"সজনে পাতা খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা!"

in Incredible Indialast year (edited)
moringa-oleifera-4143419_1280.jpg

Image source

অনেক সময় দেখবেন,, অনেকের সাথে কথা বলতে বলতে অনেকেই হাসির ছলে,, আমাদেরকে বলে থাকে। আমরা নাকি ‘ঝোঁকে বাঙালি। কথাটা নাকি একদমই সত্য। বাঙালিকে যে যা বলে,, সে তাতেই বিশ্বাস করে।‘ঝোঁকে বাঙালি কথাটা অনেকেই অনেক সহজ ভাবে,, এবং ইতিবাচকভাবে গ্রহণ করে থাকে। কিন্তু এর ব্যাখ্যাও রয়েছে অপরিসীম।

সজনে পাতা আমরা অনেক বেশি পছন্দ করি। কেউ কেউ এটাকে তরকারি হিসেবে খেয়ে থাকে। কেউ আবার বিভিন্ন জায়গা থেকে জেনেছে এর উপকারিতা অপরিসীম। কিন্তু আপনি কি আদৌ জানেন,,, শজনে পাতার উপকারিতার চাইতে। আপনার শরীরে অপকারিতার পরিমাণ অনেক বেশি হয়ে থাকে।

সজনে পাতা খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা!

আমরা অনেক বিশেষজ্ঞ ডাক্তার এবং বিভিন্ন ধরনের জায়গা থেকে শুনে এসেছি। সজনে পাতার উপকারিতা,, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন ক্যালসিয়াম। আর তাইতো কিছু সাধারন মানুষ। এই সজনে পাতা খাওয়ার দিকে অনেকটাই ঝুঁকে পড়েছে। বিশেষ করে আমি নিজেও,, এই পাতা খেতে অনেক বেশি পছন্দ করে থাকি।

আপনাদের মনে আছে কিনা জানা নেই। কিছুদিন আগেই সাধারণ কিছু মানুষ। এমন কিছু খাবারের দিকে অনেক বেশি আকৃষ্ট হয়েছিল। সেই খাবার গুলোর মধ্যে রয়েছে,, মাশরুম,, কালোজিরা,, এই জিংসেং। আর তাই আমি আপনাদেরকে বলবো। এই শজনে পাতা খাওয়ার আগে,, আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করা খুব প্রয়োজন।

বিভিন্ন সময় আমরা এই পাতা খাওয়ার লোভ,, আমাদের মধ্যে অনেক বেশি থাকে। যার কারণে আমরা বাজারে গিয়ে এই পাতা কিনে নিয়ে আসি। কিন্তু এই পাতা কেনার আগে আপনাকে অবশ্যই খোঁজখবর নিতে হবে। যারা এই পাতা বিক্রি করছে। তারা আসলে এই শজনে পাতার গাছ রোপন কোথায় রোপন করেছে। কেননা বিভিন্ন সময় দেখা যায়। বিভিন্ন ইটের ভাটা,, ইন্ডাস্ট্রিয়ালিস্ট জায়গার মধ্যে,, এই সজনে পাতা গাছ রোপন করা হয়ে থাকে।

এই পাতার কার্বন শোষণ ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে। তাই সবার কাছে অনুরোধ করব। যেখানে সেখানে রোপন করা সজনে পাতা কখনোই খাবেন না। এতে করে আপনার শরীরে উপকারের চাইতে,,, অপকার অনেক বেশি হবে।

সজনে পাতা অনেক বেশি উপকারী একটা পাতা। অনেক আগে থেকেই এটা ওষুধই গুণাগুনে ভরপুর। এবার চলুন এই পাতার উপকারিতা সম্পর্কে,,, সামান্য একটু আলোচনা করা যাক।

  • আমাদের স্বাস্থ্যের হৃদপিন্ডের উন্নতি করে থাকে। এই সজনে পাতার মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায়। যার ফলে আমাদের হৃদরোগে আক্রান্ত হওয়া থেকে,, আমাদেরকে রক্ষা করে থাকে। সহজ কথায় যদি বলি,, আমাদের হৃদরোগ হওয়া থেকে,,, এটা ব্যাপকভাবে কার্যকরী ভূমিকা পালন করে।

  • এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটার মধ্যে প্রচুর পরিমাণে এন্ট্রিঅক্সিডেন্ট থাকার কারণে। যা আমাদের শরীরে ফ্রী র‌্যাডিক্যালের হাওয়া থেকে,, আমাদের শরীর কে রক্ষা করে থাকে।

  • এটা আমাদের শরীরের রক্তশূন্যতা থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। এই সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আইরন। যা লোহিত রক্তকরণিকা ঘটন করতে,, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

  • সবুজ সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্লোরোফিল। যা আমাদের শরীরের তাপমাত্রা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি আমাদের শরীরে থাকা অতিরিক্ত চিনি,,, আমাদের শরীরের না রেখে কোষে পাঠিয়ে দেয়। আর যার কারণে আমাদের রক্তের মধ্যে চিনির পরিমাণ অনেক কম থাকে। এবং আমাদের শরীরের উচ্চ রক্তচাপের পরিমাণটা,,, অনেকটা কমে যায়।

  • সজনে পাতা আমাদের শরীরের হজম শক্তি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই পাতার মধ্যে আঁশ এর পরিমাণ খুব ভালো একটা পাওয়া যায়। যার ফলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায়,, এবং আমাদের শরীর সুস্থ থাকে।

তো বন্ধুরা এই পাতার উপকারিতা অপরিসীম,,, কিন্তু না জেনে যদি আমরা যেখানে সেখান থেকে কেটে নিয়ে এসে,, যারা এই পাতা বাজারে বিক্রি করে থাকে। তাদের কাছ থেকে কিনে খাই। তাহলে কিন্তু আমাদের শরীরে উপকারের জায়গায়,, অপকারটা অনেক বেশি হবে। তাই আমি মনে করি,, আমাদের সবসময় সতর্ক থাকা খুব প্রয়োজন।

কেননা আমরা যে জিনিস আমাদের শরীরের উপকারের জন্য গ্রহণ করব। সেই জিনিসের দ্বারা যেন আমাদের শরীরের কোনরকম অপকার না হয়। সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। উপরোক্ত আলোচনা থেকে আপনারা বুঝেই গেছেন। শজনে পাতার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে। এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আশা করি আপনারা সামান্য হলেও উপকৃত হয়েছেন।

আজ আর লিখছি না। সবার সুস্থতা কামনা করে।আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

meraindia

কমিউনিটির জন্য ১০% বেনিফিশিয়ারি

png_20230827_214431_0000.png



The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram


Htq.gif


20230827_214142_0000.png

Sort:  
 last year 

আপনি আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সাজনা পাতার এত এত গুণ আছে আগে জানতাম না। আপনার পোস্ট থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ এত সুন্দর টপিক নিয়ে আলোচনার জন্যে

 last year 

সজনে পাতায় অনেক উপকার পাওয়া যায়। ডায়বেটিস রোগিদের জন্য বেশ উপকারি এই সজনে পাতা। এই পাতার যে ক্ষতিকর দিক আছে তা জানতাম না আপনার পোস্ট পড়ে তা জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত সুন্দর একটা উপকারী পোস্ট করার জন্য।

Loading...
 last year 

সজনেডাটা গাছ আমাদের গ্রামের দিকেও সহজলভ্য। তাছাড়া আমি লক্ষ্য করলাম আপনি বেশ সুন্দরভাবে সজনে পাতা সম্পর্কে বিভিন্ন তথ্য আপনার লেখার মধ্যে তুলে ধরেছেন।

সজনে পাতা আমাদের শরীরের হজম শক্তি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই পাতার মধ্যে আঁশ এর পরিমাণ খুব ভালো একটা পাওয়া যায়। যার ফলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায়,, এবং আমাদের শরীর সুস্থ থাকে।

  • সজনে পাতার উপকারিতা গুলোর মধ্যে আমার কাছে এটি অনেক বেশি আকর্ষণীয় মনে হয়েছে। কারণ কম পরিশ্রমী এবং শারীরিকভাবে দুর্বল মানুষেরা হজমজনিত সমস্যাই ভোগেন মাঝেমধ্যেই।

বিশেষ করে তাদের জন্য এটি খুবই উপকারী হবে বলে আমি মনে করি। তাছাড়া আমিও এই তথ্যটি জানতাম না আপনার লেখাটি পড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত।

এটা আমাদের শরীরের রক্তশূন্যতা থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। এই সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আইরন। যা লোহিত রক্তকরণিকা ঘটন করতে,, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

এই তথ্যটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমার দেখা মতে বিশেষ করে গর্ভবতী নারীরা রক্ত শূন্যতায় ভোগে। আপনার এই তথ্যগুলো হয়তোবা অনেকেরই উপকারে আসবে।

আপনার সম্পূর্ণ লেখাটি অসাধারণ হয়েছে। এভাবেই পরিবারের সাথে যুক্ত থাকুন এবং নিজেকে এগিয়ে নিয়ে চলুন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 last year 

সজনে পাতার নানাবিধ গুনাগুন সম্পর্কে কিছুদিন আগেও মানুষের জানা ছিলো না। তবে আগের দিনের কিছু মানুষ এর গুনাগুন সম্পর্কে ধারণা পোষন করতো।বেশ কিছুদিন হলো আধুনিক যুগের মানুষও এর গুনাগুন সম্পর্কে সচেতন৷ এই পাতার যে পাউডার নাম "মরিঙ্গা পাউডার", ভেষজ গুনাগুনের জন্য সর্বজন স্বীকৃত।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58148.81
ETH 2345.69
USDT 1.00
SBD 2.35