জোকস ফান্ডা

in Incredible India2 months ago (edited)
png_20230316_140329_0000.png

হাসলে শরীর ভালো থাকে, যে লোকটা সবসময় হাসিখুশি থাকে, সে সবসময় নিজেকে সুখী মনে করে। আমি সর্বদাই চেষ্টা করি হাসিখুশি থাকার, কিন্তু জীবনে কিছু নিয়তির কাছে, বারবার হেরে গিয়েও, আবারো আমি আমার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেয়ার চেষ্টা করি।

জোকস পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া হয়তো খুবই দুঃসাধ্যকর ব্যাপার। আর তাই আমি ভাবলাম আজকে আপনাদের সাথে আমার তৈরি করা জোকস শেয়ার করি, আশা করি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে।

এবার বলুন তো কেমন আছেন আপনারা সবাই। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি।

8DAuGnTQCLptHK3w4xbU3SMDsfFVWre2qvkWUixoMRzeeZtji4NxLgiTYyiGxQnfGJZoc8RV7GLtVc3jKQxkFzjciabSGZqjH69ANkV8oi7JEXNEy2bKf47avnLd5xdJaNTsKaXgv9PzNXk2Fnefcttwiear8xpAZEAy9JrauFL (1).png

জোকস ফান্ডা

mother-1599653_1280.jpg

ছবির উৎস কপিরাইট মুক্ত

একটা লোক সকালে ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তারকে তার আজকে একটা কথা জিজ্ঞেস করতেই হবে।

ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে লোকটা রওনা দিলেন। এত তড়িঘড়ি করে গেলেন যে, তিনি নিজেই হয়রান হয়ে গেলেন এবং রিতিমত হাপাচ্ছিলেন।

লোকটা:- ডাক্তার বাবু ও ডাক্তার বাবু আছেন নাকি?

ডাক্তার বাবু:- আরে হ্যাঁ হ্যাঁ আছি, বসুন।

লোকটা:- আরে নাগো ডাক্তার বাবু আজকে আমি বসতে আসিনি।

ডাক্তার বাবু:- আপনি যদি না বসেন, তাহলে আমি আপনার কথা শুনবো কি করে বলুন তো।

লোকটা:-ও আচ্ছা এত করে যখন বলছেন, তাহলে একটু বসি।

ডাক্তার বাবু:- হ্যাঁ হ্যাঁ বসুন আর আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন।

লোকটা:- না মানে আমি বলছিলাম কি বেশিদিন বেঁচে থাকার জন্য কি কোন ওষুধ আছে?

ডাক্তার বাবু:- আপনার কথাটা না আমি ঠিক বুঝলাম না।

লোকটা:- আরে মশাই এখানে না বুঝার কি হলো, আমি আপনাকে জিজ্ঞেস করলাম, এই পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকার জন্য, কি কোন ঔষধ আছে আপনার কাছে।

ডাক্তার বাবু:- ও আচ্ছা এ বিষয় না মশাই আমার কাছে এর কোন ঔষধ নেই, তবে আপনি একটা কাজ করতে পারেন।

লোকটা:- হ্যাঁ ডাক্তার বাবু বলুন আমাকে কি করতে হবে?

ডাক্তার বাবু:- আপনি একটা বিয়ে করে ফেলুন।

লোকটা:- ও আচ্ছা তাই নাকি, আচ্ছা ঠিক আছে আমি একটা বিয়ে করে নেব, তবে আরেকটা কথা জানার ছিল।

ডাক্তার বাবু:- হ্যাঁ বলুন আর কি জানতে চান।

লোকটা:- না মানে আমি বলতে চাচ্ছিলাম আর কি, বিয়ে করলে কি? মানুষ বেশিদিন বেঁচে থাকতে পারে!

ডাক্তার বাবু:- তা মশাই সে কথাটা আমি ঠিক সঠিক বলতে পারব না। তবে এইটুকু বলতে পারি, বিয়ে করার পর আপনার আর বেশি দিন বেঁচে থাকার ইচ্ছে হবে না।

ডাক্তারের কথা শুনে লোকটা একেবারেই নিস্তব্ধ হয়ে গেল।

8DAuGnTQCLptHK3w4xbU3SMDsfFVWre2qvkWUixoMRzeeZtji4NxLgiTYyiGxQnfGJZoc8RV7GLtVc3jKQxkFzjciabSGZqjH69ANkV8oi7JEXNEy2bKf47avnLd5xdJaNTsKaXgv9PzNXk2Fnefcttwiear8xpAZEAy9JrauFL (1).png

আজ আর লিখছি না এই ছিল আমার আজকের জোকস, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।

এই ধরনেরই নতুন নতুন জোকস নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম। আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 months ago 

আমি আগে জানতাম আপনি সুন্দর কবিতা লেখেন কিন্তু এটা জানতাম না যে আপনি মজার মজার কথাও জানেন আজকে অনেক সুন্দর মজার কিছু কথা আমাদের মাঝে শেয়ার করলেন আর এটা অবশ্যই ঠিক আসলে মন ভালো থাকে কিন্তু হাসার জায়গাটা নির্ধারণ করতে হবে কোন জায়গায় আমাকে হাসতে হবে আর কোন জায়গায় চুপ থাকতে।

যাই হোক আপু আপনার সুন্দর এই হাস্যকর পোস্টটি অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 months ago 

আসলেই ঠিক কথা বলেছেন হাসিলে মন ভালো লাগে এবং হাসিলে শরীরও ভালো থাকে। আপনি কবিতার পাশাপাশি আজকে আমাদের মাঝে মজার জোকস শেয়ার করেছেন যা পড়ে অনেক মজা লেগেছে। আশা করি আপনি আমাদের মাঝে মাঝে হাসানোর জন্য এ ধরনের মজার মজার জোকস নিয়ে আসবেন। ভালো থাকবেন

 2 months ago 

আপু একি শুনালেন আমি তো হাসতে হাসতে শেষ ৷ যাই হোক লোকটা আর ঔষুধ খুজে পেল না সে বুঝতে পেরেছে বিষয় টা কি হতে যাচ্ছে ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি জোকস পোস্ট আমাদের কে উপহার দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন আপু আর এই ধরনের জোকস আমরা আরো শুনতে চাই আপু ৷

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য

 2 months ago 

আমি যদি শারীরিকভাবে অসুস্থ হয় তাহলে ডাক্তারের কাছে গেলে হয়তো ডাক্তার চিকিৎসা দিতে পারবে কিন্তু আমি যদি মানসিকভাবে চিকিৎসা হয় তাহলে অবশ্যই আমাকে জোকস পড়তে হবে তাহলে মন ভালো হবে আপনার জোকসটা আমার কাছে খুবই ভালো লেগেছে
এত ভালো একটা জোকস আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য

Loading...
 2 months ago 

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনি আমাদের সামনে এত সুন্দর একটি মজার গল্প নিয়ে এসেছেন আসলে যদি না আসা হয় তাহলে মন কখনো ভালো থাকে না আপনি যদি সারাদিন মন মরা হয়ে থাকেন তাহলে আপনার মন কখনো ভালো হবে না আর যদি একটু ফাঁকা হতে হাসলে কিংবা হাসির জায়গায় যান তাহলে অবশ্যই মনটা ভালো হয়ে যায় অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে এত সুন্দর মজার একটি গল্প শেয়ার করার জন্য।

 2 months ago 

Hola amiga, muy bueno tu chiste, me encanta leerlos y escucharlos, si te soy sincera soy mala para contarlos 🙈😆 por eso solo los escucho.

Fue un gusto leer tu chiste amiga.

 2 months ago 

সত্য বলতে আপু অনেকদিন ধরে মন খুলে হাসতে পারি নাই আপনার পোষ্টির ভেতরে গিয়ে পড়ার পরে অনেক হাসি লেগেছে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

পোস্ট টা জোকস হলেও এটা বর্তমানে অহরহ ঘটছে। হয়ত স্বামীর অত্যাচারে স্ত্রী অত্যাচারিতা অথবা বউয়ের অত্যাচারে স্বামী অত্যাচারিত।

বর্তমান পরিস্থিতি এমন দাড়িয়েছে যে দু'জনের মধ্যে দুইধরনের কাজ ও ফিল হয়ে থাকে। সেক্ষেত্রে তো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো এমনটি অনেকে ইচ্ছে করে থাকে।

খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.08
JST 0.023
BTC 27658.90
ETH 1897.51
USDT 1.00
SBD 2.15