You are viewing a single comment's thread from:

RE: প্রকৃতি সৃষ্ট এক অভিশাপের নাম সুনামি (Tsunami)

in Incredible India7 months ago

ম্যাম আমাদের দেশ কিন্তু অনেক ঝুঁকিতে রয়েছে। আমি মনে করি আল্লাহ তালার বিশেষ রহমতে আমরা এখনো ভালো আছি। অপরিকল্পিত নগর ঢাকা। ঢাকাকে ঘীরে আমাদের যত দুশ্চিন্তা। এখনো সময় আছে আমরা যদি সচেতন হই এবং সরকার যদি বিশেষ কিছু উদ্যোগ নেয় তাহলে হয়ত বড় কোন প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে আমরা বাঁচতে পারবো।

ধন্যবাদ ম্যম গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 7 months ago (edited)

সরকার এরও তেমন কিছু করার নেই। এমনিতেই বড় ধরনের প্রাকৃতিক দূর্যোগের সামনে পৃথিবীর মানুষের এমন কোন শক্তি নেই যে তাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব।
কিছুটা করা যায় কিন্তু এর জন্য লাখ লাখ বাড়ি ভেঙে ফেলতে হবে। কে ভাঙতে দিবে নিজের বাড়ি।
আমরা খরচ বাচাতে নিয়ম নীতির তোয়াক্কা করি না যার কারনে খেসারততো দিতে হবেই

আর যদি এধরণের কোন ঘটনা ঘটে তাহলে শুধু ঢাকা না সারা দেশই ক্ষতিগ্রস্ত হবে।সুনামি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উপকূলীয় অঞ্চলগুলো তবে এথেকে ঢাকাও রেহাই পাবে না।কাউন্ট ডাওন শুরু হয়ে গেছে অনেক আগেই। এখম শুধু চুড়ান্ত মূহুর্তের অপেক্ষা।
ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ভালো থাকবেন সবসময়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59304.77
ETH 2534.68
USDT 1.00
SBD 2.41