জীবনে সঠিক নির্বাচিত পথই কেবল আসল লক্ষ্যস্থলে পৌঁছবার মূলমন্ত্র।
প্রিয় বন্ধুরা,
ঘড়িতে ভারতীয় সময় অনুযায়ী দুপুর আগত, আর কাজের ফাঁকে একটু সময় পেয়েই কিছুটা লেখা এগিয়ে রাখার প্রচেষ্টা নিয়ে আজকের লেখা শুরু করছি।
লেখার বিষয় যাবার আগে বুধ বারের দিনটি সকলের মঙ্গলময় হোক এই শুভেচ্ছা জানিয়ে রাখি।
আমরা অনেকেই পাপ, পুন্য নিয়ে অনেক কথা বলে থাকি সময় সময়, এবং ঠিক সেই কারণে আমরা অনেক কাজ করতে যাবার আগে ভাবী কাজটি করা সঠিক হবে কিনা!
আমার কাছে পাপ মানে হলো, জেনেশুনে অন্যের ক্ষতি করা, আর পুন্য হলো নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা।
প্রতিটি মানুষ যখন জন্মগ্রহণ করে এই ধরায় আসেন, তখন তাদের ঝোলায় কোনো কিছুই রাখা থাকে না, কিন্তু সময়ের সাথে সাথে বেড়ে ওঠার মাধম্যে যেসকল কাজের বা নির্বাচিত পথ ধরে আমরা জীবনে এগিয়ে যাই, সেটাই নির্ধারণ করে নিজের শূন্য ঝুলিতে কোনটি কতখানি সংগৃহীত করতে পেরেছি।
অধিকাংশ মানুষ নিজের কর্ম, নিজের পথ এবং নিজের জীবনযাত্রা সঠিক বলে দাবি করেন, কিন্তু আমরা নিজেরা কিন্তু নির্ধারণ করতে পারি না, যে আমরা সঠিক না বেঠিক।
সেটা নির্ধারণ করতে পারেন যাদের ক্ষেত্রে আমরা আমাদের নির্দিষ্ট ভূমিকা পালন করছি।
কাজেই পথ চলা, সিদ্ধান্ত নেওয়া এই বিষয়গুলো আমাদের হাতে থাকলেও, তার পরিণতি একেবারেই আমাদের হাতে নেই।
জীবনের ক্ষেত্রে আমাদের কিছু সিদ্ধান্ত নেবার আগে ভাবার সময় পাওয়া গেলেও এমন অনেক সিদ্ধান্ত আমাদের নিতে হয় যেটার ক্ষেত্রে সময় পাওয়া যায় না।
আর এইখানেই প্রয়োজন আমাদের বিচক্ষণতার, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বর্তমান সুবিধার কথা ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলে, এবং বেশ কিছুটা পথ এগোনোর পরে গিয়ে দেখা যায় সেই পথটি বেছে নেওয়া ছিল জীবনের সবচাইতে বড় ভুল।
আমি এই বয়েসে এসে বুঝেছি, যখন কোনো কিছু নিজের অনুকূলে না হয়, তখন মানুষকে ধৈর্য্যের সাথে সেই সময়টি পার করতে হয়, কারণ এই সময় সবচাইতে ভুল পথ বাছা এবং সিদ্ধান্ত নেবার সম্ভবনা থাকে।
যেই সিদ্ধান্তের ফল সারাটা জীবন নানান খেসারত এর মধ্যে দিয়ে যেতে হয়। মধ্যবিত্তদের ক্ষেত্রে একটা সমস্যা প্রায়শই দেখা যায় আর সেটা হলো, ভালো থাকা মানেই তাদের কাছে অর্থ, বৈভব বোঝায়, এবং ছোটো ছেলে মেয়েরা পড়াশুনা না করে কোন ছেলে বা মেয়ের আর্থিক দিক নিজের থেকে উন্নত সেই দিকে নজর দিতে বেশি পছন্দ করে।
মনে রাখতে হবে, শিক্ষা এমন একটি বিষয় যেটি নিজের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না, কিন্তু অর্থ, বিত্ত এগুলোর পরিবর্তন যেকোনো সময় হতে পারে।
জীবনটা ছায়াছবি নয় যে, আড়াই ঘন্টায় শেষ হয়ে যাবে, এটা একটা দীর্ঘ সময় যেটি সঠিকভাবে পার করতে হলে চাই বিচক্ষণ সিদ্ধান্ত।
কাজেই আমি কি দোষ করেছি? কেনো এমন আমার সাথে হলো? এই প্রশ্নগুলো করবার আগে ফিরে দেখতে হবে আপনার নির্বাচিত পথ সঠিক ছিল কিনা!
আজকের সিদ্ধান্ত আমাদের আগামী দিনের পথ প্রশস্ত করে, কাজেই কালের ভরসায় আজকের দিনকে অবহেলা করা মোটেই বিচক্ষণতার পরিচয় বহন করে না।
তাই পরিশেষে বলবো জীবনে সঠিক নির্বাচিত পথই কেবল আসল লক্ষ্যস্থলে পৌঁছবার মূলমন্ত্র। কাজেই আজকের সিদ্ধান্ত এবং পথ সঠিকভাবে নির্বাচন করুন দেখবেন, পাপ - পুন্য এসব নিয়ে জীবনে কখনো ভাবতেই হবে না।
আজ এখানেই ইতি এঁকে বিদায় নিলাম, ভালো কাটুক আপনাদের সারাদিন এই কামনা করি।
আপনি খুবই সুন্দর উপস্থাপনা করেছেন পাপ পূণ্যের বিষয় নিয়ে এবং জন্মের পরে দেখানো পথ অনুসারে যখন বড় হয় তখন শূন্য হৃদয় কি সংগ্রহ করতে পেরেছি। সেই সংগৃহীত জ্ঞান নিয়ে সামনের পথ চলা শুরু হয়।
জীবনের এমন কোন মুহূর্ত অতিবাহিত করতে হয় যেগুলো সময় খুবই বিচক্ষণতার সহিত সিদ্ধান্ত নিতে হয় কিন্তু আমরা তা নিতে পারি না তাড়াহুড়া করি ধৈর্য থাকে না।
জীবন আসলেই মুভির মত নয় যে দুই এক ঘন্টা দেখলাম শেষ। তাই যে কোন কাজ করার আগেই আমাদেরকে খুবই সাবধানতার সহিত এবং বুদ্ধিমত্তার সহিত নিজেকে সংযত রেখে সঠিক লক্ষে যেন পৌঁছাতে পারি সে অনুপাতেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
ধন্যবাদ এত সুন্দর একটি মূল্যবান লেখনী আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই, আমার লেখা মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর গুছিয়ে একটি মন্তব্য করবার জন্যে, আসলে গোটা প্লাটফর্মে মুষ্টিমেয় মানুষ লেখা পড়ে মন্তব্য করেন, একজন গুণগ্রাহী মানুষের মন্তব্য পড়ে বেশ উৎসাহিত হলাম।
ধন্যবাদ আমার মন্তব্যটি মূল্যায়ন করার জন্য।
আপনার লেখাটা অসাধারণ হয়েছে।আপনি এতো সুন্দর ভাবে পাপ,পূর্ণ নিয়ে বুঝিয়ে দিলেন আমাদের সত্যিই জীবনে অনেক না জানা কথাও জেনে গেলাম।
অনেক ধন্যবাদ আপনার উপস্থিতি এবং সুন্দর মন্তব্যের জন্য।
You have clicked some very beautiful pictures. The first one looks very pleasant, I am in love with greens and feels nice to watch it. The Rainbow, wow, I am totally in love with it.
A wonderful write up as well. You are so right, when we are born our bag is empty and through our life we keep accumulating in that bag our karma. Right and wrong is all defined by we humans in a way that suits us, but who clearly knows whether the same logic works up there or not.
Wow! Look who is here! I am feeling so overwhelmed to going through your comments. Thank you so much for your efforts, because I know you can't understand Bengali, but then also you translet and share your opinion so correctly. 💕
Oh my dear, it is my bad that I am not able to do it on a regular basis. You visit my content so regularly and it is my equal responsibility to do so.
@pulookপ্রতিবারের মতো এবারও আপনার লেখা পড়ে আমরা জিবনের অনেক অজানা কথা জানতে পারলাম। আর ছবিগুলো খুব সুন্দর ভাবে তোলা হয়েছে।
জানতে পারলেই হবে না ম্যাডাম, আমরা অনেকেই অনেক কিছু জানি, কিন্তু যতক্ষন সেগুলো নিজের জীবনে প্রয়োগ না করি, ততক্ষণ কোনো শিক্ষারই কোনো দাম নেই।
আপনার কথাটি একদম সঠিক। আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই, ভালো পরিনতির কথা ভেবেই নিই। কিন্তু যখন পরিনতি খারাপ হয়, তখন ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে দোষ দিই।
পাপ-পূন্যের বিষয়ে আপনি যা লিখেছেন, আমি তাতে সহমত জানাই। ভালো থাকবেন স্যার।
আসলে ভুল পদক্ষেপ থেকেই জীবনের বাস্তব শিক্ষা পাওয়া সম্ভব, তবে কিছু ক্ষেত্রে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের পরিচয়।
একদম সঠিক কথা বলেছেন স্যার, শিক্ষা সঙ্গে থেকে যায় কাজেই সেটা নিয়ে গর্বিত হলেও কখনো এমন কিছু নিয়ে গর্ব বোধ করা উচিত নয়, যেটি ক্ষণস্থায়ী।
একদমই তাই, কারণ মানুষ শিক্ষা দিয়ে অর্থ উপার্জন করতে পারলেও, অর্থ দিয়ে শিক্ষা উপার্জন সম্ভব নয়, সেটার জন্য মেধা প্রয়োজন আর সাথে ইচ্ছে।