You are viewing a single comment's thread from:
RE: Better Life With Steem | The Diary Game |13th December
ভাই গতকাল বুধবার আপনি ব্যস্ততম একটি দিন পার করেছেন যা আপনার পোষ্ট পরে বুজতে পারলাম। দুদিন ধরে আমাদের দেশে বেশ শীত পরছে। শীতের কারণে ফজরের নামাজ আদায় করা বেশ কষ্টকর একটা ব্যপার হয়ে দাঁড়িয়েছে। লেপের ভেতর থেকে উঠতেই যেন মন চায় না।
এরপর আপনি আপনার অফিসের কাজে ব্যস্ত হয়ে পরেছেন। আপনি গতকাল তিনশত কাগজ প্রিন্ট করেছেন এবং এও বলেছেন এই কাগজগুলো প্রিন্ট করতে আপনার কষ্ট লাগে। কারণ গাছ কেটে কাগজ তৈরি করা হয়। আপনার এই কষ্টের সাথে আমিও সহমত পোষণ করছি। কিন্তু কিছু করার নেই ভাই। কাগজ ব্যবহার করতেই হবে আমাদের।
যাইহোক ভাই আপনার পুরো লেখাটি পড়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন সবসময় এই কামনা রইলো।
আসলেই, আমাদের কিছুই করার নেই। যে অফিসে কাজ করি সেখানে কাগজ ছাড়া কাজ প্রায় অসম্ভব। তাই মনে না চাইলেও কাগজ খরচ করতে হচ্ছে। কিচ্ছু করার নেই।