আমি পথ ভোলা এক পথিক এসেছি- রইলো নিজের অজানা গন্তব্যের কিছু ছবি।
প্রিয় বন্ধুরা,
রাত পোহালেই একটি গোটা বছরের অবসান হয়ে, নতুন বছর উপস্থিত হবে। কাজেই কথা বাড়ানোর আগে সকলকে আগত বছরের অনেক শুভেচ্ছাবার্তা জানিয়ে আজকের লেখা শুরু করছি।
আজকে আপনাদের মাঝে রইলো, বিভিন্ন সময় তোলা কিছু পথের এবং অপেক্ষারত আমার ভাইপো সহ মাঝির দাঁড় বইবার ছবি।
প্রতিটি ছবি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নিজের কথা এবং ভাব প্রকাশের অর্থে।
জীবন একটি যাত্রা এবং এই রাস্তার মতন তার গন্তব্যের শেষটা আমাদের কারোর জন্য নেই।
আমরা এই পৃথিবীতে নিজ নিজ কর্ম সমাধা করতে এসেছি এবং নির্দিষ্ট সময় শেষে আমাদের জীবন যাত্রা সম্পন্ন করে তবেই গন্তব্যে পৌঁছাতে পারবো।
কোনো জায়গায় বেড়াতে গেলে সেখানে পৌছতে কতখানি সময় লাগতে পারে সেটা কিন্তু আজকের প্রযুক্তির দ্বারা সহজেই জানা যায়।
ভেবে দেখেছেন কখনো জীবনযাত্রার সম্পন্ন করতে কতখানি পথ বাকী সেটা কিন্তু কোনোরকম ফলকে লেখা থাকে না বা কোনো যন্ত্রের দ্বারা জানা সম্ভব নয়।
জ্ঞান অর্জন করা অবধি ছুটে চলেছি নানা কিছু অর্জনের প্রত্যাশায়, সময় বইতে বইতে সূর্য্য আজ এসে পৌঁছেছে সন্ধ্যা লগ্নে।
অস্তমিত সূর্য প্রতিনিয়ত মনে করিয়ে দেয় জীবনের বৈতরণী পার করতে করতে কখনো ভুল পথে প্রবেশ করেছি, আবার কখনো জোয়ারের মোকাবিলা করতে করতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে নিজের অজান্তে।
সময়ের সাথে সম্পর্ক বেড়েছে, বেড়েছে মায়ার বাঁধন, আবার হারিয়েছি কত কাছের সম্পর্ক, মাঝে মধ্যে ভাবী যতটা কষ্ট আমি পেয়েছি তাদের হারিয়ে আমার অবর্তমানে ততটাই কষ্ট কি কেউ পাবে?
জানিনা আর না জানতে চাই, কারণ বেশ কিছু বিষয় জানা থাকলেই সুখী হওয়া যায়, জানলেই বরঞ্চ দুঃখ বাড়ে।
ভাবছেন হয়তো নতুন বছরে ভালো ভালো কথার পরিবর্তে এমন আবেগের কথা কেনো বলছি, কারণটা হলো বয়েস, অভিজ্ঞতা আর সময় যখন জীবনের সংগ্রহশালায় বেশ খানিকটা জমা হয়ে যায়, তখন প্রতিটি দিন এবং তার সাথে জীবনের মূল্য অনেক বেশি উপলব্ধি করা যায়।
মায়া, মমতা সময়ের সাথে বাড়ে, আর বাড়ে জীবনের প্রতি ভালোবাসা। কখনো খেয়াল করেছেন ছোটো বয়েসে সাহসের সাথে যে কাজ গুলো করতে পারতেন অবলীলায় বিয়ের বৃদ্ধির সাথে সেই সাহসে ভাটা পড়ে যায়, ফলে সেগুলো করতে দুবার ভাবতে হয়।
কারণটা কেবল বোধ বিকাশ নয়, জীবনের মূল্য বুঝতে শেখার কারণও যুক্ত সেখানে। একটা সময় দিন রাত, মাস, বছরের হিসেব রাখার কথা কেউ ভাববার প্রয়োজন বোধ করিনি, আর সেই অবকাশ ও ছিল না।
অথচ যে মুহূর্তে সূর্য পশ্চিমাকাশে ঢলতে শুরু করে, শুরু হয়ে যায় সময়ের হিসেব, তার আজকে ছবিগুলোর মাধম্যে কেবল বাস্তবের নয় জীবনের গন্তব্যে পৌঁছাতে কতখানি সময় বাকি তার একটা হিসেব কষার প্রচেষ্টা করছিলাম।
অবশেষে দেখলাম, বহু ভুল পথে গিয়ে সময় অনেকখানি নষ্ট করে ফেলেছি, তাই কবিগুরুর গানের একটি লাইন শীর্ষক হিসেবে বেছে নিয়েছি, দেখি যদি শেষ পর্যন্ত সঠিক পথের সমাধান পেয়ে নিজের লক্ষ্যস্থলে পৌঁছতে পারি।
আজ এখানেই নিজের লেখায় ইতি টেনে বিদায় নিলাম, তবে যাবার আগে রেখে গেলাম আপনাদের সকলের জন্য বুক ভরা ভালোবাসা আর আগামী দিনগুলো ভালো কাটার কামনা।
ভালো থাকুন আপনারা সকলে এবং প্রাণভরে আস্বাদন করুন জীবনের প্রতিটি মুহুর্ত।
@tipu curate
Upvoted 👌 (Mana: 2/9) Get profit votes with @tipU :)