You are viewing a single comment's thread from:
RE: আমাদের জীবনে প্রতিবেশিদের ভূমিকা অনস্বীকার্য
@baishakhi88 আমাদের ছোটোবেলায় ঠিক এমনটাই হতো যে, মায়ের হাতে মারের থেকে বাঁচার জন্য পাশের বাড়ির কাকিমার কাছে চলে যেতাম।
এখন আর ছেলে মেয়েরা দুষ্টুমি করে না, কারন সময় কোথায় তাদের স্কুল থেকে বাড়ি এসে মাস্টারের কাছে পড়তে যাওয়া তারপর সেখান থেকে বাড়ি এসে আবার স্কুলের পড়া করা।তার মাঝে সময় পেলে ফোনে কার্টুন দেখে নেয়।
এখন বাচ্চাদের ফোন থাকলেই আর কিছু লাগে না।এখনকার সময় আগেকার মতো প্রতিবেশী বাচ্চাদের সাথে মিলে মিশে থাকা সময় কোথায়।
যাইহোক ভালো থাকবেন ছেলেকে নিয়ে।
ঠিকই বলেছেন, আজকালকার বাচ্চাদের মোবাইল হলেই হলো। খেলাধুলা তো প্রায় ভুলেই গেছে যত খেলা তাও মোবাইলে।