SEC17/W4|"Gift that can impress me."
Edited by Canva source |
---|
Hello Friends,
প্রথমেই কমিউনিটি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এই দুর্দান্ত বিষয়বস্তু নির্বাচন করার জন্য। উপহার এই শব্দটির অস্তিত্ব হয়তো আমাদের প্রত্যেকের জীবনেই আছে। উপহার পেতে পছন্দ করে না এমন মানুষ কদাচিৎ দেখা যায়।
আমিও উপহার সম্পর্কে আমার অভিমত প্রকাশ করার সুযোগ পেয়েছি যেটা আমার কাছে খুবই আকর্ষণীয়। আমারো এখানে কিছু অভিজ্ঞতা আছে। আসুন সেগুলো জেনে নিই।
What is the preferred gift that can impress you? The reason behind your choice. |
---|
source |
---|
উপহার হিসেবে বই পেতে আমার ভালো লাগে। যে কোনো বই উপহার হিসেবে পেলে আমি ভীষণ খুশি হই। প্রতিটি কাজের পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আমার ও একটা উদ্দেশ্য আছে।
আমি অন্য কিছু ও পছন্দ করতে পারতাম কিন্তু আমার বই পছন্দ। আমি এখনো বই ক্রয়ের জন্য আমার বিভাগীয় শহরের দৌলতপুর অবস্থিত গ্রাজুয়েট গ্রন্থাগারে যাই। যদিও প্রয়োজনীয় বইয়ের জন্য তবুও নতুন কোনো বই দেখলেই আমি নিয়ে আসি।
পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী, এমনকি আমাদের চির চেনা মুখ গুলো ও এক সময় স্বার্থের জন্য অচেনা হয়। অথচ এই বই এমন একটা জিনিস যে প্রাণ না থাকলেও আমাদের অনুভূতি গুলো যেন টেনে বের করে নিয়ে আসে। পাশাপাশি আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে।
কেউ যদি নিজেকে নিখুঁত বলি তাহলে বুঝবেন ঐ মানুষটি বোকাল স্বর্গে বসবাস করে বা অহংকারী। তাছাড়া আমি আরো একটি তথ্য উপস্থাপন করবো যে আমি বঙ্কিমচন্দ্রের লেখা পড়তে খুব পছন্দ করি।
কারণ ইনিই ছিলেন বাংলা সাহিত্যের ঐ সময়কার একজন সাহিত্যিক যিনি পেশাগতভাবে একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। তাছাড়া এই মানুষটি এতোটাই সাধারণ জীবনযাপন করতেন যে কেউ পথে বেরোলে বুঝতেনই না তাঁর অবস্থান।
আমি বঙ্কিমচন্দ্রের জীবনী থেকে এটাই শিখেছি যে একজন মানুষ তাঁর কর্মের মাধ্যমেই বড় হয়। অর্থাৎ আমাদের বাহ্যিক সৌন্দর্য না বরং কর্মটাই প্রধান লক্ষ্য হওয়া উচিত।
Do you believe the gift is a gesture that sometimes helps to enhance our relationships? |
---|
হ্যাঁ, এটা কিছুটা হলেও সঠিক বলে আমার মনে হয়। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে উপহারকে প্রাধান্য দিতে পছন্দ করি না। কারণ প্রকৃত আপনজন কখনোই উপহারের ওপর নির্ভর করে সম্পর্কের গভীরতা পরিমাপ করে না।
তাছাড়া আমি এটা মনে করি যে যদি কোনো সম্পর্ক উপহারের মাধ্যমেই শুরু হয় তাহলে এটাই কাল হয়ে দাঁড়ায়। কারণ আজ আমার উপহার দেওয়ার সামর্থ্য আছে আগামীকাল না ও থাকতে পারে।
উপরোল্লেখিত বাক্য গুলো আমার ব্যক্তিগত অভিমত হলেও আমার ভিন্ন অভিমত উপহার সম্পর্কের বন্ধনকে মজবুত করে । কারণ কেউ যদি বিশেষ কোনো দিনে আমাকে কোনো উপহার দেয় তাহলে আমার মনে হয় যে ঐ মানুষটির কাছে হয়তো আমার গুরুত্ব আছে।
উদাহরণস্বরূপ; আমি সেই শৈশব থেকেই এরকম যে আমার বাবা-মায়ের কাছেও আমি দ্বিতীয় বার কোনো আবদার করিনি। যেটা আমার লাগবে সেটা একবারই বলতাম এবং এখনো এটাই করি।
Have you ever received any gift that is still memorable to you;Share if you have any stories. |
---|
source |
---|
হ্যাঁ, আমার বাস্তব জীবনে দুইটি উপহার স্মরনীয় হয়ে আছে। প্রথমত, আমি তখন ৭/৮ বছর বয়সের আমাদের বাড়ির প্রায় সমবয়সী এক কাকু ও এক বড় ভাই ছোটদের রিক্সা ক্রয় করেছিল যেটা দেখেই আমার মাথা নষ্ট।
কিন্তু বাবা আবার ঐ মুহুর্তে বাড়িতে ছিল না। আমার চেঁচামেচি করার জন্য বাবা মধ্যরাতে খুলনায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল। এরপর আমি হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু সকালে উঠেই দেখি আমার বিছানার সামনে রাখা উপহার রিক্সা।
দ্বিতীয়ত আমি যখন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়তাম তখন আমার বাবা আমাকে একটি বাটন মোবাইল উপহার দিয়েছিল।
যেটা হাতে পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম। আমি তো রীতিমতো আমার পাড়ার বন্ধুদের ডেকে খাবার খাইয়েছিলাম। তহলে বুঝুন কতোটা খুশি হয়েছিলাম।
আমার আজকের লেখাটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
I would like to invite some of my honourable steemian friends, @elpastor, @mile16 and @sahmie.
END |
---|
Me encanto leerte y comparto lo mismo que tú el amor no se debe medir por los regalos, ojalá recibas muchos libros ya que con ellos crecemos y hacemos grandes que bueno que tengas el hábito de leer eso te hace un hombre interesante con tema de conversación me agradó leerte amigo muchísima suerte en el concurso.
এনগেজমেন্ট চ্যালেঞ্জের সিজন ১৭ এর চতুর্থ সপ্তাহের অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
উপহার পেতে সবারই ভালো লাগে তবে আপনার বই উপহার পেতে বেশি ভালো লাগে।
আপনার পোস্ট পড়েই বুঝতে পারলাম আপনি বইপ্রেমী। এরকম এখনো অনেকেই আছে যারা বই পড়তে খুব ভালোবাসে।
আপনার জন্য সব সময় শুভকামনা রইল।
I know we should not judge the value of gifts by the price tag but as you said whoever gifts does it for a purpose and in most cases the purpose is love. Like you said you love getting books as gifts, and as we say we should not judge a book by its cover same way I feel we should not judge the value of the gift by its price tag. My best wishes to you in this contest!
@piya3
We cannot estimate the value of a gift because the gift it is is wonderful and has no price. As you said about your gift, it was great to know your presentation and the gifts you received, including the books and motorbikes, are really a great gift for yourself. Because the gift given in the form of books is a priceless gift, there is no substitute for it. Anyway, books play the role of a gift in our life and it is very nice to know about other gifts like you. Sharing this happiness with your family, great, always be happy, take good care of yourself🌹❤️💖
@mona01
#Hello Sir @piya3
It is great to read your post that you love books as a gift and it is indeed a gift that highlights our outer world as well as our spirituality. Keep and forget but it is a gift that lives forever in our hearts. I appreciate your sentiment.Second most important thing you like bankamchandra books very much and this material is very important to you your father gave you a gift which is appreciated by you and you are very happy to receive it. May you always spread your happiness like this and be happy yourself.
@mona01
Hola me gustó leer tu post pienso igual que lo importante es el detalle y el amor con el que nos dan los regalos no es importante el valor de lo que cueste, que fino que te gusten los libros🤗