RE: জীবনে সঠিক নির্বাচিত পথই কেবল আসল লক্ষ্যস্থলে পৌঁছবার মূলমন্ত্র।
আমি এই বয়েসে এসে বুঝেছি, যখন কোনো কিছু নিজের অনুকূলে না হয়, তখন মানুষকে ধৈর্য্যের সাথে সেই সময়টি পার করতে হয়, কারণ এই সময় সবচাইতে ভুল পথ বাছা এবং সিদ্ধান্ত নেবার সম্ভবনা থাকে।
আপনি খুবই সুন্দর উপস্থাপনা করেছেন পাপ পূণ্যের বিষয় নিয়ে এবং জন্মের পরে দেখানো পথ অনুসারে যখন বড় হয় তখন শূন্য হৃদয় কি সংগ্রহ করতে পেরেছি। সেই সংগৃহীত জ্ঞান নিয়ে সামনের পথ চলা শুরু হয়।
জীবনের এমন কোন মুহূর্ত অতিবাহিত করতে হয় যেগুলো সময় খুবই বিচক্ষণতার সহিত সিদ্ধান্ত নিতে হয় কিন্তু আমরা তা নিতে পারি না তাড়াহুড়া করি ধৈর্য থাকে না।
জীবন আসলেই মুভির মত নয় যে দুই এক ঘন্টা দেখলাম শেষ। তাই যে কোন কাজ করার আগেই আমাদেরকে খুবই সাবধানতার সহিত এবং বুদ্ধিমত্তার সহিত নিজেকে সংযত রেখে সঠিক লক্ষে যেন পৌঁছাতে পারি সে অনুপাতেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
ধন্যবাদ এত সুন্দর একটি মূল্যবান লেখনী আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই, আমার লেখা মনোযোগ দিয়ে পড়ে এত সুন্দর গুছিয়ে একটি মন্তব্য করবার জন্যে, আসলে গোটা প্লাটফর্মে মুষ্টিমেয় মানুষ লেখা পড়ে মন্তব্য করেন, একজন গুণগ্রাহী মানুষের মন্তব্য পড়ে বেশ উৎসাহিত হলাম।
ধন্যবাদ আমার মন্তব্যটি মূল্যায়ন করার জন্য।