You are viewing a single comment's thread from:

RE: Better life with steem || The Diary Game || 22 January

in Incredible India10 months ago

আপু আপনার দিনলিপিটি পড়ে দারুন লাগলো। আপনি বলেছেন আপনি শিখতে ভালোবাসেন। প্রতিনিয়ত আপনি শিখছেন। হ্যা এটা অনেক ভালো একটি অভ্যাস। শিক্ষার এবং শেখার কোন বয়স নেই। যেকোন সময় যেকোন কিছু আমাদের মাঝে শিক্ষা হয়ে আসতে পারে।

যাইহোক আপনি ধানের চাড়ার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন। হ্যা এখন ধান রোপনের মৌসুম। আমাদের এদিকেও অলরেডি ধান রোপনের ধুম পরে গেছে।

ভালো থাকবেন আপু।

Sort:  
 10 months ago 
  • একদম তাই আমাদের শেখার কোনো শেষ বা বয়স নেই,মাঝে মধ্যে একদম সহজ বিষয় আমরা শিখতে অনেক ভয় পাই,, আর যখন দেখি এটা খুব একটা কঠিন না ,অল্প দেখলেই পারা যায় তখন বেশ ভালো লাগে নিজের কাছে,তবে আমার মনে হয় চেষ্টা এবং ধৈর্য থাকলে সবকিছুই পারা সম্ভব,

  • একদম তাই বর্তমান সব জায়গাতে কমবেশি ধান রোপন করার কাজ শুরু হয়ে গিয়েছে,তবে আমরা যারা গ্রামে থাকি গ্রামের মানুষ তারা এই কাজটা বেশ পছন্দ করে এবং ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 75924.44
ETH 2901.21
USDT 1.00
SBD 2.67