You are viewing a single comment's thread from:
RE: What should be done if bitten by a snake?
প্রিয় ভাই, আমাদের দেশের কমন একটি সমস্যা নিয়ে আপনি আজ অনেক সুন্দর একটি আলোচনা করেছেন। সাপে কামড়ানো নিয়ে আমাদের দেশে অনেক কুসংস্কার রচিত আছে। বিশেষ করে গ্রামে। গ্রামের মানুষগুলোই কিন্তু সাপের কামড়ে বেশি মারা যায়। আপনি নিজেও সেটি উল্লেখ করেছেন। এর প্রধান কারণ হলো সঠিক চিকিৎসার অভাব। আমরা অনেকেই ওঝায় বিশ্বাসি। কিন্তু এটি কখনো বেটার কিছু আমাদের দিতে পারে না।
আপনি সাপে কামড়ালে কী কী করতে হবে তা আমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলেছেন। আপনার লিখাটি পড়ে নতুন করে আবারো কিছু বিষয় জানলাম। ভালো থাকবেন ভাই।
ধন্যবাদ ভাই আমার পোষ্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। আসলে সাপে কামড়ালে প্রথম কাজই হলো ওখানে হালকা করে বেধে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া।কিন্তু গ্রামের মানুষ ডাক্তারের কাছে না গিয়ে ওঝা/বৈদ্যর কাছে যায়।আর তার পরিনতি হয় খারাপ।
তাই সচেতন হতে হবে আমাদের।ভালো থাকবেন,সুস্হ থাকবেন।