You are viewing a single comment's thread from:

RE: "Travel diary- Explored Digha-(last part)"

in Incredible India4 months ago

দিদি আপনার দীঘা ভ্রমনের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ আপনার ইচ্ছে পূরণ হয়েছে। কেননা আপনার মোহনা দেখার খুব ইচ্ছা ছিলো। জীবনে এমন কিছু মহুর্ত সত্যি আমাদের মানসিকভাবে চাঙ্গা করতে সাহায্য করে। যেকোন স্থান ভ্রমন যেমন আনন্দের তেমনি শিক্ষনীয় বটে। আপনি নিশ্চই আনন্দ যেমন উপভোগ করেছেন তেমন নতুন কিছু শিখতেও পেরেছেন এই স্থানটিকে ঘীরে।

যাইহোক দিদি, আমি কখনো সমুদ্রের পারে যাইনি। তবে আমারো প্রবল ইচ্ছা কোন একদিন সমুদ্র পারে যাবো। নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দেবো। টিভিতে সমুদ্র দেখে অভ্যস্থ। জানিনা বাস্তবে এর সৌন্দর্য কতটা আমাকে মুগ্ধ করবে।

দীঘা ভ্রমনে গিয়ে আপনি আমাদের বিভিন্ন মাছের সাথে পরিচয় করে দিয়েছেন। সামুদ্রিক মাছ পুষ্টিগুণে ভরপুর থাকে এবং খেতেও অনেক সুস্বাদু হয়। ধন্যবাদ দিদি দারুন একটি মহুর্ত আমাদের সাথে ভাগ করার জন্য। ভালো থাকবেন। শুভ কামনা রইলো।

Sort:  
 4 months ago 

সমুদ্রের সৌন্দর্য্য নিশ্চয়ই আপনাকে মুগ্ধ করবে এবিষয়ে আমি নিশ্চিত। আশাকরি খুব তাড়াতাড়ি আপনিও সমুদ্র দর্শন করতে পারবেন। একথা সত্যি যে সমুদ্র হোক না পাহাড়, যেকোনো স্থানে নিজের বন্ধুদের সাথে ভ্রমণ আমাদের মানসিক ভাবে চাঙ্গা করে। সামুদ্রিক মাছ অনেক উপকারী ঠিকই, তবে আমার মাছ একেবারেই অপছন্দ। ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 63352.53
ETH 2447.41
USDT 1.00
SBD 2.67