স্বপ্নের মতো সবুজ জীবন (গ্রাম অঞ্চল) 🥰

in Incredible Indialast month

নমস্কার বন্ধুরা,,,
কেমন আছেন সবাই.? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক...

pexels-photo-5779237.jpegSource

প্রকৃতির কোলে সুন্দর একটি জীবনযাপন সকলের কাছে স্বপ্নের মতো। শহরের কোলাহল থেকে দূরে, একেবারে শান্ত পরিবেশে নিজেকে খুঁজে পাওয়ার এক অনন্য সুযোগ হচ্ছে গ্রাম অঞ্চল। গ্রাম অঞ্চলে সবুজের ছোঁয়া, নদী-নালা, খেতের সোনালি ধান, গাছের ছায়া, পাখিদের কলরব – এসব মিলে গ্রামকে করে তুলেছে এক অপরূপ সৌন্দর্যের আধার।

গ্রামের মানুষের জীবনযাপন খুবই সাধারণ এবং সহজ সরল হয়ে থাকে। তারা প্রকৃতির সাথে মিশে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খেতের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সকালে খেতের কাজ শেষ করে সন্ধ্যায় গোসালায় গরু চরাতে নিয়ে যায়। গ্রাম অঞ্চলের মানুষ জন নদীতে স্নান করে। নদীতে স্নান করার আলাদা মজা। ছোট বেলায় নদীতে সবাই এক সাথে অনেক মজা করে স্নান করতাম এবং বিভিন্ন ধরনের খেলা খেলতাম নদীর জলে। যেমন- নদীর জলে লুকোচুরি, ধরা ধরি এবং ঢুব দিয়ে কে কত সময় জলের ভিতর থাকতে পারে, কে কত দূর পর্যন্ত যেতে পারে ইত্যাদি ইত্যাদি।

pexels-photo-4872437.jpegSource
free-photo-of-traditional-rice-farming-in-southeast-asia.jpegSource
pexels-photo-4057041.jpegSource

গ্রাম অঞ্চলের মানুষের জীবনযাপন খুবই স্বাবলম্বী হয়ে থাকে। গ্রাম অঞ্চলের মানুষ জন নিজেরা নিজেদের জমি চাষ করে ফসল ফলায়, এবং সেই ফসল বাজারে বিক্রি করে অর্থ আয় করে। তাদের খাবারও প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়ে থাকে। তাই তাদের খাবারে কোনো রকম কৃত্রিম রং বা স্বাদ থাকে না।

গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হয়ে থাকে। তারা সবাই একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাদের কোনো একজনের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তারা সবাই মিলে সে অনুষ্ঠানে যোগ দেয়। এবং সকল ধরনের কাজ কাম নিজেরা মিলে মিশে শেষ করে। এভাবেই তারা একটা বড় পরিবারের মতো গ্রামে বসবাস করে।

গ্রামের পরিবেশ খুবই শান্ত শিষ্ট হয়ে থাকে। গ্রামে শহরের মতো কোনো ধূলা-বালি বা ধোঁয়া নেই। গ্রামে সারা দিন সতেজ বাতাস বইতে থাকে। গ্রামে রাতের আকাশটাও দেখতে খুব সুন্দর লাগে। গ্রামের মানুষ জন সারাদিনের ক্লান্তি দূর করার জন্য, রাতে খোলা আকাশের নিচে বসে চাঁদ-তারা দেখে আর গল্প করে।

pexels-photo-2406271.jpegSource

গ্রামের শিক্ষা ব্যবস্থা হয়তো শহরের মতো উন্নত না। গ্রামের শিক্ষা ব্যবস্থা হয়তো শহরের মতো উন্নত না হলেও, গ্রামের শিক্ষকরা তাদের ছাত্র-ছাত্রীদের নিজের সন্তানের মত দেখে এবং ভালোবাসে। তারা শুধু পড়াশোনা শেখান না, জীবনযাপনের বিভিন্ন দিকও শেখান।

যদিও গ্রামের জীবনযাপন খুবই সুন্দর, তবুও গ্রামের মানুষেরও অনেক সমস্যা আছে। যেমন, ভালো রাস্তাঘাট না থাকায় তাদের যাতায়াতে অনেক সমস্যা হয়। আবার গ্রাম অঞ্চলে কোনো স্বাস্থ্য সেবা কেন্দ্র না থাকায়, স্বাস্থ্যসেবাও তেমন ভালো হয় না।

তবে এই সব সমস্যা থাকা সত্ত্বেও গ্রামের মানুষের মধ্যে একটা আনন্দ আছে। তারা প্রকৃতির কোলে শান্তি খুঁজে পায়। তারা সবাই মিলে একটা সুন্দর পরিবারের মতো বসবাস করে। তবে এখন সময়ের সাথে সাথে সব কিছু বদলে যাচ্ছে।

আজকের দিনে যখন সবাই শহরের জীবনযাপনের দিকে ছুটছে, তখন গ্রামের এই সুন্দর জীবনযাপনকে আমাদের ভুলে যাওয়া উচিত নয়। গ্রামের এই সুন্দর পরিবেশকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আজ এখানেই বিদায় নিচ্ছি।

"ধন্যবাদ সবাইকে"

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last month 

আপনার পোস্টটি সত্যিই মনোমুগ্ধকর এবং খুবই হৃদয়গ্রাহী। গ্রামের শান্ত পরিবেশ, প্রকৃতির সান্নিধ্য, এবং মানুষের পারস্পরিক সম্পর্কের এমন সুন্দর বর্ণনা পড়ে মনে হলো, সত্যিই গ্রামাঞ্চলে এক ধরনের বিশেষ সুখ ও শান্তি বিরাজ করে। আপনার লেখায় গ্রামের জীবনযাত্রার সহজতা এবং তার সঙ্গে যুক্ত সমস্যাগুলোরও বাস্তব চিত্র ফুটে উঠেছে। এই ধরনের জীবনযাপন আজকাল আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যেখানে মানুষ শহরের জটিলতা ও কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছে ফিরে যেতে চায়। আশা করি, আপনি আরও অনেক সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

 last month 

খুবই ভালো লাগলো অসম্ভব সুন্দর লিখেছেন, গ্রামের প্রতি যে একটা টান আপনার তা আমি স্পষ্টভাবে বুঝতে পারছি, বিশেষ করে আমিও গ্রাম অনেক বেশি পছন্দ করি কারণ শহর এবং গ্রামের মাঝে রয়েছে অনেক ব্যবধান।

গ্রাম যে সুযোগ সুবিধা টা পাওয়া যায় সেটা শহরে কখনোই পাওয়া যায় না,তবে আমাদের জীবনে চলার পথে গ্রাম শহর দুটাই প্রয়োজন ,, তাই বলে গ্রামকে একেবারে ছেড়ে দেওয়া উচিত নয়। ভালো লাগলো পোস্টটি পড়ে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95954.78
ETH 2695.26
SBD 0.63