স্বরচিত কবিতা আমি তোমাতেই বিলীন 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

in Incredible Indialast year (edited)
20230412_154521_0000.png

ছবিটি এডিট করা হয়েছে canva apps দিয়ে

ভালোবাসাআজ তোমায় ছুটি দিলাম মনের গহীনে ছিল যত অভিমান!সবকিছু উজাড় করে, আজ তোমায় নীল ঐ আকাশে ছেড়ে দিলাম।

যদি মনে কখনো হয়,
আমার ভালোবাসার কোন ভুল ছিল না!
তবে আমার মনের ঘরের দরজায়,
তোমার জন্য সব সময় খোলা!

তোমাকে আবারও মনের মন্দিরে জায়গা দিতে,
একটু দ্বিধা বোধ করব না!
কারণটা তুমি ভালো করেই জানো,
তোমার জন্য আমার মনের ভালবাসা সীমাহীন!

শুভ্র হাওয়ার কনকন বাতাসে বলেছি কতদিন,
আমি তো শুধু তোমাতেই বিলীন!
কত কথা হয়নি বলা,
কত সময় হয়েছে বিলীন!
তোমার জন্য আমার
বুকে ভালোবাসা সীমাহীন,
আমি শুধু তোমাতেই বিলীন!

শুকনো পাতার মর্ম শব্দে,
কানে এসে বাজে মধুর সুর!
পাগল এ মনটা বারবার কেন জানি
হারিয়ে যেতে চাই বহুদূর!

আমি একবার বলি,
আমি তোমাকে ভালোবাসি!
আবারও বলবো তোমাকে ভালোবাসি!
তোমার ঠোঁটের ওই মিষ্টি হাসি,
আমি যে কত ভালবাসি!
কারণ আমি তোমাতেই বিলীন !

আমার স্বপ্নগুলো সাজিয়েছি
তোমার চুলের বাতাসের এলোমেলো গন্ধে!
তোমার চোখের নিচের কাজল , তোমার অট্টহাসির ছন্দে।

আমি নিভৃত আমি নির্বাক,
হয়ে তাকিয়ে থাকি!
তুমি যখন মুচকি হেসে
আমার দিকে একবার ফিরে চাও!

তখনও কেন জানি বারবার
বলতে ইচ্ছে করে.......
অনেকটা ভালবাসি তোমায়!
কারণটা আমি বলেছি তোমায়,
আমি তোমাকেই বিলীন!

heart-529607_1280.jpg

ছবির উৎস কপিরাইট মুক্ত

তুমি আমার অদেখা সেই ছবি,
তুমি আমার না লেখা সেই কবিতা!
তুমি আমার না গাও সেই গান,
যার সাথে আমি প্রতিদিন করি অভিমান!
তার পরেও দূর থেকেই ভালোবাসি,
আর বলি আমি তোমাতেই বিলীন!

আমার স্বপ্নের রানী তুমি,
তুমি আমার সুখের চাওয়া!
তোমায় একবার দেখলে মনে হয়,
হাজার জনমের পাওয়া!
আমি তো তোমাকেই বিলীন!

আমার স্বপ্নগুলো তোমাকে নিয়ে সাজানো,
আমার স্মৃতিগুলো তোমায় কে নিয়ে ঘেরা!
তবুও তোমার আলতো ছোঁয়ায়, হয়েছে আমার মন পোড়া!
আমি তো তোমাকেই বিলীন!

আমার স্বপ্নগুলো হয়েছে সীমাহীন,
আমি তোমাতেই বিলীন
আকাশের সুখ তারা আমায় বলে সীমাহীন,
আমি শুধু তোমাতেই বিলীন!

তোমার ভালবাসা না পেয়ে,
আমার এই মনের জমিন পুড়েছে সীমাহীন!
তবুও তোমায় বলতে ইচ্ছে করে, আমি তোমাকেই বিলীন!

কবিতার এই লাইনগুলো লিখতে গিয়ে অনেকটা আবেগপ্রবণ হয়ে গেছিলাম। একটা মানুষকে কতটা ভালবাসলে, তার প্রতি এভাবে নিজের সবকিছু বিলিয়ে দেয়া যায়। তাকে সবকিছু সমর্পণ করে, নিজেকে একা মনে হয়।

ভালোবাসার প্রখর সূর্যের মধ্যে, নিজেকে পুড়িয়ে ছারখার করে দিতেও আহ কতটা আনন্দ লাগে।

বন্ধুরা ভালোবাসা নিয়ে অনেক কথাই লিখে ফেললাম। আজ এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এই কামনা করে, আজকের মত এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।

@rubina203
Incredible India COMMUNITY DISCORD LINK:-
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.


This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate

Loading...
 last year 

ভালোবাসা এমন একটি জিনিস যার মাঝে একবার ভালোবাসার ছায়া এসে পড়ে তার মধ্যে শুধু আবেগ মায়া দুটোই কাজ করে থাকে ৷ আপনার কবিতাটি আপনি অনেক সুন্দর ভাবে রচনা করেছেন ৷ যেটা পড়ে খুবই ভালো লাগলো ৷ তবে প্রতিটির লাইনের মানে তেমন ভাবে খুজে পাই নি ৷ যাই হোক আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

#miwcc

 last year 

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66705.81
ETH 3626.46
USDT 1.00
SBD 2.93