাঝে মাঝে দেখা যায় কারও প্রতি মায়া কাটিয়ে ওঠাটা, বোধহয় এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তবে কিছু মায়া আবার মিথ্যেও হয়। সত্যি মায়া আর মিথ্যে এই মায়ার তফাত বের করাটাও অনেক কঠিন একটা কাজ।

কিছু কিছু মানুষের জন্য, আমাদের মনে অনেক সময় আজীবন মায়া কাজ করে। যদিও দেখা যায় সেই মানুষটির উপর আমাদের কোন অধিকার খাটানো যায় না। তাকে কখনো আপন করে পাওয়া হয়ে ওঠে না। তারপরও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, তার প্রতি আমাদের মায়া টা থেকেই যায়।

কেন যেন আমাদের এই মনও চায় কারও প্রতি এই মায়াটা আজীবন থাকুক।হোক না সে পর হোক না সে অন্য কারও প্রিয়। একদিন তো মনের মধ্যে আমাদের নিজেরই কেউ একজন ছিল! অনেক আপন ছিল, অনেক কাছের ছিল। তারপর হঠাৎ একদিন কোন এক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে আমার জীবন থেকে সব তছনছ হয়ে গেল।

pexels-photo-326616.jpeg

Image source

দুজনের পৃথিবীটা কখন যে আলাদা হয়ে গেল। আমাদের দুজনের সেই আলাদা দুই পৃথিবীতে আবার নতুন দুই জন মানুষের হল আগমন। কিন্ত তারপরও ঐ ঝড়ে আলাদা হওয়া মানুষের দুটোর পৃথিবীর মধ্যে, দুটো সুতোয় গেঁথে কোথাও যেন, একটা অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে আছে। আমার কাছে তো মনে হয়, অনেকটা বিনি সুতোর মালার মতো।

এটাই বুঝি ভালোবাসা আর এটাই বোধহয় মায়া। এই মায়ার মনে হয় না কোন নাম আছে। না তো কোন অর্থ আছে। আমাদের জীবনে কিছু কিছু অনুভূতির কোন নাম হয় না। হয় না কোন অর্থ। তবু মনে হয় কিছু একটা আছে, কোথাও সযত্নে রাখা সবার কাছ থেকে অত্যন্ত গোপনে, সবার দৃষ্টির অগোচরে।

ভালোবাসার মানুষকে হয়তোবা বলা হয় আমি তোমাকে ছাড়া আমার দিন দিব্যি কাটিয়ে দিতে পারবো। তবে যারা সত্যি মন থেকে ভালোবাসে, তারা প্রিয় মানুষকে ছাড়া এক ঘন্টা কাটানো কষ্ট হয়ে যায়।আর এটাই হয়তো বা মায়া।

কারো প্রতি একবার মায়া জন্মে গেলে তাকে ছেড়ে হয়তোবা কিছুদিন থাকা যায়। তবে জীবনের যেকোনো সময় হঠাৎ করেই আপনার আমার তার কথা মনে পড়বেই। কারণ সত্যিকারের ভালোবাসা কখনোই মন থেকে একেবারে মুছে ফেলা সম্ভব নয়।

pexels-photo-3184436.jpeg

Image source

মায়া যে শুধু মাত্র ভালোবাসার মানুষের জন্য হয় তা কিন্তু নয়। মায়া বন্ধুত্বের সম্পর্ক মধ্যে ও হয়। আজকে হঠাৎ করে মোবাইলের গ্যালারির ছবি গুলো দেখছিলাম।আর হঠাৎ করেই আমার প্রিয় বান্ধবীর ছবি সামনে চলে আসলো। দেখে খুব খারাপ লাগলো, কারণ তার সাথে অনেক দিন কথা হয় না। অনেক বার চেষ্টা করছি যোগাযোগ করার, পরে বুঝতে পেরেছি ও আর আমাদের সম্পর্ক কারো সামনে প্রকাশ করতে চায় না।

সেই থেকে আর কখনও চেষ্টা করা হয় না তার সাথে যোগাযোগ করার। আজকে তার ছবি গুল দেখে।তার প্রতি আমার যে মায়া ছিল বা আছে সেটা আবার ও প্রমাণ পেয়েছে। কারণ তার ছবি দেখে আজকে মনের কথা গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য লিখতে বসেছিলাম।যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 months ago 

মায়া জিনিসটা আসলেও অদ্ভূত। এটা যার উপর একবার কাজ করে তাকে মানুষ মন থেকে ভালো বাসে। এই মায়ার কারণেই মানুষে মানুষে এত সুন্দর বন্ধন। আবার মানুষ যখন মারা যায়, তখন এই মায়া আস্তে আস্তে কেটে যায়। কি অদ্ভূদ এক নিয়ম।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আমাদেরকে সবকিছু সহ্য করার ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়ে রেখেছেন। যারা আমাদেরকে রেখে চলে যায়। তাদের জন্য যদি আমাদের মায়া কাটিয়ে উঠতে না পারতাম। তাহলে হয়তোবা এই পৃথিবীতে বেঁচে থাকা হতো না। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 2 months ago 

হ্যাঁ আপু, একটা সময় মনে হয় একজনের বিদায়ে অন্য জন বাচতে পারবেনা। কিন্তু দেখা যায় মানুষ তার প্রিয় সংগীকে হারিয়ে ঠিকই বেচে থাকে। এটাই হয়তো পৃথিবীর নিয়ম। মায়া আছে বলেই এখনো পৃথিবী এত সুন্দর।

Loading...

TEAM 3

¡Congratulations! This post has been upvoted through -steemcurator06.
We support quality posts anywhere and with any tags.

Coment.jpg


Curated by : @malikusman1


 2 months ago 

আপু মায়া নিয়ে আজ দারুণ একটি লিখা আপনি আমাদের উপহার দিয়েছেন। মায়া সবার ক্ষেত্রেই এক ধরনের অনুভূতির সৃষ্টি করে। তবে মায়া যে সবসময় ভালো তা কিন্তু নয়। অনেক সময় আমরা মিথ্যা ধোকায় পরে মনে করি সে আমাকে অনেক ভালোবাসে, তার প্রতি আমার অনেক মায়া। কিন্তু বাস্তবেও হয়তো সেটা হয়ে ওঠে না। সত্যিকারের মায়া সত্যিকারের ভালোবাসার সৃষ্টি করে।

আমি আশা রাখবো আপনার বান্ধবীর সাথে খুব শীঘ্রই আপনার যোগাযোগ হবে। ভালো থাকবনে আপু।

 2 months ago 

মিথ্যা মায়া জড়িয়ে এ পৃথিবীর অনেক মানুষ নিজেদেরকে শেষ করে দেয়ার অনেক প্রয়াস করেছে। তবে সৃষ্টিকর্তা হয়তো বা তাদের হায়াত রেখেছে বলেই, তারা এখনো এই পৃথিবীতে আছে। যার প্রতি একবার মায়া জন্মে যায়, তাকে ছেড়ে থাকাটা বা তাকে ভুলে থাকাটা অনেক কষ্টকর। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 2 months ago 

মায়া খারাপ এবং বড়ই উদ্ভুদ একটি জিনিস ৷ জীবনে প্রথম একজনের মায়ায় পড়েছিলাম এখন তীলে তীলে বুঝতেছি একজনের প্রতি মায়া জন্ম নিলে সে যদি ছেরে যায় তাহলে কেমন টা লাগতে পারে ৷ যখন ছেরে চলে যায় তখন আমরা এই মায়া শব্দটির মূল্যায়ণ বুঝতে পারি ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Posted using SteemPro Mobile

 2 months ago 

মায়া কথাটা খুবই ছোট্ট কিন্তু এই মায়ার মাধ্যমে কিছু মানুষের জীবন একেবারেই ধ্বংস হয়ে যায়। আসলে আপনি যার মায়ায় পড়েছেন। সে আপনাকে ছেড়ে যাওয়ার পর আপনি বুঝতে পেরেছেন। এই পৃথিবীতে বেঁচে থাকাটা কতটুকু কষ্টকর। এমন একজনের মায়া পড়ুন যে আপনাকে কখনো ছেড়ে যাবে না। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 2 months ago 

মায়া নিয়ে আজকের লেখাটা অসাধারণ হয়েছে।

তবে আপনি ঠিক বলেছেন মায়া শুধু ভালবাসার মানুষ কি বা কাছের মানুষের ওপরেই হয় না । বন্ধু বান্ধবী উপরেও আমরা অনেক বেশি মায়ায় জড়িয়ে যাই আপনার বান্ধবীর ছবি দেখে তার কথা মনে পড়ে গেল এবং আপনার লেখাটা পড়ে আমি আমার বান্ধবীকে মনে করছিলাম হয়তো এটাই মায়া।।।

 2 months ago 

মায়া জিনিসটা কখন যে কার প্রতি গড়ে উঠবে তার কোন ঠিক ঠিকানা নেই। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের প্রতি মায়ার জন্মতো হয়ই এমনকি অনেক সময় পথ চলতি মানুষের প্রতি ও মায়া গড়ে ওঠে।

এটা যে কিছু পাওয়ার আশায় তৈরি হয় এমনও না। অনেক সময় আমরা ভালো ভাবেই জানি যে গেছে সে গেছে, আর ফেরত আসবে না আমার কাছে কিন্তু তারপরও তার প্রতি মায়া একই রকম থেকে যায়।

চমৎকার একটা বিষয় বস্তু নিয়ে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সব সময় শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

মায়া এমন একটা জিনিস ওই কথাটার মত যার চলে যায় সেই বুঝে হায় হারিয়ে ফেলার যন্ত্রণা, আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া তবুও করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার ভালোবাসা বন্ধুত্ব আত্মীয়-স্বজন সবার মধ্যেই আলাদা একটা মায়া জন্ম হয়। যে চলে যায় সে আর ফিরে আসে না। তার পরেও তার প্রতি মায়া থাকে অটুট। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 2 months ago 

মায়া এমন একটা জিনিস যদি কারো উপর একবার পড়ে যায় সেই মায়া সারা জীবনও উঠে আসে না।। আজকে আপনি মায়া নিয়ে খুবই চমৎকার পোস্টে লেগেছে খুবই ভালো লেগেছে পড়ে‌‌।।

 2 months ago 

ভালোবাসা বা প্রিয় মানুষের প্রতি তো মায়া জন্ম নেয়। সেখান থেকে উঠে আসার জন্য কতটুকু সময় ব্যয় হয়, বা নিজেকে কতটা অপমানিত হতে হয়। সেটা আমি বেশি ভালোভাবেই জানি। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য।

 2 months ago 

আসলে আমরা যদি কখনো ভালোবাসার কাছে হেরে যায় তাহলে সেটা সারা জীবনই মনে থাকে।।

 2 months ago 

মায়া খুব মারাত্মক একটি জিনিস। যদি কারোর উপর এই মায়া পড়ে যায় তাহলে এই মায়া থেকে উঠে আসা খুব কষ্টকর। এই মায়া সম্পর্কে খুব বিস্তারিত তথ্য আমাদের মাঝে চলে যাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

প্রিয় মানুষের প্রতি মায়া জন্ম হবে এটা আল্লাহতালার কাছ থেকেই পাওয়া একটা নিয়ামত বলা যায়। কিন্তু কেউ যদি সেই মায়া ত্যাগ করে চলে যায়। তখন সেখান থেকে বের হয়ে আসা কতটা কষ্টকর, সেটা আমরা বেশ ভালোভাবেই অনুধাবন করতে পারি। তাই আমার মনে হয় যার হাত ধরে তাকে প্রিয় মানুষ বলে একবার স্বীকার করা হয়। তার কাছ থেকে কখনো দূরে সরে যাওয়ার চেষ্টা করা উচিত নয়।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 67058.56
ETH 3094.83
USDT 1.00
SBD 3.64